24 Feb 2025, 03:34 am

এম এ কবীর, ঝিনাইদহ : জাতীয় সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেছেন, সাংবাদিকের কলম সব সময় বস্তুনিষ্ঠতা এবং সত্য বিষয় তুলে ধরবে তা হলে অসত্য তাকে স্পর্শ করবে না এটাই স্বাভাবিক। তিনি বলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ভবিষ্যতেও এগিয়ে যাবে।

তিনি আরো বলেন প্রধান মন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। তিনি গতকাল সকালে জেলা পরিষদ মিলনায়তনে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা তথ্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দীক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান এম হারুন অর রশিদ, পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ, ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মো: সোহেল রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি এনটিভি ও দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার মিজানুর রহমান এবং ইউনিটির নির্বাচন কমিশনার ও জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ রুহুল আমিন মোল্যা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত সভাপতি এম এ কবীর এবং সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সন্টু। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক,রাজনৈতিক,সাংবাদিক এবং মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

এর আগে জেলা রিপোর্টার্স ইউনিটির প্রধান নির্বাচন কমিশন ও জেলা তথ্য কর্মকর্তা আবুবকর সিদ্দীক নির্বাচিত ১৩ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গণতান্ত্রিক ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন এবং শপথ বাক্য পাঠ করেছেন তারা যেন শপথের মর্যাদা রক্ষা করতে পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে। তা হলেই সাংবাদিকরা দেশের কল্যাণে কাজ করতে পারবে।

তিনি বলেন আমি সব সময় সাংবাদিকদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা করে যাবো। বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন সাংবাদিকতা করতে করতে শিখতে হয়। মহান এ পেশায় শিক্ষিত প্রতিশ্রুতিশীল মানুষ এলে এ পেশার মান বাড়ে,মর্যাদা রক্ষা হয়,সমাজ,জাতী,রাষ্ট্র উপকৃত হয়। ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য সে কাজটিই করে যাচ্ছে।

উল্লেখ্য গত ১৮ ফেব্রুয়ারী শনিবার ইউনিটির দ্বি-বাষিক নির্বাচন ২০২৩-২০২৪ ঝিনাইদহ শহরের আব্দুর রকিব বালিকা বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে এম এ কবীর, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সন্টু, সহ-সভাপতি মোঃ লিটন হোসেন এবং সিরাজুল ইসলাম মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, কোষাধ্যক্ষ সম্রাট শাহ, দপ্তর সম্পাদক মুক্তার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম রবি, সাংবাদিক ও সংবাদপত্র বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, নির্বাহী সদস্য মাজেদ রেজা বাঁধন, এইচ এম ইমরান এবং ইমদাদুল হক নির্বাচিত হন।

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সোমবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করত শহরের হামদহ খন্দকারপাড়া এলাকার রেজওয়ানুল ইসলাম জনি। এক পর্যায়ে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১৩ সালের ২১ মার্চ কোচিংয়ে যাওয়ার পথে জনি তার সহযোগীদের নিয়ে স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করে। প্রায় ১ সপ্তাহ পর মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নির্যাতিতার পিতা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করে। ৩ মাস পর পুলিশ জনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার রায় ঘোষণা করেন।

 

ঝিনাইদহে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বিএনপি, জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যর বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আজ সরোববার বিকালে উপজেলা যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শান্তি সমাবেশে।
উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ।
শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাগেদ মেহেবুব রনজু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাষ্টার ইয়াকুব আলী, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহানেওয়াজ স্বপন, ইউপি সদস্য জাকির হোসেন প্রমুখ।
এর পুর্বে বিকালে মহেশপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্তর থেকে শান্তি সমাবেশের এক বনাঢ্য র‌্যালী বের করা হয়।

ঝিনাইদহের মহেশপুরে যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ইয়ানূর রহমান : রমযানে মাছ, মাংস, দুধ, ডিমের দাম কোনভাবেই বাড়বে না। প্রয়োজনে বেসরকারি খামারিদের আমরা সহায়তা নেবো। কোনোভাবেই মাছ-মাংসের দাম বাড়বে না বলে জানিয়েছেন শার্শা উপজেলা পরিষেদর চেয়ারম্যান বীর
মুক্তিেযাদ্ধা সিরাজুল হক মঞ্জু। শনিবার (২৫ ডিসেম্বর) শার্শা উপজেলা প্রাণিসম্পদ চত্তরে আয়োজিত ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাছ মাংসের দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার ফলে সব কিছুর দাম বেড়েছে। পোল্ট্রি ফিডের উপকরণ বিদেশ থেকে আনতে অনেক প্রতিকূল অবস্থা মোকাবিলা করতে হচ্ছে। এ সবের কারণে খাবারের দাম অনেক বেড়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল’র সমভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ সালেহ আহমেদ মিন্টু, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃঞ্চ মন্ডল, খামারি মুরাদ উল-দৌলা, টিপু প্রমুখ।

অনুষ্ঠান শেষে শার্শা উপজেলা প্রাণিসম্পদের আয়োজনে শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরন করেন শার্শা উপজেলা পরিষেদর চেয়ারম্যান বীর মুক্তিেযাদ্ধা সিরাজুল হক মঞ্জু।

রমযানে সরকার মাছ মাংসের দাম নির্ধারণ করে দেবে— সিরাজুল হক মঞ্জু

জাফিরুল ইসলাম : স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রাণি সম্পদ প্রদর্শনী-২০২৩ উপলক্ষে একদিনের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা শাহা এর সভাপতিত্বে ও প্রাণী সম্পদ সম্পসারন কর্মকর্তা ডা,সুলতানা বেগম এর সঞ্চালনায় উপজেলা প্রাণী সম্পদ চত্ত্বরে এ মেলার আয়োজন করা হয়।প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)এর সহযোগিতায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে প্রদর্শনী মেলায় বিভিন্ন এলাকার খামারী ৫০টি স্টলে তাদের গবাদি প্রদর্শনী করা হয়েছে।গাভী,ছাগল,কবুতর,হাঁস,মুরগি,খরগোশ,ভেড়া,কবুতর,ঘাস চাষ,ঘাস কাটা মেশিন,কৃত্রিম প্রজনন,চিকিৎসা সামগ্রী ও চিকিৎসা নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন খামারীরা।প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ট খামারীদের মাঝে পূরুষ্কার হিসাবে চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

পৌর মেয়র মো:ফারুক হোসেন,উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান,ইউপি চেয়ারম্যান কামাল হোসেন,জাহিদুল ইসলাম বাবু মিয়া, আবুল কালাম আজাদ, নাজমুল হুদা তুষার, সমাজসেবা কর্মকর্তা শিউলী রানী, প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান, হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুদীপ্ত সালাম, সহ-সভাপতি ইনদাদুল হক বিশ্বাস, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুন্ডু।

 

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল কুন্ডু বলেন, প্রাণিসম্পদ মেলার মাধ্যমে এই উপজেলার পশু পালন ও খামারির সংখ্যা বৃদ্ধি পাবে। বিভিন্ন ধরনের পশু পাখি দিয়ে আমরা এই মেলা আয়োজন করা হয়। আর এই মেলার মাধ্যমে দেশের প্রাণি উৎপাদন বৃদ্ধি করা।বেকার যুবকদের উদ্দেশ্য তিনি আরও বলেন,তোমদের চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হতে হবে। খামার গড়ে তুলতে হবে।তাহলে নিজের পাশাপাশি দেশের সফলতা আসবে।

ঝিনাইদহে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত