22 Feb 2025, 11:03 pm

জাফিরুল ইসলাম : পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ১নং ভায়না ইউনিয়নে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ইউনিয়নের ২হাজার ১শত ৫০ জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হয়।

শুক্রবার (৩১ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার। এসময় জোড়াদহ ক্যাম্প ইনচার্জ রবিউল ইসলাম, ইউপি সদস্য আমিনুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে তিটি ফ্যামিলি কার্ডে চিনি ১ কেজি ৬০ টাকা, মশুরি ডাল ২ কেজি ১৪০ টাকা, ছোলা ১ কেজি ৫০ টাকা ও সয়াবিন তেল ২ লিটার ২২০ টাকা দরে মোট ৪৭০ টাকায় মিলবে এবারের টিসিবি প্যাকেজ।

ফ্যামিলি কার্ডে হরিণাকুন্ডু উপজেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু

মোঃ বাবর আলী  : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড গোপালপুর গ্রামের ফুলসুরাতনকে টিসিবির পণ্য ক্রয়ের কার্ড দেওয়া হয়। ওই কার্ড দিয়ে প্রথমবার পণ্য ক্রয় করেন তিনি। কিন্তু পরবর্তীতে প্রায় ৮ মাস আগে পণ্য তুলে দেবার কথা বলে নিজের ও তার কাছে থাকা মামা আতিয়ার রহমানের কার্ড দুটি কেঁড়ে নেন ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন বাবু। এ পর্যন্ত বহুবার ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে ধন্যা দিয়েও নিজ নামের কার্ড ফেরত পাননি তিনি। গত বুধবার টিসিবির পণ্য বিতরণের স্থানে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, মামা আতিয়ার রহমান ও তার নামের টিসিবির কার্ড দুটি কেঁড়ে নেওয়ার পর তা আর ফেরত দিচ্ছেন না ওই ইউপি মেম্বার। গতকাল আবারও কার্ড ফেরত চাইতে তাকে জানিয়ে দেওয়া হয় তার নামে কোন কার্ড নেই।

তার মামা আতিয়ার রহমান বলেন,  আমার নামে কার্ড আসলে একবার ওই কার্ডে পণ্য ক্রয় করেছি। কিন্তু পরবর্তীতে আমার ভাগ্নি ফুলসুরাতনের কাছ থেকে ইউপি মেম্বার কার্ড দুটি কেঁড়ে নিয়ে আর ফেরত দেননি। এছাড়াও কার্ড কেঁড়ে নেওয়ার একই অভিযোগ ওই ওয়ার্ডের উসমান আলী, ছায়েদ আলীর, ইব্রাহীম আলীর। তাদের পরিবারের লোকজনরাও সাংবাদিকের কাছে একই অভিযোগ করেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, সকালে টিসিবির পণ্য ক্রয়ের জন্য লাইনে দাড়িয়ে আছেন কার্ড ধারীরা। সকাল গড়িয়ে দুপুর হয়েছে এক যুবক সাইকেলে করে বস্তা ভর্তি টিসিবির পণ্য নিয়ে যাচ্ছে। গেঁটের সামনের স্থানীয় লোকজন ও সাংবাদিকের প্রশ্নের মুখে ওই যুবক স্বীকার করেন এসব পণ্য ১নং ওয়ার্ড ইউপি মেম্বারের। এখানে ৬ জনের পণ্য রয়েছে।

এব্যাপারে অভিযুক্ত ইউপি মেম্বারের মোবাইলে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

এব্যাপারে যাদবপুর ইউপির চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে দেখছি যদি ওই ইউপি মেম্বার এমন কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহের মহেশপুরের ইউপি মেম্বার জসিম উদ্দিন বাবুর বিরুদ্ধে টিসিবির পণ্য ক্রয়ের কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অর্জিত সক্ষমতার কারণেই বাংলাদেশে এখন কেউ আর না খেয়ে দিন কাটায় না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মির্জা ফখরুলরা তাদের সময়ের দুঃসহ ইতিহাস আড়াল করতেই সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বিএনপি কখনো এদেশের স্বাধীনতা বিশ্বাস করে না। যারা স্বাধীনতার ৫২ বছর পরেও দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন, প্রকৃতপক্ষে তাদের মানসিকতা এখনও পরাধীনতার শৃঙ্খলে বন্দি! যখনই তারা ক্ষমতায় এসেছে জনগণ ও দেশের উন্নয়নের জন্য তারা কোনো কাজ করেনি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সই করা ওই বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওবায়দুল কাদের।

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতার নেতৃত্বে অর্জিত স্বাধীনতা অর্থবহ করার লক্ষ্যে শেখ হাসিনা নিরবচ্ছিন্নভাবে এ দেশের জনগণের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এক সময়ের ক্ষুধা, দারিদ্র্য, মঙ্গা ও দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আর্থ-সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের ফলে বাংলাদেশ আজ বিশ্বসভায় এক বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, করোনা মহামারির অভিঘাতের মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতি একটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রকোপে সারা পৃথিবীতে আশঙ্কাজনক হারে মূল্যস্ফীতি বেড়েছে। মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের জনগণও কিছুটা কষ্টে আছে। মানুষের এই কষ্ট লাঘবের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের জনবান্ধব ও খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, সরকার যখন বৈশ্বিক সংকট মোকাবিলা করে জনগণের ভাগ্যোন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, তখনই সংকট পুঁজি করে কতিপয় চিহ্নিত মহল সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। একটি পত্রিকার সুরে সুর মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ঘৃণ্য কাজটি নির্লজ্জ সমর্থন দিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে যা আওয়ামী লীগের প্রতি অন্ধবিদ্বেষ ও আক্রোশের বহিঃপ্রকাশ।

বিবৃতিতে তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতৃত্বেই এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত স্বাধীনতার সুফল ভোগ করছে।

বাংলাদেশে এখন কেউ না খেয়ে দিন কাটায় না : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার। যা আগের তুলনায় কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘শ্রমশক্তি জরিপ ২০২২’-এ চিত্র উঠে এসেছে। আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে বিবিএস।

বর্তমানে দেশে বেকার জনগোষ্ঠীর হার কমে ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে, যা আগে ছিল ৪ দশমিক ২ শতাংশ। বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার। এর মধ্যে বেকার পুরুষের সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার আর বেকার নারীর সংখ্যা ৯ লাখ ৪০ হাজার।

এ বিশাল বেকার জনগোষ্ঠী সপ্তাহে এক ঘণ্টা কাজ করার সুযোগও পান না। বেকারত্বের এ হিসেব আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) দেওয়া মানদণ্ড অনুযায়ী। আইএলও মনে করে, সপ্তাহে এক ঘণ্টা কাজ না করলে ওই ব্যক্তিকে বেকার হিসেবে ধরা হয়।

বাংলাদেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার

অনলাইন সমিান্তবাণী ডেস্ক :  পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সরকারি বিতরণ কেন্দ্র থেকে বিনামূল্যে আটা নিতে গিয়ে পদদলিত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন বৃদ্ধা এবং অন্যজন পুরুষ। এছাড়া হুড়োহুড়ি ও পদদলনের ঘটনায় আরও ৫৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪৫ জন নারী।

বুধবার (২৯ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পাঞ্জাব প্রদেশের সাহিওয়াল, বাহাওয়ালপুর, মুজাফফরগড় এবং ওকারা জেলায় বিনামূল্যে আটা কেন্দ্রে পদদলিত হয়ে এক বৃদ্ধা ও পুরুষের মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘটনায় ৪৫ জন নারীসহ ৫৬ জন আহত হয়েছেন। সরকার এই কার্যক্রম শুরু করার পর থেকে বিতরণে অব্যবস্থাপনা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

দ্য ডন বলছে, মঙ্গলবার কায়েদ-ই-আজম স্টেডিয়ামে স্থাপিত বিতরণ কেন্দ্রে বিনামূল্যে আটা সংগ্রহ করতে আসা এক বৃদ্ধা পদদলিত হয়ে নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন ধরনের আঘাত পেয়ে আহত হন আরও ৪৫ নারী।

সংবাদমাধ্যমটি বলছে, আটা নিতে আসা ব্যক্তিদের যাচাই করতে ব্যবহৃত অ্যাপটি প্রযুক্তিগত ত্রুটির মুখে পড়ে এবং কাজ করা বন্ধ করে দেয়। এর ফলে বিনামূল্যে আটা বিতরণের স্থানে প্রচুর লোকের ভিড় দেখা দেয়। ভিড় জমানো এসব মানুষ সিস্টেমটি পুনরায় কাজ শুরু করার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেন এবং এর কারণে অনেকে হতাশ হয়ে পড়েন।

বলা হচ্ছে, মঙ্গলবার অ্যাপের লিংকটি ডাউন ছিল এবং তিন থেকে চার ঘণ্টার জন্য ধরে সেটি চালুই হয়নি। অন্যদিকে দেড় হাজারেরও বেশি নারী সেসময় আটা নিতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। পরে সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়।

এদিকে আটা বিতরণ কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অনেক নারী পুলিশকে দায়ী করেছেন। তাদের অভিযোগ, সেখানে অনেক লোকের ভিড় থাকলেও কেন্দ্রে নিযুক্ত সিভিল লাইন পুলিশ সদস্যরা উপস্থিত ব্যক্তিদের মারধর ও লাঠিচার্জ শুরু না করা পর্যন্ত পরিস্থিতি শান্ত ছিল। তবে মারধর ও লাঠিচার্জ শুরুর পর বিশৃঙ্খলা দেখা যায় এবং এর কারণে পদদলনের ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, প্রশাসনের অ্যাপটি বন্ধ হয়ে যায় এবং লোকজন ভিড় ও দীর্ঘ লাইনে আটকে অনেকে অস্বস্তিতে চিৎকার করতে থাকেন। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার পরিবর্তে তারা লাঠিচার্জ শুরু করে। এসময় নারীদের চড় ও ধাক্কা মারতেও দেখা যায় পুলিশ সদস্যদের। এর ফলে ভিড় আরও বেশি উত্তেজিত হয়ে ওঠে এবং পরিস্থিতির অবনতি হয়ে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

নিহত নারীর নাম নাসিম আক্তার। তিনি সাহিওয়াল শহরের কারবালা রোডের বাসিন্দা আমিরের স্ত্রী।

রেসকিউ ১১২২-এর কর্মকর্তা আদনান শামাস ডনকে জানান, ছয়টি জরুরি যানবাহন ও কর্মীরা আহত নারী ও পুরুষদের চিকিৎসা দিয়েছেন। আহত ২৫ নারীকে আরও চিকিৎসার জন্য সাহিওয়াল টিচিং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং বাকিদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নকভি পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, পাঞ্জাবের রহিম ইয়ার খানে বিনামূল্যের আটা নিতে গিয়ে ৭৩ বছর বয়সী এক ব্যক্তি পদদলনের শিকার হন। আনোয়ার দ্বীন নামের ওই ব্যক্তি পরে মারা যান। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

পাকিস্তানে বিনামূল্যে আটা নিতে যেয়ে পদদলিত হয়ে ২ জন নিহত ; আহত ৫৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মানিতে সোমবার শ্রমিক সংগঠনের ডাকে বিশাল ধর্মঘটে গোটা দেশ প্রায় স্তব্ধ হয়ে গেছে। ট্রাম-বাস, ট্রেন এমনকি আকাশপথের বিমানও চলছে না। মূল্যস্ফীতির মুখে বেতন ও মজুরি বাড়াতে সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে এই ধর্মঘট পালন করা হচ্ছে।

রোববার মাঝরাত থেকে সোমবার মাঝরাত পর্যন্ত জার্মানিতে জনজীবন প্রায় স্তব্ধ করে দিতে বিশাল সতর্কতামূলক ধর্মঘটের ডাক দিয়েছে পরিষেবা ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন ভ্যার্ডি এবং রেল ও পরিবহণ ক্ষেত্রের শ্রমিক সংগঠন ইভিজি।

ভ্যার্ডির সদস্য সংখ্যা প্রায় ২৫ লাখ এবং ইভিজির প্রায় দুই লাখ ৩০ হাজার। সরকার ও পৌর স্তরের শ্রমিক-কর্মীদের জন্য মোটা অংকের বেতনবৃদ্ধির দাবি করছে তারা। ভ্যার্ডি ১০ দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি চাইছে, ইভিজি চাইছে ১২ শতাংশ। সোমবারই মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে দরকষাকষি আবার শুরু হওয়ার কথা রয়েছে।

ভ্যার্ডির মতে, প্রথমে করোনা মহামারি, তারপর ইউক্রেন যুদ্ধের ধাক্কায় মূল্যস্ফীতির কারণে শ্রমিক-কর্মীদের দূরাবস্থা অন্তত কিছুটা হলেও লাঘব করতে এই দাবি ন্যায্য। গত কিছু দিন ধরেই দেশটিতে বিচ্ছিন্নভাবে বিভিন্ন অঞ্চল ও ক্ষেত্রে ধর্মঘটের মাধ্যমে কর্মদাতাদের ওপর চাপ সৃষ্টি করে আসছে শ্রমিক সংগঠন। ভ্যার্ডি-র প্রধান ফ্রাংক ভ্যার্নেকে বলেন, এটা হাজার হাজার কর্মীর বেঁচে থাকার প্রশ্ন।

অন্যদিকে, সরকার ও পৌর স্তরের প্রতিষ্ঠানগুলো শ্রমিক সংগঠনের এই দাবিকে অবাস্তব বলে বর্ণনা করছে। তাদের মতে, সরকারি কোষাগারে এমন অস্বাভাবিক বেতনবৃদ্ধির জন্য যথেষ্ট অর্থ নেই। বিশেষ করে পরিবহণ ক্ষেত্রে বেতন বেশি বাড়ালে ভাড়া ও বাড়তি কর চাপিয়ে সেই অর্থ সংগ্রহ করতে হবে। জার্মানির রেল সংস্থা ‘ডয়চে বান’ এই ধর্মঘটকে ‘সম্পূর্ণ মাত্রাহীন, ভিত্তিহীন ও অপ্রয়োজনীয়’ হিসেবে বর্ণনা করেছে।

ইউক্রেন যুদ্ধের জের ধরে রাশিয়া থেকে সস্তায় গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে যাওয়ার ফলে জ্বালানির দাম হু হু করে বেড়ে গেছে। ফলে নিত্যপ্রয়োজনীয় বস্তুর মূল্য থেকে শুরু করে বাসাভাড়া এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। জ্বালানি সংকট দেখা না দিলেও মূল্যস্ফীতির রাশ টান টানতে ব্যর্থ হয়েছে সরকার। সাম্প্রতিক মাসগুলিতে ইউরো এলাকার তুলনায় জার্মানির মূল্যস্ফীতির হার বেশি থেকেছে। ফেব্রুয়ারি মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম গত বছরের তুলনায় নয় দশমিক তিন শতাংশ বেশি ছিল।

সোমবারের ধর্মঘটের ফলে নিত্যযাত্রীসহ সাধারণ মানুষ ব্যাপক সমস্যার মুথে পড়ছেন। বিশেষ করে বাসায় থেকে ‘হোম অফিস’ করার সুবিধা যাদের নেই, তাদের জন্য কর্মক্ষেত্রে যাওয়া কঠিন হয়ে পড়বে।

জার্মানির হাইওয়ে পরিচালন সংস্থার কর্মীরাও ধর্মঘটে যোগ দেওয়ায় অনেক হাইওয়েতে অবরোধের আশঙ্কা রয়েছে। ভ্যার্ডি-র প্রধান ভ্যার্নিকে মানুষের দুর্দশার কথা মেনে নিয়েও বর্তমান পরিস্থিতিতে শ্রমিক ও কর্মীদের ন্যায্য দাবি আদায় করতে এছাড়া কোনো উপায় নেই বলে মন্তব্য করেন। পণ্যের পরিবহনে বিঘ্ন এড়াতে জার্মানির পরিবহণমন্ত্রী ফল্কার ভিসিং রোববার ট্রাক চালানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন।

 

বেতন বাড়াতে শ্রমিক সংগঠনের ডাকে নজিরবিহীন ধর্মঘটে স্তব্ধ জার্মানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন দুর্ঘটনায় পা হারানো আব্দুর রশিদ (২৪)। এই আয়ে চলে তার সংসার। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে মসজিদের সামনে অটোরিকশাটি রেখে নামাজ পড়তে যান। নামাজ শেষে এসে দেখেন অটোরিকশাটি নেই। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে আব্দুর রশীদ অসহায় হয়ে পড়েছেন। বিভিন্ন জায়গায় খোঁজে বেড়াচ্ছেন তার অটোরিকশাটি।

বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা পুকুরপাড় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আব্দুর রশিদ সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট গ্রামের শফিক মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার তাজুর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আব্দুর রশিদ বলেন, ‘ছোটবেলায় নৌকায় করে নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম। ওই সময় বাঁ পা নৌকার ইঞ্জিনে লেগে গুরুতর আহত হই। পরে পা কেটে ফেলতে হয়। পরে বাড়ির পাশে একটি চায়ের দোকান দেই, পাথর ভাঙার শ্রমিকরা আমার ক্রেতা ছিল। পাথর ভাঙা বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়তে হয়। পরে পরিবার নিয়ে শ্রীপুরে এসে একটি বাসা ভাড়া নিয়ে ৯০ হাজার টাকায় একটি অটোরিকশা কিনি। অটোরিকশা কেনার মাস তিনেকের মধ্যে ব্যাটারি নষ্ট হয়ে গেলে কর্মহীন হয়ে পড়ি। স্থানীয়দের পরামর্শে সাপ্তাহিক ১৫০০ টাকা কিস্তিতে আশা এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে অটোরিকশার ব্যাটারি কিনে তা সচল করি। অটোরিকশা চালিয়েই চলছিল আমার সংসার।’

তিনি আরও বলেন, ‘ঘটনার দিন বিকেলে আসরের নামাজ আদায়ের জন্য শ্রীপুরের মাওনা চৌরাস্তা পুকুরপাড় জামে মসজিদের সামনে অটোরিকশা রেখে মসজিদে যাই। নামাজ শেষে বাইরের এসে দেখি অটোরিকশাটি নেই।’

স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, ‘পা হারানো লোকটা তার জীবিকার সম্বল হারিয়েছে। আমাদের সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে পরিবার নিয়ে আগের মতো জীবিকা নির্বাহ করতে পারবেন আব্দুর রশিদ।’

জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা গাজীপুরের আব্দুর রশিদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে পাকিস্তানে রোজার প্রথম দিনে বিনামূল্যে আটা-ময়দা নিতে হাজির হয়েছিলেন অনেকে। এসময় আটা সংগ্রহ করতে গিয়ে লেগে যায় হুড়োহুড়ি। পদদলিত হয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের চরসদ্দায় ঘটে এ ঘটনা। এছাড়া, বান্নু জেলায় একটি আটার মিলের দেওয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রমজান মাস উপলক্ষে এই প্রদেশের ৫৭ লাখ মানুষকে বিনামূল্যে আটা-ময়দা বিতরণ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চরসদ্দায় এক সঙ্গে শত শত মানুষ আটা নিতে ছুটে যাওয়ায় লেগে যায় হুড়োহুড়ি। এতে পদদলিত হয়ে শেল আফজাল নামে একজন নিহত হন। আহত হন অন্তত ৯ জন।

পরবর্তীতের সেখানে বিক্ষোভ শুরু হয়। জেলার উপ-কমিশনার আদনান ফরিদ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, আগামীতে গ্রাম পরিষদ পর্যায়ে আটা বিতরণ করা হবে।

এছাড়া অন্য একটি জেলায় দেওয়াল ভেঙে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। জানা গেছে, নিহত ওই ব্যক্তির নাম গুল খান এবং তার বয়স ৬৫ বছর। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, আটার ব্যাগ ছিনতাই ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। সূত্র: ডন

 

 

পাকিস্তানে বিনামূল্যে আটা নিতে হুড়োহুড়ি ; পদদলিত হয়ে ১ জন নিহত