07 Mar 2025, 07:44 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসে মারা গেছে আরও তিন শিশু। এদের সবাই জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে কলকাতার বি সি রায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত মারা যায় ওই তিন শিশু।

বি সি রায় হাসপাতালের তথ্য বলছে, মৃতদের মধ্যে একজন দমদমের বাসিন্দা। রায়ান গাজি নামে ওই শিশু মাত্র ১১ মাস বয়সী। হাতিয়ারার বাসিন্দা আরাধ্যা চট্টোপাধ্যায়ের বয়স মাত্র ২ মাস ১৫ দিন। আরেক শিশু নদিয়ার কল্যাণী, বয়স মাত্র ৬ মাস।

এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পশ্চিমবঙ্গে মারা যায় চার শিশু। তাদের সবার বয়সই দুই বছরের কম। তারাও সবাই বি সি রায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

শিশু রোগ চিকিৎসকরা বলছেন, যেসব বাচ্চা এরই মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, তারা ধীরে ধীরে সুস্থ হচ্ছে। তবে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন শিশুদের মধ্যে এখনও মৃত্যু ঘটছে। এক চিকিৎসকের মতে, নতুন করে সঙ্কটাপন্ন রোগী আসার সংখ্যা কমেছে। তাই, আর কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই আশা করেন তিনি।

অ্যাডিনোভাইরাসে মৃত্যুর বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিক কোনো তথ্য না দিলেও বেসরকারি নানা সূত্র জানিয়েছে, গত ১ জানুয়ারি থেকে শনিবার (৪ মার্চ) পর্যন্ত শ্বাসযন্ত্রের সংক্রমণে (অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন) রাজ্যে মৃত শিশুর সংখ্যা ৮২। তাদের মধ্যে কয়েকজন অ্যাডিনোভাইরাসে আক্রান্ত।

তবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের এক কর্মকর্তা জানান, শ্বাসযন্ত্রের সংক্রমণ শুধু অ্যাডিনোর জন্য হচ্ছে তেমন নয়। যে কোনো ভাইরাস সংক্রমণেই তা হতে পারে। তাই সবাই যে অ্যাডিনোতে আক্রান্ত হয়ে মারা গেছে, তেমনটা বলা ঠিক নয়। আবার, বেশ কয়েকজনের মারাত্মক আনুষঙ্গিক অসুস্থতাও (কোমর্বিডিটি) ছিল। সূত্র: আনন্দবাজার, সংবাদ প্রতিদিন।

 

 

পশ্চিমবঙ্গে অ্যাডিনো ভাইরাসে আরও তিন শিশুর মৃত্যু


Warning: Use of undefined constant readmore - assumed 'readmore' (this will throw an Error in a future version of PHP) in /home/simantabani/public_html/wp-content/themes/livetv/lib/ReduxCore/templates/panel/config.php on line 10

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৯ হাজার ৬৬৪ জন।

এ নিয়ে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৫ হাজার ৪ জনে। আর করোনা শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৬ লাখ ১৭ হাজার ৯৮৪ জনে।

রোববার (৫ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা যায় এসব তথ্য।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জাপানে। আর সংক্রমণের শীর্ষে রয়েছে রাশিয়া।

পূর্ব এশিয়ার দেশ জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ৮১ জন। এ সময় নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৪৩১ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৭২ হাজার ৭২১ জন মারা গেছেন। আর করোনা শনাক্ত হয়েছে মোট ৩ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪৯৭ জন।

দৈনিক সংক্রমণে শীর্ষে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪৯ জন। এ সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ৩৯ জন। এ নিয়ে রাশিয়ায় করোনারোগী বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ২৩ লাখ ২৮ হাজার ৫৬৯ জনে। এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৯৬ হাজার ২৫৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২ জন। এ সময়ে দেশটিতে নতুন করে করোনারোগী শনাক্ত হয়েছে দুই হাজার ৪৮১ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট করোনারোগী শনাক্ত হলো ১০ কোটি ৫৩ লাখ ৯৪ হাজার ৯৭৯ জন। এদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ৪৬ হাজার ৭৩৫ জন।

এদিকে, দৈনিক জাপানের পরই রয়েছে তাইওয়ান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৭১ জন। এর পরে রয়েছে মেক্সিকো, মারা গেছেন ৫৮ জন।

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৩৩৮ জনের মৃত্যু ; শনাক্ত ৭৯ হাজার ৬৬৪


Warning: Use of undefined constant readmore - assumed 'readmore' (this will throw an Error in a future version of PHP) in /home/simantabani/public_html/wp-content/themes/livetv/lib/ReduxCore/templates/panel/config.php on line 10

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জন হাসপাতালে ভর্তি


Warning: Use of undefined constant readmore - assumed 'readmore' (this will throw an Error in a future version of PHP) in /home/simantabani/public_html/wp-content/themes/livetv/lib/ReduxCore/templates/panel/config.php on line 10

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩জন নিহত ও ৩০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (০৪ মার্চ) বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, ‌‘সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর সেখানে আগুন ধরেছে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের আটটি ইউনিট কাজ করছে। তবে আগুন কীভাবে লেগেছে, তা এখনও জানা যায়নি।’

তিনি বলেন, ‘বিকাল ৪টা ৪০ মিনিটে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে সেখানে আগুন লেগে যায়। এখন পর্যন্ত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকালে বিকট শব্দে ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর আগুন লেগে যায়। এতে কয়েকজন অগ্নিদগদ্ধ হয়েছেন।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলন, ‘৩ জনের লাশ এসেছে হাসপাতালে। তাদের লাশ মর্গে রাখা হয়েছে। দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর শুনে ঘটনাস্থলে এসেছি। উদ্ধারকাজ চলছে।’

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ৩ জন নিহত


Warning: Use of undefined constant readmore - assumed 'readmore' (this will throw an Error in a future version of PHP) in /home/simantabani/public_html/wp-content/themes/livetv/lib/ReduxCore/templates/panel/config.php on line 10

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শর্তসাপেক্ষে এক সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করেছে খুলনায় কর্মবিরতি পালনরত চিকিৎসকরা। আগামী এক সপ্তাহের মধ্যে চিকিৎসকের ওপর হামলাকারী অভিযুক্ত পুলিশের এএসআই নাঈমুজ্জামান শেখকে গ্রেপ্তারের শর্ত দিয়ে তারা এই কর্মসূচি স্থগিত করেন।

শনিবার (৪ মার্চ) বেলা পৌঁনে ১২টায় বিএমএ ভবনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের সঙ্গে বিএমএ নেতৃবৃন্দের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে, সকাল সোয়া ১০টা থেকে পৌঁনে ১২টা পর্যন্ত দেড়ঘণ্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কর্মবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে সন্ধ্যা ৭টায় বিএমএ’র সাধারণ সভা শেষে।

বৈঠক শেষে বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলম জানান, সিটি মেয়র এবং আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে তারা কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এখন থেকে চিকিৎসকরা কাজে যোগদান করছেন। তবে তারা এক সপ্তাহের মধ্যে এএসআই নাঈমকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার শর্ত দিয়েছেন।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, চিকিৎসকরা ৭ দিনের জন্য কর্মবিরতি স্থগিত করবেন। আমরা অনুরোধ করবো এখন থেকেই তারা যেন কাজে যোগদান করেন। সন্ধ্যায় সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য যার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে হবে।

একই কথা বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

এর আগে, গত শুক্রবার (৩ মার্চ) সাড়ে ৩টায় বিএমএ ভবনে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশিদা সুলতানার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল স্থানীয় বিএমএ নেতৃবৃন্দ ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা চিকিৎসকের ওপর হামলাসহ খুলনার স্বাস্থ্যবিষয়ক ব্যাপারে খোঁজখবর নেন। এরপর সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদলের সদস্যরা সার্কিট হাউজে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

ভুল চিকিৎসার অভিযোগ এনে গত ২৫ ফেব্রুয়ারি রাতে নগরীর শেখপাড়া এলাকার হক নার্সিং হোমের অপারেশন থিয়েটারে ঢুকে সাতক্ষীরায় কর্মরত পুলিশের সহকারী পরিদর্শক (এএসআই) নাইমুজ্জামান শেখ ও তার সঙ্গীরা খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহকে মারধর করেন। ঐ ঘটনার প্রতিবাদে এবং এএসআই নাঈমকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করে খুলনা বিএমএ। চিকিৎসকদের চারদিনের কর্মবিরতির কারণে প্রায় ভেঙ্গে পড়ে খুলনার চিকিৎসা ব্যবস্থা। এছাড়া খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, আবু নাসের বিশেষায়িত হাসপাতালসহ সব সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা না পেয়ে চরম ভোগান্তির শিকার হয় রোগী ও তাদের স্বজনরা।

ওই ঘটনায় ডা. শেখ নিশাত আব্দুল্লাহ ও এএসআই নাঈমের স্ত্রী নুসরাত আরা ময়না নগরীর সোনাডাঙ্গা থানায় পাল্টাপাল্টি দুটি মামলা করেছেন। গত বুধবার ওই মামলায় এএসআই নাঈমকে সাতক্ষীরা সদর থানা থেকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

 

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি শর্তসাপেক্ষে এক সপ্তাহের জন্য স্থগিত


Warning: Use of undefined constant readmore - assumed 'readmore' (this will throw an Error in a future version of PHP) in /home/simantabani/public_html/wp-content/themes/livetv/lib/ReduxCore/templates/panel/config.php on line 10

মোঃ ফাহিমুল ইসলাম : “স্বেচ্ছায় রক্ত দান- আলোর পথিকের আহ্বান ” এ স্লোগানে ঝিনাইদহের মহেশপুরে আলোর পথিকর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকি ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ মার্চ শনিবার আলোর পথিকেকের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ্ আল ফারুক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক রুবেল খান ।

উল্লেখ্য, উক্ত র‍্যালির পর পুরস্কার বিতরণ পর্ব থাকার কথা থাকলেও আলোর পথিক সংগঠনের ২জন সদস্য সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার কারণে তা বাতিল করা হয় ।

 

 

ঝিনাইদহের মহেশপুরে আলোর পথিকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


Warning: Use of undefined constant readmore - assumed 'readmore' (this will throw an Error in a future version of PHP) in /home/simantabani/public_html/wp-content/themes/livetv/lib/ReduxCore/templates/panel/config.php on line 10

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৭৮৬ জন।

এ নিয়ে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বে মোট মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৪ হাজার ৫৪৪ জনে। আর করোনা শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৫ লাখ ২৯ হাজার ৩৪৫ জনে।

শনিবার (৪ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা যায় এসব তথ্য।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আর সংক্রমণের শীর্ষে রয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৯৩ জন। এ সময়ে দেশটিতে নতুন করে করোনারোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৮১ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট করোনারোগী শনাক্ত হলো ১০ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ৪৯৮ জন। এদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ৪৬ হাজার ৭২৩ জন।

দৈনিক সংক্রমণে শীর্ষে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫১৬ জন। এ সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ৪০ জন। এ নিয়ে রাশিয়ায় করোনারোগী বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ২৩ লাখ ১৪ হাজার ৫২০ জনে। এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৯৬ হাজার ২১৬ জন।

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৫২২ জন এবং মারা গেছেন ৬৭ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৭২ হাজার ৬৪০ জন মারা গেছেন। আর করোনা শনাক্ত হয়েছে মোট ৩ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৬৬ জন।

এদিকে, দৈনিক মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও জাপানের পরই রয়েছে তাইওয়ান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬২ জন।

 

 

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৫১০ জনের মৃত্যু ;  শনাক্ত ৯৩ হাজার ৭৮৬


Warning: Use of undefined constant readmore - assumed 'readmore' (this will throw an Error in a future version of PHP) in /home/simantabani/public_html/wp-content/themes/livetv/lib/ReduxCore/templates/panel/config.php on line 10

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (৮০), ফেব্রুয়ারি মাসে তার বুক থেকে ক্যান্সারজনিত ত্বকের ক্ষত সফলভাবে অপসারণ করিয়েছেন। শুক্রবার তার ব্যাক্তিগত চিকিৎসক একথা বলেন।
‘আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই’ উল্লেখ করে বাইডেনের চিকিৎসক, কেভিন ও’কনর একটি প্রতিবেদন হোয়াইট হাউসে প্রকাশ করা হয়। এতে বলা হয়, একটি নিয়মিত মেডিকেল চেকআপে শনাক্ত করা ক্ষতটি ছিল একটি ‘বেসাল সেল কার্সিনোমা’। যেটি সারা শরীরে ছড়িয়ে পড়ার বা প্রবণতা থাকে না।’
খবর এএফপি’র।
১৬ ফেব্রুয়ারি বাইডেনের বার্ষিক মেডিকেল চেকআপের সময় ক্ষতটি অপসারণ করা হয়। পরে তাকে ‘স্বাভাবিক কাজ কর্ম চালিয়ে যাবার জন্য উপযুক্ত’ ঘোষণা করা হয়।
ও’কনর শুক্রবারের প্রতিবেদনে বলেন, ‘বায়োপসির রিপোর্টে সুন্দরভাবে নিরাময় হতে দেখা গেছে এবং প্রেসিডেন্ট তার চলমান ব্যাপক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে চর্মরোগ সংক্রান্ত নজরদারি চালিয়ে যাবেন।’
তিনি উল্লেখ করেন ‘বেসাল সেল কার্সিনোমা’ সাধারণত ‘মেলানোমা’ বা আরো গুরুতর  ‘স্কোয়ামাস সেল কার্সিনোমা’ ত্বকের ক্যান্সারের মতো মারাত্মক নয়।
বাইডেনের ডাক্তারি পরীক্ষার পর ও’কনর বলেন, প্রেসিডেন্ট বাইডেন একজন সুস্থ্য, সবল, ৮০ বছর বয়সী পুরুষ। তিনি প্রধান নির্বাহী, রাষ্ট্র প্রধান ও কমান্ডার ইন চীফ হিসেবে সফলভাবে প্রেসিডেন্সির দায়িত্ব পালনে সক্ষম।
সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ২০২৪ সালে পুনরায় নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশিত ঘোষণা দেওয়ার আগে তার চেকআপ করা অত্যন্ত জরুরী।

 

বাইডেনের ক্যান্সার আক্রান্ত ত্বকের ক্ষত অপসারণ


Warning: Use of undefined constant readmore - assumed 'readmore' (this will throw an Error in a future version of PHP) in /home/simantabani/public_html/wp-content/themes/livetv/lib/ReduxCore/templates/panel/config.php on line 10

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসাব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করছেন তিনি। দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।

শুক্রবার (৩ মার্চ) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, পিতার স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারি কিংবা কোনো দুর্যোগ, সবসময় অসহায় মানুষের পাশেই আছেন তিনি। যারা অসুস্থ আছেন তাদেরকেও তিনি ভুলে যাননি এবং সহযোগিতা অব্যাহত রেখেছেন। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ নানাভাবে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন তাদের। যেন দেশের কোন মানুষ কষ্টে না থাকে।

এ দিন ১৪০ জন রোগীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা করে ৭০ লাখ এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ৩৬ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ২ লাখ ৪১ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

 

 

 

শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসাব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে : শিক্ষামন্ত্রী


Warning: Use of undefined constant readmore - assumed 'readmore' (this will throw an Error in a future version of PHP) in /home/simantabani/public_html/wp-content/themes/livetv/lib/ReduxCore/templates/panel/config.php on line 10

বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি ; নতুন শনাক্ত ৪ জন


Warning: Use of undefined constant readmore - assumed 'readmore' (this will throw an Error in a future version of PHP) in /home/simantabani/public_html/wp-content/themes/livetv/lib/ReduxCore/templates/panel/config.php on line 10

স্টফ রিপোর্টার :  ঝিনাইদহের মহেশপুরে কৃষি অফিসের উদ্যোগে প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ১ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারের দেওয়া বীনামূল্যের রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

৬ মার্চ বৃহস্পতিবার মহেশপুর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।

২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি হারে মুগ বীজ, ১০ কেজি হারে ডিএপি সার ও ৫ কেজি হারে এমওপি সার এবং ২০০ কৃষকের মাঝে ১ কেজি হারে তিল বীজ, ১০ কেজি হারে ডিএপি সার ও ৫ কেজি হারে এমওপি সার বিতরণ করা হয়।

সরকারের দেওয়া উল্লেখিত বীনামূল্যের রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অফিসার ইমাম হোসেন জ্যোতি, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম ও উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ ফজলুল কবীর ।

ঝিনাইদহের মহেশপুরে প্রনোদনা কর্মসূচীর আওতায় ১ হাজার ৫০ কৃষকের মাঝে বীনামূল্যের সার ও বীজ বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন।

আজ সকাল এগারোটায় বঙ্গভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. শেখ আবদুর রশীদ।

এর আগে, গতকাল (মঙ্গলবার) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শপথ নেয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান।

এ সময় প্রেস সচিব বলেন, উপদেষ্টা হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন তিনি।

উপদেষ্টা হিসেবে অধ্যাপক আবরারকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বিশ্ব বাজারে বাংলাদেশি পোশাকের জন্য সম্ভাবনার বিষয়ে আশার সঞ্চার হয়েছে। পোষাক তৈরির কাজের অর্ডার বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, যা ২০২৫ সালে প্রবৃদ্ধির গতি বজায় রাখবে।

ক্রেতারা আস্থা ফিরে পাওয়ার প্রেক্ষিতে এবং দেশে তাদের সোর্সিং কার্যক্রম সম্প্রসারণের সাথে সাথে প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সরকারি তথ্য অনুসারে, ইইউ পোশাক আমদানি (জানুয়ারী-ডিসেম্বর ২০২৪) ১.৫৩% বৃদ্ধি ($৯২.৫৬ বিলিয়ন) পেয়েছে। মোট আমদানির পরিমাণ ৮.৯৮% বৃদ্ধির ফলে গড় ইউনিট মূল্য ৬.৮৩% হ্রাস পেয়েছে।

এই নিম্নগামী মূল্য বাংলাদেশ সহ প্রধান সোর্সিং দেশগুলিকে উল্লেখ যোগ্যভাবে প্রভাবিত করেছে।

বিগত ক্যালেন্ডার বছরের জানুয়ারি-ডিসেম্বর সময়কালে বাংলাদেশ থেকে ইইউতে পোশাক রপ্তানির পরিমাণ ছিল ১৯.৭৭ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালে ছিল ১৮.৮৫ বিলিয়ন ডলার।

ইউরোস্ট্যাটের তথ্য অনুসারে, ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ২০২৪ সালে ৪.৮৬% বৃদ্ধি পেয়েছে। রপ্তানির পরিমাণ ১০.১৮% বৃদ্ধি পাওয়ার ফলে পূর্ববর্তী অবস্থা থেকে উলে¬খযোগ্য পুনরুদ্ধারের প্রবণতা লক্ষ্যণীয়।

তবে, ইউনিট মূল্যে ৪.৮৪% হ্রাস পেলেও পতনশীল মূল্যের কারণে লাভ বজায় রাখার চ্যালেঞ্জ রয়ে গেছে।

মূল্য সংযোজন পোশাকের উৎপাদন, শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা মান মেনে চলা এবং উৎপাদনকারী ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টা সহ রপ্তানির পরিমাণ ও মূল্য বৃদ্ধির ধারা বজায় রাখতে অবদান রেখেছে। এতে ক্রেতাদের আস্থা জোরদার হয়েছে, ব্যবসায়িক পরিবেশ উন্নত হয়েছে এবং রপ্তানি বাজারে একটি গুরুত্বপূর্ণ পক্ষ হিসাবে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করেছে।

সারা বছর ধরে ওঠানামা সত্ত্বেও, ২০২৪ সালের শেষ প্রান্তিকে ধীরগতিতে শুরু হওয়ার পর, বাংলাদেশ গত অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে উল্লেখযোগ্যভাবে বছর-ভিত্তিক প্রবৃদ্ধি অর্জন করেছে।

রপ্তানি বৃদ্ধি ও এই ইতিবাচক প্রবণতা বর্তমান প্রবৃদ্ধির গতিপথকে আরও শক্তিশালী করেছে। লক্ষ্যণীয় যে, ২০২৪ সালে ২০২৩ সালের তুলনায় উন্নতি দেখা গেলেও, ২০২২ সালে অর্জিত স্তরের তুলনায় আয় এখনও কম।

বাংলাদেশের তুলনায়, চীন ২০২৪ সালে ২.৬১% প্রবৃদ্ধি অর্জন করেছে, যেখানে পাকিস্তান ও কম্বোডিয়া যথাক্রমে ১২.৪১% ও ২০.৭৩% উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৪ সালে ইইউতে চীনের পোশাক রপ্তানির পরিমাণ ছিল ২৬.০৭ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালে ছিল ২৫.৪০ বিলিয়ন ডলার। অন্যদিকে, তুরস্ক থেকে ইইউতে পোশাক আমদানি ৬.৬৪% হ্রাস পেয়েছে, যা ২০২৪ সালে ১০.০৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে ভিয়েতনাম ৪.২১% বৃদ্ধি পেয়েছে, যা রপ্তানিতে ৪.৩০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

পাকিস্তান ও কম্বোডিয়া ২০২৪ সালে ইইউ পোশাক বাজার থেকে ৩.৭৯ বিলিয়ন ডলার এবং ৪.২২ বিলিয়ন ডলার অর্জন করেছে। ২০২৪ সালে, ইইউ ভারত থেকে ৪.৫২ বিলিয়ন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে, যা ২০২৩ সালের আয়ের তুলনায় ১.৯৭% বেশি।

প্রাক্তন পরিচালক, ব্র্যান্ড বিজিএমইএ ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ লিমিটেড, এএমডি, ডেনিম এক্সপার্ট লিমিটেড মহিউদ্দিন রুবেল বলেছেন, ‘অন্যদিকে, বাংলাদেশ রপ্তানির পরিমাণ ও মূল্য বজায় রাখার ক্ষেত্রে স্থিতিস্থাপকতা দেখিয়েছে। তাই, ভবিষ্যতের প্রবৃদ্ধির জন্য কৌশলগত পরিবর্তন জরুরি।’

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী মূল্যস্ফীতির ধারাবাহিক মূল্যস্ফীতির মুখে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা নিশ্চিত করতে এবং মুনাফা মার্জিন রক্ষা করার জন্য মূল্য সংযোজন ও বাজার বৈচিত্র্য আনয়ন অপরিহার্য।

বিশ্ব বাজারে বাংলাদেশি পোশাকের সম্ভাবনার বিষয়ে আশার সঞ্চার 

   অনলাইন সীমান্তবাণী ডেস্ক বাংলাদেশ স্যাটেলাইট-১ সম্ভাব্য সৌর বিভ্রাটের কারণে ৭ মার্চ থেকে সাত দিন সম্প্রচারে সাময়িক বাধার সম্মুখীন হতে পারে।

এই বিভ্রাট, সৌর উপগ্রহ হস্তক্ষেপ হিসেবেও উল্লেখ করা হয়, যখন সূর্য সরাসরি স্যাটেলাইট সংকেত প্রেরণের পেছনে চলে যায় তখন এই বিভ্রাট ঘটে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিভ্রাটের সম্ভাব্য সময় উল্লেখ করে আজ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

৭ মার্চ একটি আট মিনিটের ব্যাঘাত সকাল ৯টা ৫৩ মিনিটে শুরু হতে পারে, এরপর ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিটে ১০ মিনিট, ৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিটে ১২ মিনিটের ব্যাঘাত, ১০ এবং ১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিটে ১২ মিনিট, ১২ মার্চ ৯ টা ৫০ মিনিটে এবং ১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিটে ব্যাঘাত ঘটতে পারে।

স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত টেলিভিশনের শ্রোতারা টেলিকমিউনিকেশন সার্ভিস রিসিভারের পাশাপাশি সম্প্রচারে ব্যাঘাত ঘটতে পারে।

সৌর বিভ্রাটের কারণে বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ব্যাহত হতে পারে ৭ মার্চ থেকে সাত দিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   এ বছর লালন স্মরণোৎসবে লালনের মাজার ও এর আশেপাশের এলাকায় গাঁজা ও মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন।

আজ বুধবার ‘লালন স্মরণোৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘এবারের লালন স্মরণোৎসবে লালনের মাজার ও এর আশেপাশের এলাকায় গাঁজা ও মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। স্মরণোৎসবকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি সেখানে মাদক সেবন বা বিক্রি করে তাহলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, বাউল ফিরোজ সাঁই, রাজ্জাক সাঁই, শফি সাঁই, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, নাগরিক প্রতিনিধি আলমাস হোসেন মামুন প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. আব্দুল ওয়াদুদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, লালন একাডেমির উদ্যোগে প্রতিবছর দোল পূর্ণিমায় তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব উদযাপন করা হয়ে থাকে। অনুষ্ঠানমালার মধ্যে থাকে আলোচনা সভা,  সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা। তবে এবার পবিত্র রমজান মাসের কারণে তিন দিনের পরিবর্তে অনুষ্ঠান হবে মাত্র একদিন। একই কারণে এবার আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলাও থাকছে না।

লালন একাডেমির পক্ষ থেকে তিনবেলা খাবার দেয়ার রেওয়াজ থাকলেও রমজান মাসের কারণে বাউল ভক্ত ফকিরদের ১৩ মার্চ সন্ধ্যায় ইফতার এবং রাতে  সেহরি খাওয়ানো হবে। পরের দিন ১৪ মার্চ দুপুরে খেলাফতধারী বাউল ফকিরদের নিজস্ব উদ্যোগে দুপুরের খাবার খাওয়ানো হবে।

প্রসঙ্গত, বাউল সম্রাট লালন ফকির তাঁর জীবদ্দশায় প্রতিবছর ভক্ত ও অনুসারীদের নিয়ে দোল পূর্ণিমা তিথিতে উৎসব করতেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর দোল পূর্ণিমায় লালনের ভক্ত, অনুসারী ও বাউলরা অনুষ্ঠান উদযাপন করে আসছেন। একই সাথে প্রতিবছর অক্টোবর মাসে তিন দিনব্যাপী লালন তিরোধান দিবস উদযাপন করা হয়ে থাকে।

 

লালন উৎসবে গাঁজা ও মাদক সেবন নিষিদ্ধ ঘোষণা করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার নবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিরকালে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সোনাডাংগা ভাগুলীর নাসিরউদ্দিনের ছেলে মোশারফ হোসেন মুসা (২৯), একই উপজেলার পূর্ব বাস্তার ছবর উদ্দিনের ছেলেন হাবিবুর রহমান (৩২), চরখালীয়া গ্রামের মোহাম্মদ ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭), খাইলাটর গ্রামের মো. তমেজের ছেলে ইসমাইল হোসেন (২৮), চক চান্দুর এলাকার তোতা ঢালীর ছেলে মো. রবিউল ঢালী (২৭), হাকিম ঢালীর ছেলে মো. তোতা ঢালী (৬২), ফরিদপুরের টেপাখোলা এলাকার আবুল কাজীর ছেলে কামরুল কাজী (২৮), ব্রাহ্মনবাড়ীয়ার নবীনগরের বারাইল গ্রামের ইদনের ছেলে মো. মোমিন (৩২), চাঁনপুরের নাসির মিয়ার ছেলে রাজীব মিয়া (২৫) ও  নবাবগঞ্জের হাসনাবাদের আবতাজউদ্দিনের ছেলে  সুজন ব্যাপারী (৩৫)।

দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদে পুলিশ জানতে পারেন আন্তঃ জেলার একদল ডাকাত চক্রের সদস্য ডাকাতি করার জন্য দোহার-নবাবগঞ্জ থানা এলাকায় ডাকাতি করার জন্য ঘুরাফেরা করতেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশে পুলিশের একটি চৌকস টিম নবাবগঞ্জে চৌরঙ্গী মোড়ে সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টায় চেকপোস্ট করাকালে একটি হলুদ নীল রংয়ের ট্রাকে সিগন্যাল দিলে ট্রাকটি থেকে ডাকাতরা পালানোর চেষ্টা করে।

এসময় পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় প্রথমে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের পরবর্তীতে অভিযান চালিয়ে আরো ৪ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, ১টি ত্রিপল, ভল্ট কাটার, চাপাতি, প্লাষ্টিকের পাইপ, শাবল, কাঁচি, বাধাঁর রশি, ৩টি খাসি ও ১টি গরু উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাবাদ আসামীরা জানিয়েছে তারা ঢাকার দোহার-নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা, মানিকগঞ্জ জেলা, ফরিদপুর জেলা, মুন্সিগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে।

দোহার সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, আসামিদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করা হচ্ছে।

ঢাকার নবাবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ১০ সদস্য গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ঝিনাইদহের শৈলকূপায় টিসিবির ১০০ প্যাকেট পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জুলিয়াস আহমেদ নামে যুবদলের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৪ মার্চ) উপজেলার ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রির সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের সামনে টিসিবির পণ্য বিতরণের প্রস্তুতি শুরু করেন দায়িত্বপ্রাপ্ত ডিলার। এসময় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুলিয়াস আহমেদ লোকজন নিয়ে ১০০টি কার্ডের টিসিবির পণ্য নিয়ে যান। ডিলারের লোকজন বাঁধা দেওয়ার চেষ্টা করলে তারা ভয়ভীতি দেখান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউপি প্রশাসক মো. শরীফ উদ্দীন জানান, সকালে টিসিবির দায়িত্বপ্রাপ্ত ডিলার পণ্য বিক্রির জন্য যান। এসময় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুলিয়াসের নেতৃত্বে কয়েকজন লোক কার্ড ছাড়াই১০০ প্যাকেটি নিয়ে যান। পরে ইউএনও স্নিগ্ধা দাসকে ঘটনাটি অবহিত করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

ডিলার মেসার্স ছাবির এন্টারপ্রাইজের কর্মরত ব্যক্তি জানায়, হুট করে জুলিয়াসের লোকজন ১০০ প্যাকেট পণ্য নিয়ে যান। পরে ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্রশাসনকে ঘটনাটি জানানো হয়। এরপরে জুলিয়াস ১০০টি পণ্যের দাম পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল। কিন্তু এখনো টাকা পায়নি।

অভিযোগের বিষয়ে যুবদল নেতা জুলিয়াস বলেন, ঘটনাস্থলে সিসি টিভি ক্যামেরা আছে। আপনারা ক্যামেরার ফুটেজ যাচাই করুন। আমি ঘটনাস্থলে যাইনি। কে বা কারা টিসিবির পণ্য নিয়ে গেছে আমি কিছুই জানি না। রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে ফাঁসানোর জন্য এরকম অভিযোগ তুলেছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, ঘটনা শোনার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। জুলিয়াস মালগুলো ফেরত দিতে চেয়েছিলেন। এখন পর্যন্ত ফেরত দিয়েছেন কিনা জানি না। ব্যক্তির কোনো ভুলের দায় দল নেবে না।

বিষয়টি নিয়ে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিগ্ধা দাস বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসনকে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

ঝিনাইদহের শৈলকূপায় টিসিবির ১০০ প্যাকেট পণ্য ছিনিয়ে নিলেন যুবদল নেতা

ডোনাল্ড ট্রাম্পনরেন্দ্র মোদী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ২ এপ্রিল থেকে ভারতের ক্ষেত্রেও চালু হবে পারস্পরিক শুল্ক নীতি। আজ বুধবার ভারতীয় সময় সকালে মার্কিন কংগ্রেসের ভাষণে ট্রাম্প একথা বলেন।

ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজেশ আগরওয়ালকে তড়িঘড়ি যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন নরম করানোর জন্য এবং বোঝানোর জন্য যে ভারত যখন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে আগ্রহী। ফলে একতরফাভাবে পারস্পরিক শুল্কনীতি রূপায়নের আওতা থেকে ভারতকে বাইরে রাখা হোক। কিন্তু গোয়েলকে সেই সুযোগ দিল না ট্রাম্প প্রশাসন।

শুল্ক প্রসঙ্গে অন্য কয়েকটি দেশের নামের পাশাপাশি ট্রাম্প ভারতের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘ভারত আমাদের কোনো কোনো পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপায়। এটা যুক্তরাষ্ট্রের পক্ষে ন্যায্য নয়।’

দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার আগে থেকেই ভারতের শুল্কনীতির বিরুদ্ধে ট্রাম্প সোচ্চার ছিলেন। একসময় ভারতকে তিনি ‘ট্যারিফ কিং’ বলেও উল্লেখ করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময়েও ট্রাম্প শুল্কনীতির প্রকাশ্য সমালোচনা করেছিলেন। মোদিকে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি অবশ্যই চান, কিন্তু তা কখনো শুল্ক ছাড়ের বিনিময়ে নয়।

আজ বুধবার সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতকেও পারস্পরিক শুল্কনীতির আওতায় আনার কথা তিনি জানিয়ে দিলেন ট্রাম্প।

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্প বলেন, বহুদিন ধরে বিভিন্ন দেশ মার্কিন পণ্যের ওপর চড়া হারে শুল্ক চাপিয়ে এসেছে। এবার যুক্তরাষ্ট্রের পালা। ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো, কানাডাসহ অন্য দেশ যত শুল্ক আরোপ করবে, যুক্তরাষ্ট্রও তাদের রপ্তানির ওপর ঠিক ততটাই শুল্ক আরোপ করবে।

ট্রাম্প তাঁর ভাষণে বলেন, এই পারস্পরিক শুল্কনীতি ২ এপ্রিল থেকে চালু হবে। এটাই ট্রাম্পের ‘টিট ফর ট্যাট’ নীতি, যা তিনি নির্বাচিত হওয়ার আগে থেকেই বলে আসছেন।

ট্রাম্পের এই ঘোষণার পর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি। পীযূষ গোয়ালের দূতিয়ালি নিয়েও দিল্লি এখনো নীরব রয়েছে।

আগামী ২ এপ্রিল থেকে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর