23 Feb 2025, 05:41 pm

অনলাইন সমিান্তবাণী ডেস্ক :  মার্কিন বিমান বাহিনীর প্রধান ফ্রাঙ্ক কেন্ডাল দেশটির আইন প্রণেতাদেরকে জানিয়েছেন যে, চতুর্থবারের মতো আমেরিকার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময়ের দিকে এই ক্ষেপণাস্ত্রের সর্বশেষ পরীক্ষা চালানো হয়।

ফ্রাঙ্ক কেন্ডাল জানিয়েছেন চলতি মাসে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এ আর আর ডাবলু’র পরীক্ষা চালানো হয় কিন্তু তা সফল হয়নি। এ প্রেক্ষাপটে তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে, লকহিড মার্টিন কোম্পানির পরিবর্তে রেইথন কোম্পানিকে দিয়ে এই ক্ষেপণাস্ত্র নির্মাণ কাজ সম্পন্ন করা হতে পারে।
গতকাল (মঙ্গলবার) মার্কিন প্রতিনিধি পরিষদের প্রতিরক্ষা বিষয়ক কমিটিতে শুনানির সময় কেন্ডাল বলেন, “সর্বশেষ পরীক্ষার কোন তথ্য আমরা পাইনি। ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন ব্যর্থ হয়েছে সেটি জানার জন্য এই তথ্যগুলো জরুরি। বর্তমানে আমরা এগুলো সংগ্রহের চেষ্টা করছি যাতে বোঝা যায় কেন এই পরীক্ষা ব্যর্থ হয়েছে।”
গত ১৩ মার্চ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে আমেরিকা তাদের সর্বশেষ হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। কেন্ডাল হাউস কমিটিতে শুনানি সময় সে সম্পর্কেই কথা বলেছেন। তবে তিনি সুনির্দিষ্ট করে বলতে পারেননি কেন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে।
তার বক্তব্য আইন প্রণেতাদের কাছে বিস্ময়কর মনে হতে পারত কারণ গত সপ্তাহে মার্কিন বিমান বাহিনী একটি বিবৃতিতে দাবি করেছিল যে, ১৩ মার্চ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় বেশ কয়েকটি লক্ষ্য অর্জিত হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এর অর্থ হচ্ছে গত সপ্তাহে যে বিবৃতি দেয়া হয়েছিল গতকালের শুনানিতে কেন্ডালের বক্তব্য তার সম্পূর্ণ বিপরীত।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় আবারো ব্যর্থতার কথা স্বীকার করলো আমেরিকা

অনলাইন সমিান্তবাণী ডেস্ক :  রাশিয়ার দুটি যুদ্ধবিমান কৃষ্ণ সাগরের আকাশসীমায় মার্কিন গোয়েন্দা ড্রোন এম কিউ-৯ রিপার ভূপতিত করার পর থেকে আমেরিকা গোয়েন্দা তথ্য পেতে বাধাগ্রস্ত হচ্ছে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে এ কথা বলেছেন একজন শীর্ষ পর্যায়ের সামরিক সামরিক কর্মকর্তা।

ড্রোন বিধ্বস্তের ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার সাথে সংঘাত এড়ানোর জন্য কৃষ্ণ সাগরের আকাশে নিরাপদ দূরত্ব বজায় রেখে ড্রোন পরিচালনার নির্দেশ দিয়েছে। এর ফলে মার্কিন ড্রোন আর আগের মতো রাশিয়ার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে পারছে না।
চলতি মাসের ১৪ তারিখে রাশিয়ার দুটি সুখোই এসইউ-২৭ বিমান আমেরিকার এমকিউ-৯ রিপার ড্রোন বিধ্বস্ত করে। এরপর থেকে মার্কিন বিমানবাহিনী রাশিয়া-ইউক্রেন যুদ্ধস্থল থেকে অনেক বেশি দূরে এবং উচ্চতা বজায় থেকে ড্রোন পরিচালনা করছে। এতে গোয়েন্দা তথ্যচিত্রের মান যেমন কমে যাচ্ছে, তেমনি যথেষ্ট পরিমাণ তথ্য সংগ্রহ করাও যাচ্ছে না।
রাশিয়ার বিমানের ধাওয়ায় মার্কিন ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পর আমেরিকা কৃষ্ণ সাগরের আকাশে ড্রোন পরিচালনা বহাল রাখবে বলে ঘোষণা করেছিল কিন্তু তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে ড্রোন পরিচালনা করছে।

কৃষ্ণ সাগরে সংঘাতের পর গোয়েন্দা তথ্য পেতে বাধার মুখে আমেরিকা ; নিরাপদ দূরত্বে উড়ছে ড্রোন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব পেয়েছে মাধ্যমিক পর্যায়ের ৯০ জন মেধাবী শিক্ষার্থী।
আজ মঙ্গলবার দুপুরে তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যেগে মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে এসব ট্যাব প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হোসাইন।
তিনি জানান, এদিন উপজেলার মোট ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রোল নম্বরধারি শিক্ষার্থীরা এসব ট্যাব পেয়েছে।

 

ভোলার তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেয়েছে ৯০ মেধাবী শিক্ষার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার নৌবাহিনী জাপান সাগরে পূর্বনির্ধারিত একটি লক্ষ্যে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পরীক্ষা চালিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ পরীক্ষা চালানোর কথা জানিয়েছে। খবর রয়টার্স।

মন্ত্রণালয়টি তাদের টেলিগ্রাম একাউন্টে দেওয়া বিবৃতিতে বলেছে, “প্রশান্ত মহাসাগরীয় বহরের একটি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ জাপান সাগরে কল্পিত শত্রুদের একটি নকল সামুদ্রিক লক্ষ্যে মস্কিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রায় ১০০ কিলোমিটার দূরের ওই লক্ষ্যে দুটি মস্কিত ক্রুজ ক্ষেপণাস্ত্র সাফল্যজনকভাবে সরাসরি আঘাত হেনেছে।”

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি বলেছেন, রাশিয়ার সামরিক তৎপরতার ওপর টোকিও সতর্ক নজর রাখবে। ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইউক্রেইনে রাশিয়ার আক্রমণ চলার মধ্যেই জাপানের আশপাশের এলাকসহ দূর প্রাচ্যে রাশিয়ার বাহিনীগুলো আরও তৎপর হয়ে উঠছে।”

পি-২৭০ মস্কিত ক্ষেপণাস্ত্র একটি মধ্যপাল্লার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, সোভিয়েত আমলে প্রথম এটি তৈরি হয়েছিল; ন্যাটো জোটের প্রতিবেদনে এটিকে এসএস-এন-২২ সানবার্ন বলে উল্লেখ করা হয়।

রাশিয়া এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর এক সপ্তাহ আগে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দুটি  রুশ কৌশলগত বোমারু বিমান সাত ঘণ্টারও বেশি সময় ধরে জাপান সাগরের উপর দিয়ে উড়েছে। এই উড্ডয়নকে ‘পরিকল্পিত ফ্লাইট’ হিসেবে উল্লেখ করেছে মস্কো।

 

জাপান সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টানা ১৩ মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ সময় ধরে চলা এই আগ্রাসনে ইউক্রেনে হামলা পরিচালনায় রুশ বাহিনী ড্রোন ব্যবহার করেছে অসংখ্যবার। অন্যদিকে রাশিয়ার ভেতরে হামলার কাজেও সক্ষমতা অনুযায়ী ড্রোন ব্যবহার করছে ইউক্রেনও।

তেমনই এক অভিযান চালাতে রাশিয়ায় ঢোকার পর ইউক্রেনীয় ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে রাশিয়া। ইউক্রেনীয় ওই ড্রোনটি সীমান্ত থেকে রাশিয়ার প্রায় ৪০০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল। সোমবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষার মাধ্যমে ইউক্রেনীয় একটি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে বলে মস্কো জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রাশিয়ার কিরেয়েভস্ক শহরে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। ইউক্রেনীয় সীমান্ত থেকে রাশিয়ার এই শহরটি প্রায় ৪০০ কিলোমিটার (২৪৯ মাইল) দূরে অবস্থিত।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, ড্রোন ভূপাতিত করার পর হওয়া বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন। অবশ্য বিস্ফোরক ড্রোন দিয়ে রাশিয়ার বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি ইউক্রেন সবসময়ই অস্বীকার করে এসেছে এবং রোববারের এই ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায়ও ইউক্রেন এখনও কোনও মন্তব্য করেনি।

অন্যদিকে মস্কো ইউক্রেনের বিরুদ্ধে শত শত ড্রোন মোতায়েন করেছে।

রাশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ বলছে, স্ট্রিজ-টাইপ (টিউ-১৪১) ইউএভি ড্রোনটি বিস্ফোরক ভর্তি ছিল এবং রোববার স্থানীয় সময় বিকেল ৩:২০ মিনিটে বিমান প্রতিরক্ষার মাধ্যমে নামিয়ে আনা হয়। পরে ড্রোন ভূপাতিত হলে ওই শহরে একটি বড় গর্ত সৃষ্টি হয়।

সংবাদমাধ্যম বলছে, মস্কো থেকে ২২০ কি.মি (১৩৭ মাইল) দক্ষিণে তুলা অঞ্চলে অবস্থিত এই শহরে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় কোনও গুরুতর আঘাতের ঘটনা ঘটেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনকে হামলা চালানোর চেষ্টা করার জন্য অভিযুক্ত করেছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে মস্কো বলেছিল, দেশটির দক্ষিণে এঙ্গেলস বিমানঘাঁটিতে গুলিবিদ্ধ ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত হওয়ার পরে রাশিয়ান বিমান বাহিনীর তিন সদস্য মারা গেছেন।

গত ফেব্রুয়ারিতে মস্কো তার পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য এঙ্গেলস বিমান ঘাঁটি রাশিয়া বারবারই ব্যবহার করে এসেছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

রাশিয়ার ৪০০ কিমি ভেতরে ইউক্রেনের ড্রোন ; গুলি করে ভূপাতিত করলো মস্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো। সব অপশক্তিকে প্রতিহত করবো। মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে আমরা দীপ্ত পায়ে এগিয়ে যাবো ‘

রবিবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা দিবসে আমরা প্রত্যয় ব্যক্ত করতে চাই, যে স্বপ্ন নিয়ে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন, শোষণমুক্ত একটি সমাজ গড়তে এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশ তৈরি হয়েছিল, সেই বাংলাদেশকে আমরা অবশ্যই বাস্তবায়িত করবো। যে বাংলাদেশকে বঙ্গবন্ধু বলেছিলেন স্বপ্নের সোনার বাংলাদেশ। আর বঙ্গবন্ধুর কন্যা বলেছেন, ২০৪১ সালের মধ্যে হবে এ বাংলাদেশ একটি “স্মার্ট বাংলাদেশ”।’

এ সময় উপস্থিত ছিলেন– জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের  নেতৃবৃন্দ।

স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
আজ বেলা ২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আয়োজন করেন সদর উপজেলা প্রশাসন। জেলার ৫টি উপজেলায় ১৬৯ মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী ১ হাজার ২৬ জন শিক্ষার্থীর মধ্যে এ ট্যাবগুলো বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেনের সভাপতিত্বে বিতর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক গৌতম কৃষ্ণ পাল।
এ সময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তরিকুল ইসলামসহ মেধাবী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক  গৌতম কৃষ্ণ পাল জানান, ২০২২ সালে ডিজিটাল জন শুমারীতে সারাদেশে ব্যবহৃত প্রায় ৩ লাখ ৯০ হাজার ট্যাব স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। এর ধারাবাহিকতা লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলায় ১৬৯ মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী ১ হাজার ২৬ জন শিক্ষার্থীর মধ্যে এ ট্যাবগুলো বিতরণ করা হয়েছে।

 

প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল লক্ষ্মীপুরের ১০২৬ জন মেধাবী শিক্ষার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম পানির নীচে চলাচলযোগ্য একটি যুদ্ধ ড্রোনের পরীক্ষা চালানোর কথা ঘোষণা করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ (শুক্রবার) বলেছে, এই ড্রোনের মাধ্যমে সাগরে রেডিও একটিভ সুনামি সৃষ্টি করা সম্ভব।

কোরীয় উপদ্বীপে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাবে এ পরীক্ষা চালানো হয়েছে বলে কেসিএনএ জানিয়েছে। এটি বলেছে, পরীক্ষার সময় ড্রোনটি সাগরের ৮০ থেকে ১৫০ মিটার গভীরে ৫৯ ঘণ্টারও বেশি চলাচল করেছে এবং  উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে এটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন নিজে এ পরীক্ষা তত্ত্বাবধান করেছেন জানিয়ে কেসিএনএ বলেছে, পানির নীচের এই পারমাণবিক ড্রোন যেকোনো সাগর উপকূলে মোতায়েন করা যায় এবং ওই সাগরে টহলরত জাহাজে বসে এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তবে এ খবর থেকে একথা পরিষ্কার হয়নি যে, উত্তর কোরিয়া অপেক্ষাকৃত ছোট বাহনে পরিবহন করার জন্য তার পরমাণু ওয়ারহেডগুলোর আকার ছোট করেছে কিনা। পর্যবেক্ষকরা মনে করছেন, উত্তর কোরিয়া যদি তার পরমাণু অস্ত্রগুলোর আকার ছোট করার কাজে হাত দিয়ে থাকে তা হবে দেশটির জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য।#

পানির নীচে চলাচলযোগ্য পারমাণবিক ড্রোনের পরীক্ষা চালাল উ. কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার একমাত্র সক্রিয় মহিলা মহাকাশচারী আনা কিকিনা বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার মিশনের পরিবেশকে ‘বিস্ময়কর’ বলে প্রশংসা করেছেন।
তিনি স্পেসএক্সের একটি মহাকাশযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান।
মস্কোর ইউক্রেনে সৈন্য পাঠানোর পর থেকে সম্পর্ক ভেঙে যাওয়ার মধ্যেও কক্ষপথে স্থাপিত স্টেশনটি মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সহযোগিতার অবশিষ্ট কয়েকটি ক্ষেত্রের মধ্যে একটি।
কিকিনা রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের পঞ্চম পেশাদার মহিলা মহাকাশচারী যিনি মহাকাশে উড়েছেন এবং ইলন মাস্কের স্পেসএক্সের রকেটে মহাকাশে যাওয়া প্রথম রাশিয়ান নভোচারী।
৩৮ বছর বয়সী এই প্রকৌশলী ও নভোচারী একটি অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি ফ্লাইটটি খুব পছন্দ করেছি, সবকিছুই আরামদায়ক ছিল।’
জাপানের কোইচি ওয়াকাটা এবং নাসার মহাকাশচারী নিকোল মান এবং জোশ কাসাদা সহ মহাকাশ স্টেশনে পাঁচ মাস থাকার পর কিকিনা ১২ মার্চ পৃথিবীতে ফিরে আসেন।
আইএসএসে সহকর্মীদের সাথে তার কথোপকথনের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে, তিনি সেখানে কোন অসুবিধা অনুভব করেননি।
কিকিনা বলেন, ‘একে অপরের প্রতি সমর্থন সর্বদা অনুভূত হয়েছিল, স্টেশনে এবং স্পেসশিপে উভয়ই হাস্যরসের ভাল অনুভূতি ছিল।’ ‘পরিবেশ চমৎকার ছিল।’
পৃথিবীতে ফিরে আসার পর কিকিনা তার পুনর্বাসনের প্রথম পর্যায় হিউস্টনে নাসার একটি কেন্দ্রে কাটিয়েছেন এবং দ্বিতীয় পর্যায়ে মস্কোর বাইরে স্টার সিটিতে তার পুনরুদ্ধার চালিয়ে যাবেন।
মহাকাশে উড়ে যাওয়া শেষ রাশিয়ান মহিলা ছিলেন এলেনা সেরোভা, যিনি সেপ্টেম্বর ২০১৪ থেকে মার্চ ২০১৫ পর্যন্ত আইএসএস-এ ১৬৭ দিন কাটিয়েছিলেন।
সোভিয়েত মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেশকোভা প্রথম নারী মহাকাশচারী হিসেবে ১৯৬৩ সালের ১৬ জুন মহাকাশ ভ্রমণ করেছিলেন।
২০২১ সালের অক্টোবরে, রাশিয়া একজন অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ডকেও মহাকাশে পাঠিয়েছিল, যিনি একটি চলচ্চিত্রের জন্য আইএসএসের শুটিং দৃশ্যে ১২ দিন কাটিয়েছিলেন।

আইএসএস মিশনের প্রশংসায় রাশিয়ার একমাত্র মহিলা মহাকাশচারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিবিসি তার কর্মীদেরকে বিশেষ ব্যবসায়িক প্রয়োজন না হলে চীনা মালিকানাধীন ভিডিও অ্যাপ ‘টিকটক’ ডিলিট করে দিতে বলেছে। বিবিসির অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে বর্তমানে ৪৪ লাখ ফলোয়ার রয়েছে।

রবিবার কর্মীদেরকে পাঠানো এক বার্তায় বিবিসি বলেছে, যুক্তিসঙ্গত ব্যবসায়িক কারণ না থাকলে আমরা বিবিসি কর্পোরেট ডিভাইসে টিকটক ইনস্টল করার পরামর্শ দেই না। ব্যবসায়িক দরকার না থাকলে টিকটক ডিলিট করে দিতে হবে।

সংবাদমাধ্যমটি সোমবার বার্তা সংস্থা এএফপিকে বলেছে, টিকটক ব্যবহার না করার বিষয়টি আমাদের সিস্টেম, ডেটা এবং মানুষের নিরাপত্তার বিষয়টিকেই গুরুত্ব দেয়। যদিও কর্পোরেট ডিভাইসগুলোতে সম্পাদকীয় ও মার্কেটিংয়ের প্রয়োজনে এখনো টিকটক ব্যবহারের অনুমোদন রয়েছে, তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করছি।

পশ্চিমা প্রতিষ্ঠানগুলো চীনের দ্বারা তথ্য-উপাত্ত সংগ্রহের ভয়ে কঠোর অবস্থান গ্রহণ করছে। এর ধারাবাহিকতায় ফার্ম বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটি ব্যবহারের বিষয়ে কঠোরতা অবলম্বন করছে।

ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্য রেখে যুক্তরাজ্য গত বৃহস্পতিবার সরকারি ডিভাইসে টিকটকের ওপর নিরাপত্তা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। খবর- এএফপি।

বিবিসির সকল কর্মীর টিকটক ডিলিট করার নির্দেশ