23 Feb 2025, 10:56 pm

এম এ কবীর, ঝিনাইদহ : আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ  জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বকুল চন্দ্র কবিরাজ,অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার বর্মণসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি,সামাজিক সংগঠনের প্রতিনিধি,সুধী এবং সাংবাদিক নেতৃবৃন্দ।

সভায় সরকার ঘোষিত নীতিমালা অনুসরণ পূর্বক দিনের কর্মসূচী প্রণয়ন এবং বাস্তবায়ন করা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন উপকমিটি গঠন করে দায়িত্ব অর্পণ করা হয়।

 

ঝিনাইদহে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এম এ কবীর, ঝিনাইদহ : কম দামে কেনা বোতলজাত ভোজ্যতেল ড্রামে ঢেলে খোলা বাজারে বেশি দামে বিক্রি করার অপরাধে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার ফিরোজ স্টোরের মালিক রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ নভেম্বর রোববার বিকালে ঝিনাইদহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি অভিযানিক দল ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে দশ হাজার টাকা জরিমানা ও চার মাসের কারাদন্ড প্রদান করেন। এ সময় ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজ, ঝিনাইদহ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, ক্যাবের সাধারণ সম্পাদক শরিফা খাতুন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আবু হুরায়রা উপস্থিত ছিলেন।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, পাগলাকানাই এলাকার ব্যবসায়ী রবিউল ইসলাম বোতলজাত সয়াবিন তেল খুলে ড্রামে রেখে বেশি দামে বিক্রি করছিলেন। গোপন সুত্রে খবর পেয়ে দোকানটিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায় এবং পাঁচ লিটারের ১২৬টি বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তেল ব্যবসায়ী রবিউল ইসলামকে দশ হাজার টাকা জরিমানা ও চার মাসের কারাদন্ড প্রদান কের জেল হাজতে পাঠানো হয়।
এদিকে শহরের আরাপপুর রোডে অবস্থিত সবুজ স্টার কাবার ঘরকে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ঝিনাইদহে বোতলজাত ভোজ্যতেল ড্রামে ঢেলে খোলা বাজারে বিক্রি ;  ১ জনের জেল-জরিমানা