অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০ দিন পর জেলা বিএনপির নেতাকর্মীরা রবিবার দুপুরে রংপুর নগরীর ব্যস্ততম জাহাজ কোম্পানি এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছেন। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তবে পুলিশ আসার আগেই মিছিল থেকে সটকে পড়ে নেতাকর্মীরা।
এর আগে সকালে নগরীর লালবাগ সড়কের চারতলা মোড়ে মহানগর বিএনপির নেতাকর্মীরা সমবেত হয়ে হরতালের সমর্থনে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় পুলিশ দ্রুত সেখানে গিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম এবং বিএনপি নেতা ফারুককে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মহানগর বিএনপির নেতাকর্মীরা সটকে পড়েন।
এদিকে, ছাত্রদলের ৮-১০ জন নেতাকর্মী রংপুর নগরীর বুড়িরহাট সড়কে হরতালের সমর্থনে মিছিল করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১০ মিনিট স্থায়ী মিছিল করে দ্রুত নেতাকর্মীরা ওই স্থান ত্যাগ করে চলে যান।
জানা গেছে, বিএনপির অবরোধ আর হরতাল কর্মসূচি চলাকালে দীর্ঘ ২০ দিন পর রবিবার দুপুরে আকস্মিকভাবে ৩০-৩৫ জন নেতাকর্মী জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাকুর নেতৃত্বে নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে মিছিল বের করে প্রেস ক্লাবসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষ করে তারা দ্রুত সেখান থেকে চলে যান।
সার্বিক বিষয়ে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, ‘বিএনপি নেতা সালামসহ দুই নেতাকে নাশকতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’