24 Feb 2025, 12:23 pm

স্টাফ রিপোর্টার : এলাকার প্রতিবন্ধী ও অসহায় ৬৯ জন মানুষের মাঝে এমপি চঞ্চলের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে।

আজ ২৭ মার্চ সোমবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল নিজেই এ চেক বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খোন্দকার শামীম ঊদিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা, এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু,  স্বপুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

ঝিনাইদহের মহেশপুরের ৬৯ অসহায় ব্যাক্তিকে ঐচ্ছিক হতবিলের চেক দিলেন এমপি চঞ্চল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে আগুনে পুড়ে যাওয়া ৬টি ঘর নির্মাণের ঘোষণা দেওয়ার দু’দিনের মধ্যে অর্থ নিলেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।

আজ ২৭ মার্চ সোমবার বিকালে খালিশপুর আওয়ামী লীগ কার্যালয়ে এমপি শফিকুল আজম খান চঞ্চল ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের হাতে তাদের পুড়ে যাওয়া ঘর নির্মাণের নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন এসবিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বগা, সাধারণ সম্পাদক শাহাজান আলী, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান সাচ্চু, আওয়ামী লীগের ইউনিয়ন সম্বনয়কারী আক্তারুজ্জামান, জেলা পরিষদের সাবেক প্রভাষক এম এ আসাদ, ইউপি সদস্য বেল্টু মেম্বারসহ দলীয় নেতৃবৃন্দ।

ঝিনাইদহের মহেশপুরের খালিশপুরে আগুনে পুড়ে যাওয়া ঘর নির্মাণের জন্য অর্থ দিলেন এমপি চঞ্চল

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে যুবক মিরাজকে হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সকালে শহরের পায়রাচত্বরে যুবকের স্বজনসহ এলাকাবাসী এ কর্মসূচীর আয়োজন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে ব্যানার, পোস্টার, লিফলেট নিয়ে এলাকাবাসীর কয়েক’শ নারী পুরুষ মানুষ অংশ নেয়।

মানববন্ধনে আহত যুবক মিরাজের পরিবার ও সহপাঠিরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, গত ২৪ মার্চ কথাকাটাকাটির জেরে শহরের কালিকাপুরে যুবক মিরাজ হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে মারত্মকভাবে জখম করে। বর্তমানে মিরাজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত মিরাজের বাবা শুকুর আলী বাদি হয়ে ৫ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করে। কিন্তু প্রধান আসামীসহ অন্য আসামীদের এখন গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত আসামীদের গ্রেফতারে দাবী জানান তারা।

 

ঝিনাইদহে যুবককে হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর ডান হাত বিচ্ছিন্ন হয়েছে। আজ ২৭ মার্চ সোববার দুপুর ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে,মহেশপুর উপজেলার নিমতলা গ্রামের আরিফুল ইসলামের ছেলে মুন্না (২১) মোটরসাইকেল যোগে নানা বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে মুন্নার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

সংবাদ পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেরারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মহেশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার শামীম ঊদিন জানান ঘটনার পর তাকে যশোর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফাড করা হয়েছে।

ঝিনাইদহের মহেশপুর সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর হাত বিচ্ছিন্ন

মোঃ ফাহিমুল ইসলাম :  ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে।

প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যদয়ের  সাথে সাথে সকল সরকারী-বেসরকারী ভবন-ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক দিবসের কর্মসূচী শুরু করা হয়।

 

সকাল ৮টায় কলেজ স্ট্যান্ডের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও মোনাজাত।

সকাল সাড়ে ৮টায় মহেশপুর হাইস্কুল মাঠের অনুষ্ঠান মঞ্চে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সম্মান প্রদর্শন, দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য ও  প্যারেড পরিদর্শন।

সকাল ৮.৪৫ ঘটিকায় পুলিশ-আনসার- ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ, সকাল ৯টায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং ক্রীড়া প্রতিযোগতিা অনুষ্ঠান।

বাদ যোহর ও সুবিধাজনক সময়ে  জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।

হাসপাতালে ও এতিমখানায় সুবিধাজনক সমযে  উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

 

বিকাল ৩টায় মহেশপুর হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

 

বিকাল ৪টায় মহেশপুর হাইস্কুল মাঠে “জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

বিকাল ৪টায় উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মহান স্বাাধীনতা  ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

এর আগে ২৫ মার্চ শনিবার ১৯৭১ সালের ২৫ মার্চের রাতে নিহত শহীদদের স্মরণে মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হয়।

রাত ১০:৩০টা থেকে ১০:৩১টা পর্যন্ত সারা দেশে ১ মিনিট প্রতীকি ব্লক আউট রাখা হয়।

মহেশপুর উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত মহান স্বাধীনতা দিবসের সকল কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর- কোটচাদপুর) আসনের এমপি মোঃ শফিকুল আজম খান চঞ্চল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ নবী নেওয়াজ, মহেশপুর  উপজেলা  পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শামীম উদ্দিন, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজাজাদুল ইসলাম সাজ্জাদ ও সাধারণ সম্পাদক মীন সুলতানুজ্জামান।

সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।

মহেশপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে গত ১৫ মার্চ মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন  কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৭৫ সদস্য বিশিষ্ট একটি মূল কমিটি ও ১২টি উপ-কমিটি গঠন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।

ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

২৬ মার্চ সকালে মহেশপুর উপজেলার কাজিরবেড় এলাকা থেকে ফজলু হোসেন  নামের ওই ধর্ষককে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত ৯ ফেব্রæয়ারি উপজেলার কাজিরবেড় গ্রামে মাল্টা খাওয়ানোর  লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী ফজলু হোসেন। পরবর্তীতে রক্তাক্ত  অবস্থায় মেয়েটি বাড়িতে এসে বিষয়টি জানায়। এ ঘটনায় নির্যাতিতার মা  বাদি হয়ে ফজলুকে আসামী করে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।  এরপর থেকে পলাতক ছিলো অভিযুক্ত। মামলা দায়েরর পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ঝিনাইদহ  র‌্যাব-৬ কাজীরবেড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রোববার বিকেলে তাকে  মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

ঝিনাইদহের মহেশপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপের্টার : ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর বাসষ্ট্যান্ডে বিদ্যুতের আগুনে মটর সাইকেল গ্যারেজসহ একে একে ৬টি দোকান পুড়ে ছায় হয়ে যায়।
খালিশপুর বাসষ্ট্যান্ডে বিদ্যুতের আগুনে দোকান পুড়ে যাওয়ার সংবাদ পেয়ে আজ ২৫ মার্চ শনিবার দুপুরে দলীয় নেতা কর্মীদের নিয়ে দেখতে যান ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল। পরে তিনি ক্ষতিগ্রস্থ দোকান গুলো নির্মাণ করার দায়িত্ব নেন।
এ সময় উপস্থিত ছিলেন এসবিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বগা, সাধারণ সম্পাদক শাহাজান আলী, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, আওয়ামী লীগের ইউনিয়ন সম্বনয়কারী আক্তারুজ্জামান, জেলা পরিষদের সাবেক প্রভাষক এম এ আসাদ, ইউপি সদস্য বেল্টু মেম্বারসহ দলীয় নেতৃ বৃন্দ।

মহেশপুরের খালিশপুরে আগুনে পুড়ে যাওয়া ৬টি দোকান নির্মাণের দায়িত্ব নিলেন এমপি চঞ্চল

ঝিনাইদহ প্রতিনিধি  : ঝিনাইদহের শৈলকুপায় ৩’শ ৭৯ টি অতিদরিদ্র পরিবারের মাঝে ৩৪ লাখ ১১ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।

দুপুরে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (এসডিএফ)’র পক্ষ থেকে উপজেলার গোলকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। সেসময় ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের এমপি আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, সংস্থার জেলা কর্মকর্তা এসএম শফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানায়, হতদরিদ্র মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার ২ টি ইউনিয়নের ৮ টি গ্রামের ৩’শ ৭৯ টি পরিবারের মাঝে সরকারের এই অনুদান বিতরণ করা হয়েছে।

ঝিনাইদহের শৈলকুপায় ৩৭৯ টি অতিদরিদ্র পরিবারের মাঝে ৩৪ লাখ টাকার অনুদান প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ইব্রাহিম হোসেন মিজান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ যাত্রী। শুক্রবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেয়াবাগান তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম ওই বাসের হেলপার ছিলেন। তিনি কালীগঞ্জ পৌরসভাধীন হেলাই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

জানা গেছে, কেয়াবাগান তেল পাম্পের সামনে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনাকবলিত শাপলা পরিবহনের বাসটি যশোর থেকে যাত্রী নিয়ে কালীগঞ্জের দিকে আসছিল।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে  ছয়জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়েছি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান, একটি বেপরোয়া মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের উল্টে খাদে পড়ে বাসটি।

ঝিনাইদহের কালীগঞ্জে বাস উল্টে হেলপার নিহত ; আহত ৬