04 Oct 2024, 05:22 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬৯৭ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে দুই শতাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৪৫৪ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে ৪৮ হাজার। এ সময় সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭২২ জন।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ২৮১ জন এবং মারা গেছেন ৪১৫ জন।

যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৪৯ জন এবং মারা গেছেন ২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৫৭০ জন এবং মারা গেছেন ৩৭ জন। ব্রাজিলে মারা গেছেন ১১ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮৭ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৮৯ জন এবং মারা গেছেন ৪৩ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২৭৯ জন এবং মারা গেছেন ৩৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২৭০ জন এবং মারা গেছেন ৩১ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৬১ জন এবং মারা গেছেন ৬৬ জন।

বিশ্বে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৭০৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৩০ হাজার ৪০৫ জনের। এ সময় সুস্থ হয়েছেন ৬৪ কোটি ২৬ লাখ ৭৯ হাজার ২৮৯ জন।

 

 

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬৯৭ জনের মৃত্যু ; শনাক্ত ১ লাখ ৯৪ হাজার ৪৫৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে  ৯২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ৪২২ জন। এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ২৯ হাজার ৬৮৪ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ১১ লাখ ৪৪ হাজার ৭৫৭ জনে।

রোববার (১৫ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে এ সময়ে সংক্রমিত হয়েছেন এক লাখ ৩২ হাজার ৭১ জন এবং মারা গেছেন ৫০৩ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ১৩ লাখ ৮ হাজার ৭৫২ জন এবং মারা গেছেন ৬২ হাজার ২৬৪ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৩২ জন এবং মারা গেছেন ৪১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত ১০ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৪২ জন। এদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ২৫ হাজার ৫৩৯ জন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৪২৯ জন। তবে এ সময়ে দেশটিতে করোনায় মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৪ লাখ ৪৭ হাজার ৬০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এক লাখ ৬৩ হাজার ৩৪৭ জন মারা গেছেন।

সংক্রমণের দিক থেকে পঞ্চম ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫ জন। এ সময়ে দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৯১৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার ১৩৪ জন। ব্রাজিলে এ পর্যন্ত করোনায় ৬ লাখ ৯৫ হাজার ৩৬৯ জন মারা গেছেন।

রাশিয়ায় একদিনে শনাক্ত ৫ হাজার ১০২ জন এবং মারা গেছেন ৪৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৮ লাখ ৫১ হাজার ৮২৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৩৫৫ জনের।

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৫৫২ জন। এ সময়ে দেশটিতে করোনায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত রোগী ২ কোটি ৯৭ লাখ ৭৪ হাজার ৩২১ জন। এদের মধ্যে ৩২ হাজার ৯১২ জন মারা গেছেন।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৪১২ জন এবং মারা গেছেন ৪৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯১ লাখ ৮৮ হাজার ২০৭ জন এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ৮০২ জনের।

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৯২০ জনের মৃত্যু ;  শনাক্ত ২ লাখ ৪২ হাজার ৪২২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৫৮৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ২৯৫ জন। এরমধ্যে জাপানে শনাক্ত হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৭৭ জন। এছাড়া ব্রাজিলে ২০ হাজার ৫৪৮, দক্ষিণ কোরিয়ায় ৩৯ হাজার ৭২৬ এবং তাইওয়ানে করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৭৩৭ জনের।

আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ২৭ হাজার ২২৫ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮ লাখ ২৫ হাজার ১২৩ জনে।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এসব তথ্য।

এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ৩৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ১৮৭ জনে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ২৫ হাজার ২০ জনে।

 

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৫৮৭ জনের মৃত্যু ; শনাক্ত ৩ লাখ ১৯ হাজার ২৯৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো ১২৭ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে  ১জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুইজনে।

শুক্রবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা চারজন এবং ঢাকার বাইরের ছয়জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে— চলতি বছরের ১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৩৭০ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৭৭ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৯৩ জন।

অন্যদিকে, এসময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১২২ জন এবং ঢাকার বাইরের ১১৯ জন।

বিদায়ী বছরে (২০২২ সালে) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

 

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ১০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে  ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪৭০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জাপানে মারা গেছেন ৪৮৯ জন এবং যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৭০ জনের। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৫০৯ জন। এরমধ্যে জাপানে শনাক্ত হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৪৭২ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ২৩ হাজার ৬১৭ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৩ লাখ ১৮ হাজার ১৪৬ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ কোটি ১৪ লাখ ২৮ হাজার ৬৯১ জন।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এসব তথ্য।

এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ হাজার ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৩৪ লাখ ২৬ হাজার ৭৪০ জনে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ২৪ হাজার ৩৯৯ জনে।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১২৮ জন, দক্ষিণ কোরিয়ায় ৭৬ জন, রাশিয়ায় ৪৮ জন, তাইওয়ানে ৪৮ জন, চিলিতে ৫১ জন এবং মেক্সিকোতে ৭৪ জনের মৃত্যু হয়েছে।

এসময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ জন।

বিশ্বে  ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৪৭০ জনের মৃত্যু ;  শনাক্ত ৩ লাখ ৫২ হাজার ৫০৯

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক :  বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর (২০২৩) করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো রোগীর মৃত্যু। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৪১ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৩২৭ জনে। আর চলতি বছরের প্রথম দশদিনে ২০২ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে চলমান ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় দুই হাজার ২৯০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ৩১৭টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ১৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৮ হাজার ৯৮৫ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৩ শতাংশ।

বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু ; নতুন শনাক্ত ২০২