অনলাইন সীমান্তবাণী ডেস্ক :গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আশরাফ আল কুদরা বলেছেন, দখলদার ইসরাইলি বাহিনী গাজার অধিকাংশ হাসপাতাল ধ্বংস করে দিয়েছে এবং চিকিৎসা সরঞ্জাম লুট করে নিয়ে গেছে।
তিনি গত শনিবার আরও বলেছেন, গাজার অবশিষ্ট হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসার কোনো ব্যবস্থাই নেই। এরপরও আহত ব্যক্তিদেরকে হাসপাতালে আনা হচ্ছে। কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না।
গাজার বিধ্বস্ত চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এই চিকিৎসক।
এই মুখপাত্র আরও বলেছেন, গাজায় এখন পর্যন্ত চিকিৎসা খাতে খুবই সামান্য সাহায্য এসেছে। এটা ২০ লাখ মানুষের জন্য একেবারেই অপ্রতুল। দখলদার ইসরাইলের হুমকির কারণে আশ শিফা হাসপাতালের পর ইন্দোনেশিয়ান হাসপাতালও পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখন চারদিনের যুদ্ধবিরতি চলছে। এর আগেই দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ইসরাইলি হামলা থেকে বাদ পড়েনি হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীরা। ওষুধের তীব্র সংকট রয়েছে।
Leave a Reply