অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের মানবতাবিরোধী অপরাধের জন্য তেল আবিবের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। গতকাল (মঙ্গলবার) গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান থেকে ভয়াবহ বোমা হামলা চালানোর পর বলিভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
গতকাল জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইল ছয়টি বোমা ফেলে যার ওজন ছিল ছয় টন। এতে অন্তত ৪০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু।
ইসরাইলের চলমান বর্বরতায় আট হাজার ৬১০ জন ফিলিস্তিনি শহীদ এবং ২৩ হাজারের বেশি আহত হয়েছেন। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই পরিসংখ্যান দিয়েছে। তবে এর মধ্যে জাবালিয়ার হতাহতের ঘটনা নেই। ফলে ফিলিস্তিনি হতাহতের সংখ্যাটি আরো বেড়ে গেছে।
এর আগে, ২০০৯ সালে বলিভিয়া গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে তেল আবিবের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। কিন্তু ২০২০ সালে প্রেসিডেন্ট জিনাইন আনেজের মার্কিন-পন্থী সরকার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে।
২০১৯ সালে সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন-সমর্থিত ষড়যন্ত্রে নেতৃত্ব দেয়ার অভিযোগে গত বছরের জুন মাসে আনেজকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বলিভিয়ার বর্তমান প্রেসিডেন্ট হলেন লুইস আর্স এবং তিনি মোরালেসের মুভমেন্ট ফর সোশ্যালিজম পার্টির সদস্য।
Leave a Reply