অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও মানবতাবিরোধী অপরাধের জবাবে ইয়েমেন থেকে বড় পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
গতকাল (মঙ্গলবার) ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এক বিবৃতিতে জানান, ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বহু সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, “ইয়েমেনের সামরিক বাহিনী নিশ্চিত করছে যে, ফিলিস্তিনের নির্যাতিত ভাইদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে এ নিয়ে তৃতীয় দফা অধিকৃত ভূখণ্ডে হামলা চালানো হলো।”

জেনারেল সারিয়ি বলেন যুদ্ধের ২৫তম দিনেও সারা বিশ্ব নিরব দর্শক হয়ে ফিলিস্তিনের নিরপরাধ নারী-শিশুদের ওপর মার্কিন সমর্থিত ইসরাইলি বিমান হামলা ও নারকীয় গণহত্যা দেখছে। সেখানে মার্কিন সমর্থনে ইসরাইল প্রতিদিন গণহত্যা, ধ্বংসযজ্ঞ এবং মারাত্মক নিপীড়ন চালাচ্ছে।
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র জোর দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার মুখে ফিলিস্তিন জনগণের আত্মরক্ষার অধিকার আছে। দখলদার ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে বলেও তিনি উল্লেখ করেন। এই অবস্থায় ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের জনগণের সুস্পষ্ট এবং দৃঢ় সমর্থন রয়েছে বল জেনারেল সারিয়ি ঘোষণা দেন।