অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় যে বীরত্বপূর্ণ যুদ্ধ চলছে তা উজ্জ্বল সমাপ্তির পথে এগিয়ে যাচ্ছে। বীরদর্পে দখলদার ইসরাইলি সেনাদেরকে মোকাবেলা করার জন্য তিনি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের ধন্যবাদ জানান।
গতকাল (বুধবার) এক টেলভিশন ভাষণে হানিয়া বলেন, তিনি নিশ্চিত যে, ইসরাইলি আগ্রাসনের অবসান হবে এবং ফিলিস্তিনি জনগণ এবং তাদের বৈধ আকাঙ্ক্ষার প্রতি এই আন্দোলন বিশ্বস্ত থাকবে। পাশাপাশি প্রতিরোধ যোদ্ধারা গাজা রক্ষার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
হামাস নেতা বলেন, গাজার বীরেরা যুদ্ধক্ষেত্রে অবিচল রয়েছে এবং দখলদার সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করতে সক্ষম হচ্ছে। এ সময় তিনি গাজার শুজাইয়া, গাজা সিটি, জাবালিয়া শরণার্থী শিবির এবং অন্যান্য জায়গার বীরত্বপূর্ণ লড়াইয়ের কথা উল্লেখ করেন। মঙ্গলবার শুজাইয়া এলাকায় হামাস যোদ্ধাদের হাতে ইসরাইলের এক লেফটেন্যান্ট কর্নেল ও চার মেজরসহ অন্তত ১০ ইসরাইলি সেনা নিহত হয়েছে।
গতকালের ভাষণে হামাস নেতা ৭ অক্টোবরের অভিযানের প্রশংসা করে বলেন, ওই অভিযান ছিল সফল যা দখলদার ইসরাইলের জন্য ছিল বিপর্যয়। এই অভিযান দখলদার ইসরাইলের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বকে কাঁপিয়ে দিয়েছে।
ভাষণে ইসমাইল হানিয়া বলেন, ইসরাইলি আগ্রাসন বন্ধের যেকোনো উদ্যোগ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনার জন্য তারা প্রস্তুত। তবে, হামাসকে বাদ দিয়ে যুদ্ধ-পরবর্তী গাজার ভবিষ্যত নির্ধারণ একটি অলীক কল্পনা। ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সমর্থন দেয়ার জন্য হানিয়া আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান।
Leave a Reply