01 Mar 2025, 09:17 am

জাফিরুল ইসলাম : দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই মামলায় ঝিনাইদহ পৌরসভার সাবেক  চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আনিছুর রহমান খোকার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।

১৫ ফেব্রুয়ারী বুধবার তিনি যশোরের স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ সামছুল হক এই আদেশ প্রদান করেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন দুদকের পিপি অ্যাড. আশরাফুল আলম বিপ্লব। মামলার বিবরণে জানা যায়, এস এম আনিছুর রহমান খোকা ১৯৯৩ সালে ঝিনাইদহ পৌরসভার চেয়ারম্যান থাকাকালে অনিয়মের আশ্রয় নিয়ে ৪০ জনকে মাস্টার রোলে চাকরি দেন। এ বিষয়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে কোনো অনুমোদন নেননি। এর ফলে পাঁচ বছরে ৪০ জন মাস্টার রোলের কর্মচারীকে সরকারি টাকায় বেতন দিয়ে সরকারের ১৬ লাখ ২০ হাজার ৫৩৯ টাকা ক্ষতি করেন। পরে দুদকের তদন্তে উঠে আসে, ক্ষমতার অপব্যবহার করে এস এম আনিছুর রহমান খোকা ওই নিয়োগ দিয়েছিলেন। এ ঘটনায় দুদক পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে ২০০৩ সালের ৯ ফেব্রয়ারি ঝিনাইদহ সদর থানায় তার বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। অপর মামলা সূত্রে জানা যায়, একই সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৪ জন কর্মচারী নিয়োগ দেন তিনি। তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তাকে বাদ দিয়ে তিনি সচিবের কাছ থেকে বিভিন্ন চেকে স্বাক্ষর করেন। এছাড়া তিনটি প্রকল্পের কাজের প্রাক্কলিত অর্থের বেশি টাকা ব্যয় করে দুর্নীতির মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতি করেন। এ ঘটনায় দুদক তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়। ওই দুটি মামলায় এস এম আনিছুর রহমান খোকা বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে ঝিনাইদহ পৌরসভায় মাস্টার রোল কর্মীচারীদের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। পৌরসভায় নিয়ম ভঙ্গ করে প্রায় ৫১ জনকে মাস্টার রোলে বেতন দেয়া হচ্ছে। এতে সরকারের লাখ লাখ টাকার অতিরিক্ত ব্যায় হচ্ছে। অন্যদিকে ঝিনাইদহ পৌরবাসির ঘাড়ে চাপছে তাদের বেতন ভাতা দেয়ার বাবদ বাড়তি ট্যাক্স।

 

 

 

ঝিনাইদহ পৌরসভার সাবেক  চেয়ারম্যান খোকা দুর্নীতির  মামলায় কারাগারে

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিদখল করার অভিযোগ উঠেছে এক ভুমিদস্যুর বিরুদ্ধে। অভিযোগে জানাযায়,সদর উপজেলার ৯ নং পোড়াহাটি ইউনিয়নের মৃত শুকুর আলী মালিতার ছেলে আজিজুর রহমান পৈত্রিক সূত্রে পাওয়া পোড়াহাটি গ্রামের ১৮২ মৌজায় ৮১ শতক জমিতে বিভিন্ন ফসল আবাদ করে ভোগদখল করছিলেন।এমতবস্থায় একই গ্রামের ভুমিদস্যু নামে খ্যাত আব্দুর রাজ্জাক কসাই তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী দিয়ে রাতের আধারে বালি দিয়ে ভরাট করে রোপণ কৃত ধান নষ্ট করে জমি দাখলের চেষ্টা করছে।এজন্য তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ভুমিদস্যুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এ ঘটনায় ভুক্তভোগী আজিজুর রহমান বাদি হয়ে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ ধারা জারির জন্য আবেদন করে।আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে নির্দেশ প্রদান করে। এব্যাপারে অভিযুক্ত আব্দুর রাজ্জাক বলেন,তিনি একই এলাকার রইচ মোল্লার কাছ থেকে দলিল মুলে জমি কিনে দখলের চেষ্টা করছেন।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঐ জমিতে আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছেন। আমি সেটা বাস্তবায়নের জন্য উভয় পক্ষকে নোটিশ দিয়েছি।কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।

 

ঝিনাইদহে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক ভুমিদস্যুর বিরুদ্ধে জমিদখলের অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সেনাবাহিনীতে মেস ওয়েটার পদে চাকরির ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগে জয়পুরহাটে প্রতারক চক্রের মূলহোতা ভুয়া মেজর আরিফুর রহ্মান দুই জনকে গ্রেফতার করেছের র‌্যাব। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান।

এতে উল্লেখ করা হয়, বুধবার রাতে জয়পুরহাট উপজেলার সদর জামালপুর বাজার এলাকা থেকে ভুয়া নিয়োগপত্র দেওয়ার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার দুজন হলেন- হলো বগুড়া জেলার গাবতলী উপজেলার কামার চট্ট গ্রামের মৃত আব্দুল জলিল সরকারের ছেলে আরিফুর রহমান (৫২) ও জয়পুরহাট সদর উপজেলার দাদড়া গ্রামের রসিক মন্ডলের ছেলে আব্দুল গনি মন্ডল।

মেজর মোস্তফা জামান জানান, আরিফুর রহমান নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিতেন। চার জনের এই চক্র ২০১৬ সাল থেকে দরিদ্র মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত। আরিফুর রহমান ২০১৬ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন এবং প্রতারণামূলক কার্যক্রম শুরু করেন। এই সিন্ডিকেট কখনও অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে বা ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। আরিফুর রহমান প্রার্থীদের আশ্বস্ত করেন যে ঢাকা সেনানিবাসের উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে তার দৃঢ় সম্পর্ক রয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, অন্য আসামি আব্দুল গনি অনেক প্রার্থীর কাছ থেকে টাকা আদায় করে মূলহোতা ও ভুয়া মেজর আরিফকে টাকা দেন। ২০২০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে মেস ওয়েটার পদে চাকরি দেওয়ার জন্য এক প্রার্থীর কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা নেয় এবং জাল নিয়োগপত্র দেয়। পরে ওই পদে যোগ দিতে যাওয়ার সময় ওই প্রার্থী ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। র‌্যাব-৫ সদস্যরা অভিযান চালিয়ে কয়েকটি জাল নিয়োগপত্র ও অন্যান্য নথিসহ তাকে আটক করে। পরে ভুক্তভোগীরা বাদী হয়ে জয়পুরহাট জেলার সদর থানায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।

 

 

 

 

জয়পুরহাটে ভুয়া নিয়োগপত্র দিয়ে হাতিয়ে নিয়েছেন ৫ লাখ টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জামালউদ্দিনের বিরুদ্ধে সরকারি গাছ কেটে আসবাবপত্র বানিয়ে ঢাকার শ্যামলী বাসায় পাঠানোর অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার ওইসব আসবাবপত্র তিনি তার গাড়ির চালক আমিনুল ইসলাম ও ম্যাকানিক সুরত আলীর মাধ্যমে নিজ নামে সুন্দরবন ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পাঠান।

নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) কয়েকজন কর্মকর্তা ও কর্মচারি জানান, গত বছরের ৩০ আগস্ট খামারবাড়ির উপপরিচালক হিসেবে যোগদান করেন ড. জামালউদ্দিন। নির্ধারিত গেস্ট হাউজে না উঠে তিনি অফিসেরই একটি ভবনে বসবাস শুরু করেন।

তারা আরো জানান, এক মাস আগে অধিদপ্তরের সম্মেলন কক্ষের পেছন দিক থেকে তিনি মোটা দুটি জাম গাছ ও দুটি মেহগনি গাছ কেটে বাসভবনের পাশের একটি ঘরে রেখে দেন। চারটি গাছের দাম প্রায় ৪ লাখ টাকা হবে। পরে ম্যাকানিক সুরত আলী ও তার গাড়ি চালক আমিনুল ইসলামকে দিয়ে পাটকেলঘাটা থেকে মিস্ত্রী এনে খাট, সোফা সেট, টি-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র তৈরি করেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি ওইসব ফার্নিচার সুরত আলীর মাধ্যমে ভ্যানযোগে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সাইফুল ইসলাম, আগরগাঁও বিএনপি বাজার, শ্যামলী, ঢাকা তার বাসার ঠিকানায় পাঠান। বুকিং স্লিপে প্রেরক হিসেবে ড. জামালউদ্দিনের নাম লেখা হয়েছে। বুকিং খরচ নেওয়া হয়েছে ২০৭০ টাকা।

অধিদপ্তরের অফিসের সামনের ক্ষুদ্র ব্যবসায়ী সাইফুল ইসলাম, বাহার আলীসহ কয়েকজন জানান, কোনো প্রকার টেন্ডার ছাড়াই সরকারি গাছ কাটার ব্যাপারে উপপরিচালক ড. জামালউদ্দিনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, এর কৈফিয়ত আপনাদের কাছে দেব না। প্রশ্ন করার অধিকার আপনাদের কে দিল। এটা আপনাদের এখতিয়ারে পড়ে না।

সুন্দরবন কুরিয়ার সার্ভিস সাতক্ষীরা শাখা সূত্রে জানা গেছে, কৃষিবিদ ড. জামাল উদ্দিন শ্যামলীর ঠিকানায় যে আসবাবপত্র বুকিং করেছেন তা হলো, খাট একটা, সোফাসেট একটা, সাইড বক্স একটা, টি-টেবিল একটা।

কৃষি বিভাগের একটি সূত্র জানায়, এখনো জামালউদ্দীনের বাসায় ১টি বক্স খাট, তিনটি সোফা সেট ও কয়েকটি টেবিল রয়েছে, যেটি তিনি পর্যায়ক্রমে ঢাকায় পাঠাতেন।

এ ব্যাপারে ড. জামালউদ্দিনের গাড়ির চালক বলেন, তিনি স্যারের নির্দেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ওইসব আসবাবপত্র বুকিং দিয়েছেন।

একইভাবে খামারবাড়ির ম্যাকানিক সুরত আলী বলেন, উপপরিচালক স্যারের নির্দেশে তিনি খামারবাড়ি থেকে ভ্যানে করে ওইসব আসবাবপত্র সুন্দরবন ক্যুরিয়র সার্ভিসে পৌঁছে দিয়েছেন। তবে আসবাবপত্র তৈরির জন্য পাটকেলঘাটা থেকে যে মিস্ত্রী কাজ করেছিলো, তাদের নাম তিনি জানেন না।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জামালউদ্দিন বলেন, অফিসের গাছের কিছু ডাল দীর্ঘদিন পড়ে ছিল। সেগুলোর সঙ্গে আরো কিছু গাছ কিনে অফিসের জন্য কিছু আসবাবপত্র বানানো হয়েছিল। কিন্তু নতুন মেয়ের জামায় এসে সেগুলো পছন্দ করায় তারা দাম দিয়ে সেগুলো কিনে নিয়েছে। তবে প্রকারন্তরে তিনি সব স্বীকার করে বলেন, তার ভুল হয়ে গেছে। এটা এতটা স্পর্শকাতর হবে বুঝতে পারেনি।

তিনি আরও বলেন, অফিসের কিছু স্টাফ দীর্ঘদিন ছুটিতে থাকতো। অফিস করত না। আমি যোগদান করার পর সেগুলো বন্ধ করে দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। এটি ওই চক্রান্তেরই অংশ।

 

সাতক্ষীরায় সরকারি গাছ কেটে নতুন জামাইকে ফার্নিচার বানিয়ে দিলেন কৃষি বিভাগের ডিডি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজাপালং ইউনিয়নের তুলাতুলি জলিলের গোদা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম শরিফ হোসেন (২১)। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বশির আহমেদের ছেলে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি চৌকস টহলদল জানতে পারে, মিয়ানমার থেকে বিপুল পরিমাণে ইয়াবার একটি চালান আসছে। টহল টিম রাজাপালং ইউপির তুলাতুলী জলিলের গোদা এলাকায় অভিযান চালিয়ে শরিফ হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজারের ১ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ার খোকসায় বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার পাতিলডাঙ্গী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আসিফ (১৯) ও সোবাহান (৩৫)। আসিফ উপজেলার হিজলাবট গ্রামের আব্দুল মতিনের ছেলে ও সোবাহান ঢাকা আশুলিয়ার সাধুপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে পুলিশ খোকসা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাতিলডাঙ্গী গ্রামে অভিযান চালায়। এসময় তিনজন আরোহীরসহ একটি মোটরসাইকেল পুলিশের গাড়ির সামনে পড়ে। পরে এক আরোহী পালিয়ে যান। পরে দুজনকে আটক করে তাদের দেহ তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

খোকসা থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ জানান, এ ঘটনায় আটকদের নামে মামলার প্রস্তুতি চলছে।

কুষ্টিয়ার খোকসায় বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ মুহাম্মদ ইউসুফ (৩৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পালংখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

মুহাম্মদ ইউসুফ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি অস্ত্রের কারিগর বলে জানা গেছে।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, বুধবার সন্ধ্যায় উখিয়ার পশ্চিম পালংখালীর ইউসুফের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় আটক ইউসুফের দেহ ও তার ব্যবহৃত কক্ষ তল্লাশি করে অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। এসময় একটি ওয়ানশুটার গান, গুলি তৈরির বারুদ, বিভিন্ন রং ও ৩৪ পিস গুলির খালি খোসা, বিভিন্ন আকৃতির ১৬ পিস বুলেট তৈরির সীসা, দুটি স্প্রিং, একটি পিস্তলের বোল্ড, একটি ইলেকট্রিক গ্রিন্ডার, দুটি রেন্স, দুইটি ছোট রেন্স, একটি স্ক্র ড্রাইভার, একটি মেজারিং টেপ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে ইউসুফ দীর্ঘদিন ধরে কারখানায় দেশীয় অস্ত্র তৈরি করে আসছেন। মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হবে।

 

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ একজন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শামিম রেজা লিপ্টন (৩৫) নামের এক শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মামলার পর বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশ তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পিস কোচিং সেন্টারের ভেতরে এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে অভিভাবক ও স্থানীয়রা শামিম রেজা লিপ্টনকে বেধড়ক মারধর করেন। এসময় স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ অভিযুক্তকে আটক করে। পরে ওই দিন রাতে কলেজছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন।

অভিযুক্ত শামিম রেজা লিপ্টন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিস কোচিং সেন্টারের পরিচালক ও রেহাইচর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা বলেন, প্রতিদিনের মতো বুধবার ভোরে কোচিং সেন্টারে যায় ওই কলেজছাত্রী। এ সময় কোচিং সেন্টারের শিক্ষক শামিম রেজা লিপ্টন তার শ্লীলতাহানি করেন। বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান কলেজছাত্রী। পরে বিকেলে আবারও কোচিং সেন্টারে যায় ভুক্তভোগী ওই ছাত্রী। এ সময় আবারও শ্লীলতাহানির চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা টের পেয়ে মারধর শুরু করেন। পরে তাকে পুলিশে তুলে দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, অভিযুক্ত শামিম রেজাকে উদ্ধার করে থানায় আনা হয়। রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন। সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে কলেজছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা ; শিক্ষক কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এবার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ বাংলাদেশের বেশকিছু এলাকা। ভারতের মেঘালয়ে সৃষ্ট এ ভূ-কম্পন বাংলাদেশ সময় সকাল ৯টা ৫৬ মিনিটে সৃষ্টি হয়। যার মাত্রা ছিল ৪.৩।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, কম্পনটি ভূপৃষ্ঠ থেকে ৬৪.৮ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়।

ভূমিকম্পের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ৬ ফেব্রুয়ারি ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়। তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ৩৫ হাজারের বেশি মানুষ।

তুরস্ক ছাড়াও সিরিয়া, লেবানন, সাইপ্রাসের মতো প্রতিবেশী দেশগুলোতেও ওই ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে সিরিয়ায় ৫ হাজার ৮শ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

এ দিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনেও আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ‘অগভীর’ ভূমিকম্প।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টায় ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চল। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাসবাতে প্রদেশের মূল দ্বীপের মিয়াগা গ্রামের ১১ কিলোমিটার দূরের একটি স্থানে।

 

ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদা না দেওয়ায় নোয়াখালীর সদর উপজেলায় দোকানী মো. গোলাম মোস্তফা (৪০) হত্যা মামলার ঘটনায় ১৮ বছর পর মো. আ. মান্নান (৬৫) ও তার ছেলে মো. সোহেলকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় দেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত ছেলে মো. সোহেল উপস্থিত থাকলেও বাবা মো. আ: মান্নান পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শাহাজাতপুর গ্রামের মৃত সেকান্দর মিয়ার ছেলে মো. আবদুল মান্নান ও আবদুল মান্নানের ছেলে মো. সোহেল।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৯ জুলাই রাত ১০ টার দিকে গোলাম মোস্তফা তার জনতা বেকারিতে আয় ব্যয়ের হিসাব করছেন। এসময় আসামিরা তাকে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম করে। মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য আসামিরা শ্বাসরোধ করে। এসময় নিহতের ছেলে জুয়েল ও কর্মচারী জসিম বাঁচানোর চেষ্টা করলেও আসামিদের বাঁধার মুখে এগিয়ে আসতে পারে নি। এরপর দোকান থেকে এক লাখ টাকা লুট করে নিয়ে যান। এরপর নিহতের ছেলে নুর উদ্দিন জুয়েল হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ ১৮ বছর পর ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ মামলার রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এমদাদ হোসেন কৈশোর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পূর্বে চাঁদা দাবি করে আসামিরা। টাকা না দেওয়ায় হামলা করে মৃত্যু নিশ্চিত করে লুট করে টাকা নিয়ে যায়। নিহতের ছেলে বাদি হয়ে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

তিনি আরও বলেন, বাবা মান্নান ও ছেলে মো. সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

নোয়াখালীতে হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৩৪ জন ছাত্র-ছাত্রী জিপিএ -৫ পাওয়ার মধ্য দিয়ে ঝিনাইদহের  মহেশপুরের শীর্ষে স্থান দখল করে নিয়েছেন যাদবপুর কলেজ।

২০২২ সালের এইচএসসি পরীক্ষায় যাদবপুর কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় ১২৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে শতভাগ জিপিএ-৫ সহ ১২৮ ছাত্র-ছাত্রী পাস করেছে।

যাদবপুর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম জানান, কলেজের সকল শিক্ষক-শিখিক্ষা আর অভিভাবকদের প্রচেষ্টার কারনেই আজ যাদবপুর কলেজের এ সুনাম অর্জন করতে পেরেছে।

তিনি আরো জানান, অমি প্রতিটা অভিভাবকে কাছে কৃতজ্ঞ।

মহেশপুরের নামি দামি ১০টি কলেজকে টপকিয়ে যাদবপুর কলেজ আজ শীর্ষে উঠল।

 

 

 

 

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ঝিনাইদহের মহেশপুরের শীর্ষে যাদবপুর কলেজ