25 Nov 2024, 10:34 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৭৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সংক্রমিত হয়েছেন শনাক্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩৮৯ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৭ লাখ ৯৩ হাজার ৩৫৩ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৯০ লাখ ১০ হাজার ৩২ জনে।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই জার্মানি, জাপান, তাইওয়ান, রাশিয়া, ফ্রান্স ও ব্রাজিলের মতো দেশগুলোর অবস্থান।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭৬৩ জন সংক্রমিত এবং মারা গেছেন ১০৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৮৭৪ জন এবং মোট মারা গেছেন এক লাখ ৬৭ হাজার ৪৯১ জন।

গত ২৪ ঘণ্টায় জাপানে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ২০২ জন এবং মারা গেছেন ৭২ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩১ লাখ ১৭ হাজার ৩৬২ জন শনাক্ত এবং ৭১ হাজার ৮০৯ জন মারা গেছেন।

শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ৮৮০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৯ লাখ ৯২ হাজার ১৫৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৬৯ জনের।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ১০০ জন এবং মারা গেছেন ১৩০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৫০ লাখ ৭৬ হাজার ৯০১ জন শনাক্ত এবং ১১ লাখ ৪৩ হাজার ৫৮৩ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ২৭৭ জন এবং মারা গেছেন ৩৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ২১ লাখ ৮৯ হাজার ৯৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৮৬৭ জনের।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৭৪ জন এবং মারা গেছেন ৩২ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৯৬৪ জন শনাক্ত হয়েছেন এবং ১ লাখ ৬৪ হাজার ৭৯১ জন মারা গেছেন।

একদিনে দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৮৮০ জন এবং মারা গেছেন আটজন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত তিন কোটি চার লাখ ৪৫ হাজার ৭৭৫ জন এবং মারা গেছেন ৩৩ হাজার ৮৭৩ জন। মেক্সিকোতে একদিনে সংক্রমিত হয়েছেন এক হাজার ৩৮ জন এবং মারা গেছেন ১১ জন।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ২৫০ জন এবং মারা গেছেন ৪৪ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৯৯ লাখ ৫৪ হাজার ৪৫৩ জন এবং মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬০৮ জনের।

 

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৫৭৯ জনের মৃত্যু ; শনাক্ত ১ লাখ ৩৫ হাজার ৩৮৯

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বুধবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও আটজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে তিনজন রাজধানী ঢাকায় এবং পাঁচজন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

নতুনদের নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২১ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১১ জন। এছাড়া ঢাকার বাইরে ১০ জন চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ৭০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৬৭৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। আর চলতি বছর এডিস মশাবাহিত রোগটিতে এখন পর্যন্ত নয়জন মারা গেছেন।

 

 

 

 

 

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্তে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো ৪১ জনে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা দুইজন। বাকি দুইজন ঢাকার বাইরের। গত ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬৯৯ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হ ৩৬৪ জন।

অন্যদিকে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৬৪ জন। তাদের মধ্যে ঢাকার ৩১৪ জন ও ঢাকার বাইরের ৩৫০ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন নয়জন।

বিদায়ী বছরে (২০২২ সালে) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছিল। একই সঙ্গে আলোচিত বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

দেশে ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু ; ৪ জন হাসপাতালে ভর্তি