মোঃ ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে খরিপ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারের দেওয়া বিনামূল্যের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিনামূল্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহেশপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইয়াসমিন সুলতানা ও উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন।
পরে উপজেলার বিভিন্ন এলাকার ১ হাজার ৯ শত প্রান্তিক কৃষকের মাঝে সরকারের দেওয়া বিনা মূল্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
Leave a Reply