অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলার একমাত্র আসামি আইনজীবী আলমগীরকে গ্রেফতার করেছে র্যাব। তাকে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে গ্রেফতার করা হয়।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে র্যাব-৬ এর লবণচরার সদরদফতরে এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে র্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, গত ৩/৪ মাস আগে যাত্রাপথে আসামির সঙ্গে গণপরিবহনে ভুক্তভোগীর পরিচয় হয় এবং বাচ্চাদের প্রাইভেট পড়ানোর জন্য আসামি ওই ছাত্রীর নম্বর নেয়। গত ১০ ফেব্রুয়ারি বিকালে টিউশনি দেওয়ার কথা বলে আসামি তাকে তার পাচুরিয়া এলাকার বাসায় ডাকে। ভুক্তভোগী সেখানে গেলে ওই ব্যক্তি ছাড়া কাউকে না দেখে বিচলিত হয়ে পড়েন। তখন আসামি বিভিন্ন ধরনের কথা বলার একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়।
তিনি জানান, ভুক্তভোগী আসামির হাত হতে রক্ষা পাওয়ার জন্য জোরে ধাক্কা দিয়ে রুমের বাইরে গিয়ে চিৎকার করে। এর ফলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে উপ-রেজিস্ট্রার বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রী গতকাল মানববন্ধন করেন। সেখানে আসামিকে আইনের আওতায় আনার ও শাস্তি নিশ্চিতের দাবি জানান।
র্যাবের এই কর্মকর্তা বলেন, গতকাল র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দলটি র্যাব-৩ ঢাকার একটি অভিযানিক দলের সহায়তায় রবিবার বিকালে ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় আসামিকে গ্রেফতার করা হয়। আসামিকে গোপালগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply