22 Jan 2025, 02:04 pm

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি মৌসুমের হজ প্যাকেজকে অমানবিক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। হজের খরচ কমানোর নির্দেশনা চাওয়া রিটের শুনানিকালে মঙ্গলবার (১৪ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মো. মহসীন, অ্যাডভোকেট আশরাফ উজ জামান খান, অ্যাডভোকেট আহসান উল্লাহ প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ।

শুনানিতে আদালত বলেন, ‘এবার হজে এত খরচ ধরা হয়েছে– সাধারণ মানুষ তো দূরের কথা, আমরা নিজেরা খরচের প্যাকেজ দেখে ভয় পেয়ে গেছি।’

ধর্ম মন্ত্রণালয়কে অথর্ব মন্ত্রণালয় উল্লেখ করে আদালত বলেন, ‘এত টাকা খরচ নির্ধারণের ফলে যারা উপযুক্ত তারা হজে যেতে পারছেন না। এটা একটা অমানবিক হজ প্যাকেজ। এটি তৈরির সঙ্গে যারা জড়িত তারা গুনাহর ভাগী হবেন।

বিমান ভাড়া প্রসঙ্গে আদালত বলেন, ‘বিমান কোটি কোটি টাকা লোকসানের দায় হজ যাত্রীদের ওপর চাপাতে পারে না। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় হজ ফান্ড আছে। বাংলাদেশ ও ইন্ডিয়ার ফান্ড কম। একমাত্র বঙ্গবন্ধু এ বিষয়ে চিন্তা করেছিলেন। তারপরে এ বিষয়ে কেউ চিন্তা করেনি।’

সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাইরে অন্য যেকোনও এয়ারলাইন্সের টিকিট ক্রয়ের সুবিধা না থাকার বিষয়ে আদালত বলেন, ‘এখানে ব্যবসা করার চেষ্টা করা হচ্ছে।’

পরে চলতি মৌসুমে হজের প্যাকেজ কীভাবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হলো এবং হজ প্যাকেজের বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থান কী, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদকে এ তথ্য জানাতে বলেছেন আদালত।

পাশাপাশি বুধবার (১৫ মার্চ) রিটের পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৬ মার্চ চলতি বছরের হজের প্যাকেজ মূল্য সংশোধন করে ৪ লাখ টাকা নির্ধারণ করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। ধর্ম মন্ত্রণালয় সচিবকে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কোরআন স্ট্যাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান।

তবে সে নোটিশের জবাব না পেয়ে চলতি মৌসুমে হজের প্যাকেজের মূল্য কমিয়ে পুনরায় প্যাকেজ ঘোষণা করতে রিট দায়ের করা হয়। রবিবার (১২ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ উজ জামান জনস্বার্থে এ রিট দায়ের করেন।

সরকারি ব্যবস্থাপনায় চলতি বছরে হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করে সরকার। অন্যদিকে কোরবানি ছাড়াই এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয় ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। আগের বছর এটি ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা ছিল। অর্থাৎ আগের বছরের চেয়ে দেড় লাখ টাকা বেড়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ৯ জানুয়ারি সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী এ বছর হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারিত হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে পারবেন।

এ বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে গমনকারী শতভাগ হজযাত্রীর প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন ‘মক্কা রোড চুক্তি’ অনুযায়ী বিমানবন্দরেই অনুষ্ঠিত হবে।

এবারের হজ প্যাকেজটি অমানবিক : হাইকোর্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে হিলারিয়ন হেগি নামের একজন বিশিষ্ট ক্যাথলিক ধর্মযাজক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম মিডেল ইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়,  হিলারিয়ন হেগি নামে ওই পুরোহিত ইসলাম গ্রহণের পর নিজের নাম পাল্টে রেখেছেন সাইদ আব্দুল লতিফ।

সম্প্রতি নিজের ব্লগপোস্টে ইসলাম গ্রহণের বিষয়টি জানান যুক্তরাষ্ট্রভিত্তিক ওই ক্যাথলিক ধর্মযাজক। ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী এই পুরোহিত পূর্বে একজন রাশিয়ান অর্থোডক্স ছিলেন। ২০০৩ সালের দিকে তিনি অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চে যোগদান করেন।

নিজের সিদ্ধান্তকে হিলারিয়ন হেগি ‘ইসলামে প্রত্যাবর্তন’ হিসেবে বর্ণনা করেছেন। এটি তার কাছে নিজের বাড়িতে ফেরার মতো ঘটনা।

ব্লগ পোস্টে হিলারিয়ন হেগি উল্লেখ করেছেন, অনেক আগে থেকেই তিনি ইসলামের প্রতি আকৃষ্ট। কয়েক দশক ধরে পর্যবেক্ষণের পর অবশেষে তিনি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।

যুক্তরাষ্ট্রে ক্যাথলিক ধর্মযাজকের ইসলাম গ্রহণ!

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র রমযান মাসে কোনোভাবেই চার পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, পবিত্র রমযানে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কোনোভাবেই বাড়বে না। বরং এসব পণ্যের দাম কীভাবে কমানো যায়, সেই প্রক্রিয়া নিয়ে কাজ করছেন।

রেজাউল করিম বলেন, রমযানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র বসাবে সরকার। বর্তমানে মাছ, মাংস, দুধ ও ডিমের যে দাম, বাজার ব্যবস্থাপনাকে আরও সংহত ও মনিটরিং করা হলে দাম আরও কমে আসবে। তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পোলট্রি অ্যানিমেল ফিডের উপকরণ বিদেশ থেকে আনতে অনেক প্রতিকূল অবস্থা মোকাবিলা করতে হচ্ছে। খাদ্য উৎপাদনের ব্যয়ও বেড়েছে। এসবের কারণে খাদ্যের দাম বেড়েছে। মন্ত্রী বলেন, দেশের ভেতরে যাতে বিকল্প খাদ্য তৈরি করা যায়, সে জন্য সাভারে নতুন একটা কারখানা স্থাপন করা হয়েছে। বিদেশমুখী না হতেই বাংলাদেশেই মিশ্র খাদ্য তৈরি হবে।

রমযান মাসে মাছ মাংশ দুধ ডিমের দাম কমবে : প্রাণিসম্পদ মন্ত্রী