01 Mar 2025, 02:56 am

ইয়ানূর রহমান : যশোর পলিটেকনিক কলেজের ছাত্রী জেসমিন আক্তার হত্যা মামলায় প্রেমিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হলে প্রেমিক আহসান কবির অঙ্কুর আদালতে হত্যার কথা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট শম্পা বসু জবানবন্দি গ্রহণ করে আসামি অঙ্কুরসহ তার ভাই ও মাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। অপর আটক আসামিরা হলো, আহসান কবির আঙ্কুরের মা হোসনেয়ারা ও ভাই আহসান হাবিব রুমেল।

গত ১০ ফেব্রুয়ারী শুক্রবার শার্শার বুরুজবাগান গ্রামের আকবার আলী চৌধুরীর বাড়ির সেফটি ট্যাংকের ভিতর থেকে জেসমিনের লাশ উদ্ধার করা হয়। জেসমিন সাতক্ষীরা কলারোয়ার কাউরিয়া গ্রামে জাকির হোসেনের মেয়ে। তিনি যশোর পরিটেকনিক কলেজের ২য় সেমিস্টারের ছাত্রী ছিলেন।

আহসান হাবিব অঙ্কুর জানিয়েছেন, তারা দুইজন একই সেমিস্টারের লেখাপাড়াকরতেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয় পরিবার জানত। বিয়ে কথাবার্তাও পাকা ছিল। জেসমিন যশোর শহরের বারান্দীপাড়ার ভাড়া থাকত। বাসায় গেলে জেসমিনকে পাওয়া যেত না। অন্য ছেলেদের সাথে প্রেম করতো। নিষেধ করলেও শুনতোনা। এনিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য হয়। গত ২ ফেব্রুয়ারি জেসমিন অঙ্গুরের বাড়িতে গিয়েছিল। বাড়ির পিছনে তাদের দেখা হওয়ার পর কথাকাটাকাটির একপর্যায়ে অঙ্কুর তার গলা চেপে ধরে। জেসমিন নিস্তেজ হয়ে গেলে ইট দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে অঙ্গুর। এরপর জেসমিনের লাশ বস্তায় ভরে সেফটি ট্যাংকের ভিরত ফেলে দেয়। এ ঘটনার সাথে তার পরিবারের কেউ জড়িত নেই বলে জানিয়েছেন অঙ্কুর।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি জেসমিন আক্তার যশোর থেকে বাড়ি আসবে বলে ফোনে মাকে জানিয়েছিল। এ দিন বাড়ি না যাওয়ায় ও তার ব্যবহৃত ফোন বন্ধ পাওয়ায় যায়। খোঁজাখুজি করে জেসমিনকে উদ্ধারে ব্যর্থ হয়ে তার পিতা জাকির হোসেন গত ৫ ফেব্রুয়ারি কোতয়ালি থানায় একটি জিডি করেন। শুক্রবার শার্শার বুরুজবাগান গ্রামের আকবর আলী চৌধুরীর বাড়ির পিছনের সেফটি ট্যাংক থেকে লাশ উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সংবাদ পেয়ে নিখোঁজ জেসমিনের স্বজনেরা আকবর আলীর বাড়ি এসে লাশ সনক্ত করেন।

এ ঘটনায় নিহত জেসমিনের ভাই আনিছুর রহমান ৮ জনকে আসামি করে শার্শা থানায় মামলা করেন। আসামিরা হলো, আকবর আলী চৌধুরী ও তার স্ত্রী হোসনেয়ারা এবং দুই ছেলে অঙ্কুর ও রুমেল। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আঙ্কর ও তার মা
হোসনেয়ারা এবং ভাই রুমেলকে আটক করা হয়। শনিবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ ফজলুল হক আটক তিনজনকে আদালতে সোপর্দ করে। এদের মধ্যে অঙ্গুর তার প্রেমিক জেসমিনকে হত্যার কথা স্বীকার করে আদালতে ওই জবানবন্দি দিয়েছেন।

 

 

যশোর পলিটেকনিক কলেজের ছাত্রী জেসমিন আক্তার হত্যার কথা আদালতে স্বীকার শার্শার অঙ্কুরের

জাফিরুল ইসলাম : ঝিনাইদহে জেলা পর্যায়ের শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনভর শহরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই। অনুষ্ঠানে সেসময় জেলা প্রশাসক মনিরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দিনভর এই প্রতিযোগিতায় ৩৩ টি ইভেন্টে জেলার ৬  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থী অংশ নেয়। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

ঝিনাইদহে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসা জেলা পর্যায়ের অ্যাথলেটিকস  প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাফিরুল ইসলাম : ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।এতে রাশেদ মাজমাদারকে  সভাপতি ও এমদাদুল ইসলাম বাচ্চুকে সাধারণ সম্পাদক করে ১’শ ৫ সদস্য বিশিষ্ট জেলা জাতীয় পাটির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাযায়। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি’র সুপারিশে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এ অনুমোদন দেন।নতুন এই পূর্ণাঙ্গ কমিটিকে জাতীয় পার্টির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

 

 

 

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন ; রাশেদ সভাপতি – বাচ্চু সাধারণ সম্পাদক 

ইয়ানূর রহমান : ঢাকা বিমানবন্দরে ২৩ লাখ টাকা সহ আটক বেনাপোল কাস্টমস হাউজের সেই সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনের নামে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। গতকাল রোববার দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের
উপ-পরিচালক আল আমিন ঘটনার ৬ মাস পর মামলাটি করেন।

২০২২ এর ২৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা সংস্থার সদস্যরা খন্দকার মুকুল হোসেনকে আটক করেন। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। এরপর তাকে সাময়িক বরখাস্ত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার বাড়ি টাঙ্গাইলের সখিপুর থানার কাকড়াজান গ্রামে।

মামলা সূত্র মতে, খন্দকার মুকুল হোসেন ২০১০ সালে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকাতে ক্যাশিয়ার পদে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে ২০১৭ সালের তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা পদে উত্তীর্ণ হন। তিনি ২০২০ সালের নভেম্বরে বেনাপোল কাস্টম হাউজে যোগদান করেন। এখানে দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্থ উপার্জন করতে থাকেন। ২০২২ সালের ২৬ আগস্ট সকালে মুকুল হোসেন ঢাকার উদ্দেশে যশোর বিমানবন্দরে আসেন। বোডিং পাসের সময়ে বন্দরের স্ক্যানিং মেশিনে তার বহনকৃত ব্যাগে বিপুল পরিমাণ টাকার উপস্থিতি পায় নিরাপত্তকর্মীরা।

যশোর বিমানবন্দর থেকে বিষয়টি ঢাকা শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরের গোয়েন্দা কর্তৃপক্ষকে অবহিত করেন। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মুকুলের ব্যাগ তল্লাশি করে ২২ লাখ ৯৯ হাজার টাকার উদ্ধার করে। জিজ্ঞাসবাদে মুকুল টাকার উৎস বলতে পারেননি। তার কাছ থেকে টাকা উদ্ধার ও অন্যান্য মালামাল বেনাপোল কাস্টম হাউজে প্রেরণ করে। সাময়িক বরখাস্ত হন মুকুল।

দুদকের যশোর সমন্বতি জেলা কার্যালয়ের উপ-পরিচালক আল-আমিন বলেন, অভিযুক্ত খন্দকার মুকুল হোসেনের নামে মামলা করতে প্রধান কার্যালয়ে চিঠি দেয়া হয়। ৫ ফেব্রুয়ারি প্রধান কার্যালয় থেকে এক স্মারকে তার বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দেয়া হয়। এ অনুযায়ী মামলা করা হয়েছে। তদন্তে মুকুলের সাথে কেউ সংশ্লিষ্ট থাকলে তা আমলে নেওয়া হবে। তিনি আরো বলেন, মামলাটি তদন্ত আমি নিজে করব। মামলার প্রয়োজনে আসামিকে আটক করা হবে।

২৩ লাখ টাকাসহ আটক সেই রাজস্ব কর্মকর্তা মুকুল হোসেনের নামে দুদকের মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার শাজাহানপুরে পারিবারিক শত্রুতার জেরে পাঁচ বছরের শিশু রোমানকে হত্যা ও লাশ গুমের দায়ে দুইজনের মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন পলাতক রয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়ার শাজাহানপুরের ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের আবদুল খালেক ও একই উপজেলার চোপীনগর দক্ষিণপাড়ার আবদুল মাজেদ। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের আবদুর রাজ্জাক।

আদালত ও এজাহার সূত্র জানায়, স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ার শাজাহানপুর উপজেলার ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের শিশু রোমানের দাদার সঙ্গে আসামি খালেক ও মাজেদের দ্বন্দ্ব শুরু হয়। এছাড়া উভয় পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। তারা এসবের জেরে রোমানকে হত্যার পরিকল্পনা করেন। ২০১১ সালে ২৩ আগস্ট রাজ্জাকের মাধ্যমে চকলেটের প্রলোভনে রোমানকে ডেকে নেন তারা। বিনিময়ে রাজ্জাককে আট হাজার টাকা বকশিশ দেওয়া হয়। সন্ধ্যার দিকে খালেক ও মাজেদ শ্বাসরোধে শিশুটিকে হত্যার পর লাশ গুম করেন।

রোমান নিখোঁজের পর খালেকের আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনা ফাঁস করেন। এছাড়া তিনি মাজেদ ও রাজ্জাকের জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য অনুসারে, পুলিশ পাঁচদিন পর ২৮ আগস্ট প্রতিবেশী খলিলের বাড়ির সেপটিক ট্যাংক থেকে রোমানের পচন ধরা মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে শিশুর বাবা মাহবুবুর রহমান শাজাহানপুর থানায় হত্যা ও লাশ গুমের মামলা করেন। পরে আসামিরা জামিনে ছাড়া পান।

আদালতের অতিরিক্ত পিপি জহুরুল ইসলাম জানান, আসামি খালেক ও মাজেদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত ৯ ফেব্রুয়ারি মামলার যুক্তিতর্ক হয়। এরপর থেকে তারা পলাতক। সোমবার দুপুরে শুধু আসামি রাজ্জাক উপস্থিত হন। বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন ঘটনার এক যুগ পর রায় ঘোষণা করেন।

বাদী পক্ষের সাবেক আইনজীবী আবদুল লতিফ পশারী ববি বলেন, ‘তদন্তকারী কর্মকর্তা রাজ্জাকের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট (দায় থেকে মুক্তি) দিয়েছিলেন। পরে তথ্যউপাত্ত দিয়ে মামলা পরিচালনা করায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। এ রায়ে আমি সন্তুষ্ট।’

 

বগুড়ায় শিশু হত্যার পর লাশ গুম ; ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আলোচিত খুলনার রহিমা বেগম অপহরণ নাটকের মাস্টারমাইন্ড ছিল তার মেয়ে মরিয়ম মান্নান। তদন্ত শেষে আজ সকালে এই মামলার তদন্ত প্রতিবেদন মহানগর হাকিম আদালতে দাখিল করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনার পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এ তথ্য জানিয়েছে।

মুশফিকুর রহমান জানান, অপহরণ নয়, জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীদের ফাঁসাতে মরিয়ম মান্নানের নেতৃত্বে রহিমা বেগম অপহরণ নাটক সাজানো হয়।

তদন্ত প্রতিবেদনে মরিয়ম মান্নান, তার মা রহিমা বেগম ও মামলার বাদী ছোট বোন আদুরী আক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি অব্যাহতির সুপারিশ করা হয়েছে ওই মামলায় ফাঁসানো আসামিদের।

মুশফিকুর রহমান বলেন, মরিয়ম মান্নানের মা রহিমা বেগম যে রাতে নিখোঁজ হয়েছিলেন, সেদিন বিকেলে মাকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক হাজার টাকা পাঠিয়েছিলেন মরিয়ম মান্নান। এর ২০ থেকে ২৫ দিন আগে ঢাকায় গিয়ে মরিয়ম মান্নানের বাড়িতে কয়েক দিন থেকেও এসেছিলেন রহিমা বেগম।

এর আগে গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পানি আনতে বাড়ি থেকে নিচে নামেন রাহিমা বেগম (৫২)। এরপর আর বাসায় ফেরেননি। খোঁজ নিতে গিয়ে সন্তানরা মায়ের ব্যবহৃত জুতা, গায়ের ওড়না ও কলস রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন। রাতে সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। এরপর সাধারণ ডায়েরি ও পরে কয়েকজনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামলা করেন তার সন্তানরা। এ মামলা তদন্তকালে পুলিশ ও র‌্যাব ১২ সেপ্টেম্বর পর্যন্ত ছয়জনকে আটক করে।

নিখোঁজের ২৮ দিন পর ২৫ সেপ্টেম্বর রাতে ফরিদুরের বোয়ালমারীর সৈয়দপুর গ্রামের একটি বাড়ি থেকে রহিমাকে উদ্ধার করে পুলিশ।

খুলনার রহিমা বেগম অপহরণ নাটকের মাস্টারমাইন্ড তার নিজের মেয়ে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

গত ৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

চার্জশিটভুক্ত বাকিরা হলেন- হাবুল সরদার, আরিফ হোসেন, রাজু আহম্মেদ, শাহাদাত হোসেন, সাইদুল ইসলাম ও মোর্শেদ আলী।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৩০ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাত ৪-৫ জন ধামরাইয়ের আব্দুল লতিফের গোয়ালঘর থেকে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের দুটি গরু চুরি করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ধামরাই থানায় মামলা করেন। এ মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়। তারা জিজ্ঞাসাবাদে এ চুরির ঘটনায় ছাত্রলীগ নেত্রী বাবলী জড়িত বলে স্বীকার করেন।  পরে পুলিশ তাকে গরু চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠান।

গ্রেফতারের পর ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

 

গরু চুরির মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীর বিরুদ্ধে চার্জশিট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৯০ কেজি গাঁজা, ৫০ বোতল স্কপ, ৪৮ বোতল বিয়ার, ৩৫ বোতল বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে কসবা থানা থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার গভীর রাতে উপজেলার পশ্চিম ইউনিয়নের আকসিনা গ্রামের একটি আঞ্চলিক সড়ক থেকে মাদকসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার শাহপুর গ্রামের মৃত হারুণ মিয়ার ছেলে মো: মাসুক (২৭), তোতা মিয়ার ছেলে মো: রাজু (৩০), আকছিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরাফাত হোসেন শান্ত (২২)।

কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল আকসিন গ্রামের একটি আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে ৯০ কেজি গাঁজা, ৫০ বোতল স্কপ, ৪৮ বোতল বিয়ার, ৩৫ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়ায় ৯০ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলার একমাত্র আসামি আইনজীবী আলমগীরকে গ্রেফতার করেছে র‌্যাব। তাকে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে গ্রেফতার করা হয়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-৬ এর লবণচরার সদরদফতরে এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, গত ৩/৪ মাস আগে যাত্রাপথে আসামির সঙ্গে গণপরিবহনে ভুক্তভোগীর পরিচয় হয় এবং বাচ্চাদের প্রাইভেট পড়ানোর জন্য আসামি ওই ছাত্রীর নম্বর নেয়। গত ১০ ফেব্রুয়ারি বিকালে টিউশনি দেওয়ার কথা বলে আসামি তাকে তার পাচুরিয়া এলাকার বাসায় ডাকে। ভুক্তভোগী সেখানে গেলে ওই ব্যক্তি ছাড়া কাউকে না দেখে বিচলিত হয়ে পড়েন। তখন আসামি বিভিন্ন ধরনের কথা বলার একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়।

তিনি জানান, ভুক্তভোগী আসামির হাত হতে রক্ষা পাওয়ার জন্য জোরে ধাক্কা দিয়ে রুমের বাইরে গিয়ে চিৎকার করে। এর ফলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে উপ-রেজিস্ট্রার বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রী গতকাল মানববন্ধন করেন। সেখানে আসামিকে আইনের আওতায় আনার ও শাস্তি নিশ্চিতের দাবি জানান।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, গতকাল র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দলটি র‌্যাব-৩ ঢাকার একটি অভিযানিক দলের সহায়তায় রবিবার বিকালে ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় আসামিকে গ্রেফতার করা হয়। আসামিকে গোপালগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

টিউশনির জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বাসায় ডেকে ধর্ষণচেষ্টার অভিযোগে আইনজীবী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মালিগ্রাম নামক স্থানে আজ সোমবার সকালে সিএন্ডজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায়  ২নারীসহ ৫ জন নিহত হয়েছেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম জানান ,মৃতরা  হচ্ছেন সিএন্ডজি চালক আমজাদ হোসেন (৫১), সিএন্ডজি যাত্রী নাফিজ (২৩), সিরাজুল ইসলাম (৬০), শাহনাজ বেগম (৪৫) ও শাহিনুর বেগম (৩৮)। এ দুর্ঘটনায় ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিএন্ডজি যাত্রী লায়লা নাসরিন জাহান লাভলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় মালিগ্রামের ছানোয়ার হোসেন ও আজাদুল ইসলাম জানান, সিএন্ডজি জয়পুরহাট থেকে ক্ষেতলালের দিকে যাওয়ার সময় এবং ট্রাক ক্ষেতলাল থেকে জয়পুরহাটের দিকে আসার সময় মুখোমুখি এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান শাহিনুর বেগম ও সিএন্ডজি চালক আমজাদ হোসেন। ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পরে মারা যান নাফিজ ও সিরাজুল ইসলাম মারা যান এবং গুরতর আহত অবস্থায় শাহনাজ বেগম ও লায়লা নাসরিন জাহান লাভলী কে জেলা আধুনিক হাসপাতালে ভর্তির পর মারা যান শাহনাজ বেগম বলে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: শহিদ হোসেন জানান। ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহান লাভলী কে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে বলেও জানান তিনি। দুর্ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফারজানা হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা আধুনিক হাসাপতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন বলে জানান, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ২ নারীসহ ৫ জন নিহত

স্টাফ রিপোর্টার : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৩৪ জন ছাত্র-ছাত্রী জিপিএ -৫ পাওয়ার মধ্য দিয়ে ঝিনাইদহের  মহেশপুরের শীর্ষে স্থান দখল করে নিয়েছেন যাদবপুর কলেজ।

২০২২ সালের এইচএসসি পরীক্ষায় যাদবপুর কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় ১২৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে শতভাগ জিপিএ-৫ সহ ১২৮ ছাত্র-ছাত্রী পাস করেছে।

যাদবপুর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম জানান, কলেজের সকল শিক্ষক-শিখিক্ষা আর অভিভাবকদের প্রচেষ্টার কারনেই আজ যাদবপুর কলেজের এ সুনাম অর্জন করতে পেরেছে।

তিনি আরো জানান, অমি প্রতিটা অভিভাবকে কাছে কৃতজ্ঞ।

মহেশপুরের নামি দামি ১০টি কলেজকে টপকিয়ে যাদবপুর কলেজ আজ শীর্ষে উঠল।

 

 

 

 

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ঝিনাইদহের মহেশপুরের শীর্ষে যাদবপুর কলেজ