28 Feb 2025, 11:13 pm

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গত ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী সভাপতি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিত্র শেখ হাসিনা। বর্তমানে ভারতের আতিথিয়তায় সেখানেই বিশেষ সুবিধায় রয়েছেন বাংলাদেশে  ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। এরপর থেকেই বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে চলছে টানাপোড়েন। এরমধ্যে সম্মিলিত সনাতন জাগরনী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর সম্পর্কের আরও অবনতি হয়েছে। এমন অবস্থায় বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য নিজেদের পররাষ্ট্র সচিবকে ঢাকায় পাঠাচ্ছে ভারত।

বুধবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। গত আগস্টে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সিনিয়র কোনও ভারতীয় কর্মকর্তার ঢাকায় এটিই প্রথম সফর হতে চলেছে বলে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন।

হিন্দুস্তান টাইমস বলছে, উভয় দেশের কেউই এখনও এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি। তবে বিক্রম মিসরি সম্ভবত আগামী ১০ ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আলোচনার জন্য বাংলাদেশে আসবেন। উভয় দেশের রাজধানীতে তথা ঢাকা ও দিল্লিতে বিক্রমের সফরের প্রস্তুতির বিষয়ে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে একথা জানিয়েছেন।

ভারতীয় এই সংবাদমাধ্যমটি বলছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির এই সফরটি এমন এক সময়ে হতে চলেছে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে অভূতপূর্ব উত্তেজনা দেখা দিয়েছে। হিন্দু সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়ন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের অভিযোগে বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি ভারতীয় রাজ্যে বিক্ষোভ হচ্ছে।

এছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা-ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার দায়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে কড়া প্রতিবাদ জানায়।

হিন্দুস্তান টাইমস বলছে, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অবসরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে বিষয়টি সম্পর্কে অবগত লোকেরা জানিয়েছে। ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনার পদত্যাগ করার পর এবং আগস্টে ড. ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক প্রশাসন ক্ষমতায় আসার পর সেই সময়ে এটিই ছিল উভয় পক্ষের মধ্যে প্রথম উচ্চ-পর্যায়ের কোনও মতবিনিময়।

ওপরে উদ্ধৃত ব্যক্তিদের একজন জানিয়েছেন, “বিষয়টি যেমন ঠিক হয়েছে, পররাষ্ট্র সচিবের আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ সফরের কথা রয়েছে। তবে সফরের আগে এখনও এক সপ্তাহ বাকি আছে এবং বর্তমান সম্পর্কের অবস্থা ও পরিস্থিতি আমাদের দেখতে হবে।”

তিনি ভারতে হাসিনার উপস্থিতি নিয়ে ঢাকার অসন্তোষসহ বিভিন্ন কারণে ঢাকা ও দিল্লির মধ্যে সৃষ্ট কূটনৈতিক উত্তেজনার কথা উল্লেখ করে এই কথা বলেন। মূলত বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের কথা বলেছেন ড. ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের অন্যান্য নেতারা।

এর আগে উভয় দেশের দুই পররাষ্ট্র সচিবের মধ্যে সর্বশেষ সংলাপ ২০২৩ সালের নভেম্বর মাসে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এবারের সংলাপে ভারত-অর্থায়নকৃত উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় চালু করা, ভিসা ব্যবস্থা সহজ করা, আরও সরাসরি ফ্লাইট চালু করা এবং বাণিজ্য ও বিনিয়োগের মতো ইস্যু অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে বলে বিষয়টি সম্পর্কে অবগত লোকেরা জানিয়েছে।

ভারতের দ্বিতীয় একজন কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ এই সফরটি এগিয়ে নেওয়ার জন্য আগ্রহী। কারণ ভারতের পররাষ্ট্র সচিবের সম্ভাব্য এই সফরকে দুই পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে স্বাভাবিক করার পদক্ষেপ শুরুর একটি সুযোগ হিসাবে দেখা হচ্ছে। সফর ঠিকঠাকভাবে অনুষ্ঠিত হলে মিসরি ও ড. ইউনূসের মধ্যে বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাবে না।

 

বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হওয়ার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি ফ্লোরিডার মার-আ-লাগোতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের সময় তিনি একথা বলেন।

এর আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন, হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পরপরই তিনি দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোসহ চীন থেকে আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। তার এই ঘোষণার সাথে তিনটি দেশই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে।

গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ জানিয়েছে, শুল্ক ইস্যুতে কথা বলতে গত শুক্রবার অঘোষিত সফরে আমেরিকায় যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই সময় মার-আ-লাগোতে ট্রাম্পের সাথে সাক্ষাৎ হয় তার। ২৫ ভাগ শুল্ক আরোপ করা হলে কানাডার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এরপরই কানাডাকে আমেরিকার অংশ হয়ে যাওয়ার পরামর্শ দেন ক্ষমতায় বসতে যাওয়া ট্রাম্প। বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে- এমন মন্তব্য করার পর তিনি ট্রুডোকে বলেন, কানাডা তাহলে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাক। এ সময় ট্রুডোসহ অন্যরা হেসে ওঠেন। ধারণা করা হচ্ছে- এই কথা ট্রাম্প ঠাট্টাচ্ছলে বলেছেন।

ট্রুডো বলেন, কানাডা সমস্ত পণ্য ও পরিষেবা রফতানির ৭৫ শতাংশ আমেরিকায় পাঠায়। এক্ষেত্রে উচ্চ শুল্ক বসালে তা কানাডার অর্থনীতির ওপর খারাপ প্রভাব ফেলবে। জবাবে ট্রাম্প বলেন, “অটোয়া যদি সীমান্ত নিয়ন্ত্রণ এবং বাণিজ্য ঘাটতিসহ অন্যান্য সমস্যা সমাধানে ব্যর্থ হয় তাহলে কানাডার উচিত আমেরিকার ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হওয়া।” তিনি বলেন, কানাডার সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি ১০০ বিলিয়ন ডলারের বেশি।

ট্রুডোর সাথে বৈঠকে মস্করা করে কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হতে পরামর্শ দিলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নামিবিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল এসডব্লিউএপিওর সদস্য নেতুম্বো নান্দি নাদাইতওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা যায়।

বিবিসি লিখেছে দেশটির নির্বাচন কমিশন এই ফল প্রকাশ করেছে। নাদাইতওয়া দায়িত্ব নিলে তিনি হবেন নমিবিয়ার প্রথম কোনো নারী প্রেসিডেন্ট।

৭২ বছর বয়সী নাদাইতওয়া বর্তমানে নাবিবিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশটির নির্বাচন কমিশন বলছে, প্রেসিডেন্ট নির্বাচনে নান্দি ৫৭ শতাংশের মত ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান্দুলেনি ইতুলা পেয়েছেন ৩৬ শতাংশ ভোট। ইতুলা ইনডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ (আইপিসি) দলের একজন নেতা।

নমিবিয়ায় প্রেসিডেন্ট হতে হলে প্রার্থীকে সর্বোচ্চ ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়।

ফল পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাদাইতওয়া বলেছেন, তার দেশের জনগণ শান্তি স্থিতিশীলতার প্রত্যাশায় তাকে নির্বাচিত করেছে। নাদাইতওয়ার দল এসডব্লিউএপিও ১৯৯০ সাল থেকে ক্ষমতায় আছে।

তবে দেশটির বেশিরভাগ দলই এই ফল প্রত্যাখান করেছে। বিরোধী দল আইপিসি নির্বাচনি প্রক্রিয়াকে ‘ত্রুটিপূর্ণ’ বর্ণনা করে ফল চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হবে বলে জানিয়েছে।

নমিবিয়ার এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২৭ নভেম্বর। ভোটের সময় নানা ধরনের কারিগরি ক্রুটি ও ব্যালট পেপারের ঘাটতি দেখা গিয়েছিল। ফল কিছু কিছু জায়গায় ভোটগ্রহণের সময়ও বাড়ানো হয়েছিল।

 

নমিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নান্দি নাদাইতওয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের অমৃতসরের স্বর্ণমন্দিরে আজ শিরোমণি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। অনুশোচনার অংশ হিসেবে তিনি সেবকের দায়িত্ব পালন করছিলেন। হামলাকারী নারায়ণ সিং নামে একজনকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ ৪ ডিসেম্বর বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে সেবাদারের পোশাক পরে এবং হুইলচেয়ারে বসা অবস্থায় সুখবীর বাদল স্বর্ণমন্দিরে প্রবেশদ্বারে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ নারায়ণ সিং বন্দুক নিয়ে তার দিকে এগিয়ে আসেন এবং গুলি চালানোর চেষ্টা করেন। উপস্থিত একজন ব্যক্তি তার হাত ধরে ফেলেন, ফলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেয়ালে লাগে।

নারায়ণ সিং-এর খালিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী বাবর খালসার সঙ্গে যোগসূত্র রয়েছে। তার বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। সুখবীর বাদল সম্প্রতি অকাল তখতের নির্দেশে অনুশোচনার অংশ হিসেবে সোনার মন্দিরের প্রবেশদ্বারে সেবকের দায়িত্ব পালন করছিলেন। এটি মূলত ধর্মীয় শাস্তি।

৬২ বছর বয়সী সুখবীর বাদল পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী। তাকে ও অন্য আকালি নেতাদের ২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে তাদের শাসনামলে করা কিছু ‘ভুলের’ জন্য দেওয়া হয়েছে। তাঁকে থালাবাসন ধোয়া এবং জুতা পরিষ্কারের মতো কাজ করতে বলা হয়েছে।

অমৃতসর পুলিশ কমিশনার গুরুপ্রীত সিং ভুল্লার জানান, ঘটনাটির পেছনে রাজনৈতিক বা সন্ত্রাসী উদ্দেশ্য রয়েছে কি না, তা আমরা খতিয়ে দেখছি। স্বর্ণমন্দিরে ধর্মীয় অনুভূতির কারণে সশস্ত্র পুলিশ মোতায়েন করা কঠিন। তবে পুলিশ সদস্যরা সজাগ ছিলেন এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ায় বড় ক্ষতি এড়ানো গেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি পাঞ্জাবকে বদনাম করার ষড়যন্ত্র হতে পারে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে।

 

 

ভারতের অমৃতসরের স্বর্ণমন্দিরে শিখ নেতাকে লক্ষ্য করে হামলা ; বন্দুকধারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৩৪ জন ছাত্র-ছাত্রী জিপিএ -৫ পাওয়ার মধ্য দিয়ে ঝিনাইদহের  মহেশপুরের শীর্ষে স্থান দখল করে নিয়েছেন যাদবপুর কলেজ।

২০২২ সালের এইচএসসি পরীক্ষায় যাদবপুর কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় ১২৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে শতভাগ জিপিএ-৫ সহ ১২৮ ছাত্র-ছাত্রী পাস করেছে।

যাদবপুর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম জানান, কলেজের সকল শিক্ষক-শিখিক্ষা আর অভিভাবকদের প্রচেষ্টার কারনেই আজ যাদবপুর কলেজের এ সুনাম অর্জন করতে পেরেছে।

তিনি আরো জানান, অমি প্রতিটা অভিভাবকে কাছে কৃতজ্ঞ।

মহেশপুরের নামি দামি ১০টি কলেজকে টপকিয়ে যাদবপুর কলেজ আজ শীর্ষে উঠল।

 

 

 

 

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ঝিনাইদহের মহেশপুরের শীর্ষে যাদবপুর কলেজ