বশির আল-মামুন, চট্টগ্রাম: চকরিয়া উপজেলা প্রশাসন ও কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ বিশেষ অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন ৩ টি করাত কল ও বিবিধ চোরাই কাঠ জব্দ করেছে।
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে চকরিয়ার সহকারী কমিশনার (ভূমি) রাহাতুজ্জামান, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন এর নেতৃত্বে বন কর্মীরা চকরিয়া পৌরসভার বাশঁঘাটা এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান এদিন বাশঁঘাটা নামক স্থানে লাইসেন্স বিহীন তিনটি (০৩) করাত কলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি বৈদ্যুতিক মোটর, তিনটি চাকা, করাত ও বিবিধ কাঠ জব্দ করা হয়।
তিনি আরও বলেন অতি দ্রুত সময়ের মধ্যে করাত কল গুলোর লাইসেন্স করা না হলে উক্ত স্থানে আবারও অভিযান পরিচালনা করে করাত কল গুলো বন্ধ করে দেওয়া হবে বলে নির্দেশনা প্রদান করেন, সহকারী কমিশনার ( ভূমি)।
অভিযানে ফাঁসিয়াখালী রেঞ্জের সকল বিট অফিসার, স্টাফ, আনসার, সিপিজির সদস্য ও ভিলেজারগণ অংশগ্রহণ করে।