26 Feb 2025, 09:10 pm

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র রমযান মাস উপলক্ষে বিশ্বে ১০০ কোটি দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দেবে সংযুক্ত আরব আমিরাত। সেই লক্ষ্যে ‘ওয়ান বিলিয়ন মিলস এনডাউমেন্ট ক্যাম্পেইন’ নামে একটি প্রকল্প উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সোমবার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই প্রকল্পের লক্ষ্য হলো নিম্ন আয়ের মানুষের জন্য টেকসই খাদ্য সহায়তা নিশ্চিত করা। খবর অ্যারাবিয়ান বিজনেসের।
এক টুইট বার্তায় শেখ মোহাম্মদ বিন রশিদ বলেন, ভাই ও বোনেরা, পবিত্র মাসের আগমনের সঙ্গে সঙ্গে আমাদের বার্ষিক ঐতিহ্য অনুযায়ী, আমরা রমজানে ‘ওয়ান বিলিয়ন খাবার’ এনডাউমেন্ট প্রকল্প উদ্বোধন করতে পেরে আনন্দিত। আমাদের লক্ষ্য হলো এই প্রকল্পের মাধ্যমে বিশ্বের দরিদ্র ও দুস্থ মানুষের খাবার সরবরাহ করা।’ দুবাইয়ের শাসক বলেন, বিশ্বের প্রতি ১০ জনের মধ্যে একজন ক্ষুধার্ত। সেই জন্য সেইসব মানুষদের প্রতি আমাদের কর্তব্য হলো সাহায্যের হাত বাড়িয়ে দেয়া এবং ক্ষুধার্তদের খাওয়ানো।

বিশেষ করে রমজান মাসে এই সহায়তা করা আরও জরুরি। এই প্রকল্পের অধীনে চালু করা ফুড এনডাউমেন্ট ফান্ডের লক্ষ্য হলো খাদ্য নিরাপত্তাহীনতার সঙ্গে সংগ্রামরত দেশগুলোর জন্য খাদ্য নিরাপত্তা প্রদানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় অবদান রাখা। এদিকে রমজান মাসে বেসরকারি কর্মজীবীদের কর্মঘণ্টা কমিয়ে আনছে আরব আমিরাত। রমজানে সাধারণ সময়ের তুলনায় দুঘণ্টা কাজ কম করবেন দেশটির বেসরকারি খাতের কর্মজীবীরা।

 

পবিত্র রমযান ১০০ কোটি  দুস্থ মানুষকে খাদ্য  সহায়তা দেবে  আরব আমিরাত সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র জমি মিউটেশন করা হয়েছে। বিতর্কের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর প্রতীচী’র সীমানাবর্তী ১৩ ডেসিমেল জমি অমর্ত্য সেনের নামে মিউটেশন করে দিয়েছে। সোমবার (২০ মার্চ) বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়, ওই ১৩ ডেসিমেল জমিসহ মোট ১ দশমিক ৩৮ একর জমি অমর্ত্য সেনের নামে মিউটেশন করা হয়েছে। ফলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অমর্ত্য সেনকে বাড়ি উচ্ছেদের যে নোটিশ দিয়েছিল, তা কার্যত অর্থহীন হয়ে গেলো।

এদিকে, নাছোড়বান্দা বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাদের দাবি, মিউটেশন করা হলেও সেই ১৩ ডেসিমেল জমির মালিকানা এখনো বিশ্বভারতীর। এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও দাবি করে, শুধু ওই জমির ইজারাদার আশুতোষ সেনের জায়গায় অমর্ত্য সেনের নাম দেওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে চিঠিও দিয়েছে।

অমর্ত্য সেন সম্পর্কে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী যে ভাষায় কথা বলেছেন, তাতে বিস্মিত পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার।

তিনি বলেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠান এরকম হীনমন্যতার পরিচয় দিতে পারে, তা খুব অস্বাভাবিক ও বিস্ময়কর। বিশ্বভারতী কর্তৃপক্ষ বা এটির উপাচার্য কেন এত সক্রিয়ভাবে অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ দিলেন, তা নিয়ে আমি সত্যিই সন্দিহান। আমার ধারণা অমর্ত্য সেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

পবিত্র সরকার আরও বলেন, অমর্ত্য সেন কেন্দ্রীয় সরকারের নানা নিয়ম-নীতির সমালোচনা করেন। অন্যদিকে, বিশ্বভারতীর উপাচার্য কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্বাচিত অর্থাৎ বিজেপি তাকে এখানকার উপাচার্য করেছে। তাই বলে অমর্ত্য সেনের প্রতি বিদ্যুৎ চক্রবর্তী এরকম বিদ্বেষমূলক ও হিংসাত্মক আচরণ করতে পারেন না। বিষয়টি বাঙালি হিসেবে আমাকে লজ্জিত করে।

মিউটেশন করা হলো অমর্ত্য সেনের ‘প্রতীচী’র জমি ; মানতে নারাজ বিশ্বভারতী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শর্তসাপেক্ষে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার ঋণ পাবে দেউলিয়া হয়ে যাওয়া দেশ শ্রীলঙ্কা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে। খবর এএফপির।

নজিরবিহীন অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে বাধ্য হয়ে দেশ ছেড়ে পদত্যাগ করেছিল। কয়েক মাস ধরে তীব্র খাদ্য, জ্বালানি ও ওষুধের ঘাটতি, ব্ল্যাকআউট এবং মুদ্রাস্ফীতি দেশটিকে নিঃস্ব করে দিয়েছিল। প্রয়োজনীয় পণ্যের আমদানি করার মতো রিজার্ভও শেষ হয়ে গিয়েছিল দেশটির।

দক্ষিণ এশীয় দেশটির বৃহত্তম দ্বিপাক্ষিক ঋণদাতা চীন ঋণ ত্রাণের আশ্বাস দেওয়ার পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল সোমবার তার দীর্ঘ বিলম্বিত উদ্ধার কর্মসূচি অনুমোদন করেছে।

তবে তহবিল বলেছে, উদ্ধারটি দুর্নীতির গভীর-মূল সংস্কৃতি মোকাবেলায় শর্তসাপেক্ষ ছিল এবং সরকারি অব্যবস্থাপনা গত বছর শ্রীলঙ্কাকে একটি নজিরবিহীন অর্থনৈতিক সঙ্কটে পড়ার জন্য দায়ী করা হয়েছিল।

শ্রীলঙ্কায় আইএমএফ মিশন প্রধান পিটার ব্রুয়ার বলেছেন, সরকার বেলআউট আলোচনার সময় কয়েক মাসের মধ্যে দুর্নীতিবিরোধী কঠোর আইন প্রণয়ন করতে সম্মত হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা কর্মসূচির কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে দুর্নীতি বিরোধী এবং প্রশাসনিক সংস্কারের গুরুত্বের ওপর জোর দিই। সংস্কার থেকে কঠিনভাবে অর্জিত লাভ শ্রীলঙ্কার জনগণের উপকারে আসে তা নিশ্চিত করতে এগুলো অপরিহার্য।’

ব্রেউয়ার বলেছিলেন, শ্রীলঙ্কা প্রথম এশিয়ান অর্থনীতিতে পরিণত হবে যেটি আইএমএফ দ্বারা একটি ব্যাপক ‘গভর্নেন্স ডায়াগনস্টিক এক্সারসাইজ’ এর আওতাধীন হতে যাচ্ছে।

গত এপ্রিলে ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ খেলাপি হওয়ার কিছুক্ষণ আগে শ্রীলঙ্কা শেষ অবলম্বনের জন্য ওয়াশিংটন ভিত্তিক ঋণদাতার কাছে গিয়েছিল। বৈদেশিক মুদ্রার একটি গুরুতর ঘাটতি দ্বীপ দেশটিকে এমনকি সবচেয়ে প্রয়োজনীয় আমদানির জন্য অর্থায়ন করতে অক্ষম রেখেছিল, যার ফলে তীব্র খাদ্য ও জ্বালানীর ঘাটতি দেখা দেয়।

শ্রীলঙ্কার ২ কোটি ২০ লাখ পলাতক মুদ্রাস্ফীতি এবং দীর্ঘস্থায়ী ব্ল্যাকআউট সহ্য করেছে, সঙ্কট আরও খারাপ হওয়ার সাথে সাথে জনগণের ক্ষোভও বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং সরকারি দুর্নীতির বিরুদ্ধে বিশাল বিক্ষোভ অবশেষে তৎকালীন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসেকে দেশ ছেড়ে পালাতে এবং জুলাই মাসে পদত্যাগ করতে বাধ্য করে।

রাজাপাকসে একটি শক্তিশালী রাজনৈতিক পরিবারের অন্তর্ভূক্ত, যার বিরুদ্ধে চীন থেকে টেকসই ঋণের দ্বারা সমর্থিত ভ্যানিটি প্রকল্পে জনসাধারণের অর্থ নষ্ট করার অভিযোগ রয়েছে, যা শ্রীলঙ্কার ঋণের প্রায় ১০ শতাংশের মালিক।

তার উত্তরসূরি রনিল বিক্রমাসিংহে রাজ্যের অর্থ নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার জন্য কর দ্বিগুণ এবং উদার জ্বালানি ও বিদ্যুত ভর্তুকি বন্ধসহ কঠোর সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কঠোরতা ব্যবস্থা অজনপ্রিয় এবং প্ররোচিত ধর্মঘট যা গত সপ্তাহে স্বাস্থ্য ও পরিবহন খাতকে পঙ্গু করে দিয়েছে।

বিক্রমাসিংহে আইএমএফের সঙ্গে আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বলেছেন, ঋণদাতার সংস্কার কর্মসূচি অনুসরণ করা ছাড়া শ্রীলঙ্কার কোন বিকল্প নেই।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সোমবার বলেছেন, শ্রীলঙ্কাকে অবশ্যই সরকারি অর্থায়ন ও সরকারি বাজেট মেরামত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, সেইসঙ্গে সঙ্কটের কারণে ক্ষতিগ্রস্তদের রক্ষা করতে হবে।

তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘চলমান প্রগতিশীল কর সংস্কারের গতি বজায় রাখা উচিত এবং সামাজিক নিরাপত্তা জালকে শক্তিশালী করা উচিত এবং দরিদ্রদের জন্য আরও ভাল লক্ষ্যবস্তু করা উচিত।’

গত বছর শ্রীলঙ্কার অর্থনীতি রেকর্ড ৭ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে এবং বিক্রমাসিংহে সতর্ক করেছেন যে দেশটি কমপক্ষে ২০২৬ সাল পর্যন্ত দেউলিয়া থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।

শর্তসাপেক্ষে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার আইএমএফের ঋণ পেল শ্রীলঙ্কা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সানা ও সৌদি জোটের মধ্যে বন্দি-বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সোমবার রাতে ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ওই চুক্তিকে স্বাগত জানান।

বার্তা সংস্থা ইরনা জানায়, জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ বলেছেন: ইয়েমেনে বিবদমান পক্ষগুলো গত সোমবার সুইজারল্যান্ডে তাদের ১০ দিনের বৈঠক শেষ করেছে। বৈঠকে উভয় পক্ষেই ৮৮৭ যুদ্ধবন্দির মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। আগামি মে মাসে আরও বেশি যুদ্ধবন্দির মুক্তির বিষয়ে বৈঠক হবে বলে জানান গ্রুন্ডবার্গ। তিনি আশা প্রকাশ করেন যে ইয়েমেনিদের আটক প্রিয়জনদের অপেক্ষার প্রহর গোণার দিন দ্রুতই শেষ হবে।

ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের বন্দি বিষয়ক কমিটির প্রধান আবদুল কাদির আল-মুর্তজা বন্দি বিনিময় চুক্তির সত্যতা স্বীকার করেছেন। সোমবার রাতে তিনি ঘোষণা করেছেন: সৌদি জোটের ১৮১ জন বন্দির বিনিময়ে ইয়েমেনের ৭০৬ জন বন্দির মুক্তির বিষয়ে তারা সম্মত হয়েছে।

 

 

 

ইয়েমেন-সৌদি জোটের বন্দি বিনিময় চুক্তিকে স্বাগত জানালো জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিচারকদের পাশাপাশি ওই আদালতের চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা চালু করেছে রাশিয়া। আইসিসির পক্ষ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিল রাশিয়া।

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে কথিত যুদ্ধাপরাধের দায়ে গত শুক্রবার আইসিসি পুতিনসহ আরেকজন পদস্থ রুশ কর্মকর্তার বিরুদ্ধে ওই গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এর প্রতিক্রিয়ায় রাশিয়ার একটি বিচার বিভাগীয় কমিটি সোমবার বলেছে, ওই গ্রেফতারি পরোয়ানা জারি করার অপরাধে তারা রুশ আদালতে আইসিসির বিচারকদের পাশাপাশি চিফ প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন।

ওই কমিটি আরো বলেছে, আইসিসির ওই আদেশে একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে আটকাদেশ জারি করা হয়েছে যা রাশিয়ার আইনে অপরাধ হিসেবে বিবেচিত। এছাড়া, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে যে ব্যক্তি আন্তর্জাতিক দায়মুক্তি ভোগ করেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তার আন্তর্জাতিক তৎপরতাকে জটিল করে তোলা হয়েছে।

এর আগে পুতিনের বিরুদ্ধে আইসিসি’র জারি করা গ্রেফতারি পরোয়ানাকে ‘তাৎপর্যহীন’ বলে মন্তব্য করেছিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, আইসিসির বিচারিক ক্ষমতাকে স্বীকৃতি দেয়নি মস্কো। তাই ওই আদালতের পক্ষ থেকে পুতিনের বিরুদ্ধে জারি করা পরোয়ানাকে ‘গর্হিত ও অগ্রহণযোগ্য’ বলে মনে করছি মস্কো।

নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক পোস্টে একই ধরনের মন্তব্য করেছিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্তের কোনো অর্থ আমাদের কাছে নেই। আইনগত দিক দিয়েও এর কোনো অর্থ নেই।”

 

 

 

আইসিসির চিফ প্রসিকিউটর ও বিচারকদের বিরুদ্ধে রাশিয়ার ফৌজদারি মামলা দায়ের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাকে মার্কিন আগ্রাসনের ২০ বছর হয়ে গেল। যে কারণ দেখিয়ে এই আগ্রাসন হয়েছিল, তা ছিল মিথ্যা। তার ফল এখনো ভোগ করতে হচ্ছে।

দুই দশক পরেও ইরাকে সহিংসতা, হত্যা থামেনি। গত ফেব্রুয়ারিতেও বোমা, গুলি ও অন্য সহিংসতার বলি হয়েছেন ৫২ জন।  ২০০৩ সালের ১৮-১৯ মার্চ-এ যে আগ্রাসন শুরু হয়েছিল, এ হলো তারই প্রভাব।

মার্কিন জোটের আগ্রাসন ও প্রচারের সামনে ইরাক কিছুই করতে পারেনি। সেই জোটে আমেরিকা ছাড়াও ছিল অস্ট্রেলিয়া ও পোল্যান্ড।

তিন সপ্তাহের মধ্যে সাদ্দামের স্বৈরাচারী শাসনের পতন ঘটে। এয়ারক্রাফট কেরিয়্যার ইউএসএস আব্রাহাম লিংকনের ডেকে দাঁড়িয়ে সেই সময়ের প্রেসিডেন্ট জর্জ বুশ ঘোষণা করেন, মিশন সফল।

সেই সময় পর্যন্ত আমেরিকা ও তার জোটসঙ্গীরা ২৯ হাজার ১৬৬টি বোমা ও রকেট ইরাকে ফেলেছিল। ইরাকি পরিকাঠামোর বড় অংশ মাটিতে মিশে গেছিল। ব্রিটিশ এনজিও বেবিকাউন্টের হিসাব, সাত হাজারের বেশি বেসামরিক মানুষ মারা গেছিলেন। সবমিলিয়ে মৃতের সংখ্যা দুই লাখ থেকে ১০ লাখের মধ্যে।

২০১১ সালে মার্কিন সেনা ইরাক ছাড়ে। পরে তারা ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করার জন্য আবার ফিরে আসে।

যুদ্ধ জয়ের পরেও শান্তি ফিরলো না : ইরাকে আমেরিকার ধাঁচে গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ইরাকের পরিস্থিতি ও সামাজিক অবস্থান ছিল আলাদা। সেখানে ধর্মীয় ও জাতিগত জটিলতা ছিল প্রবল। মার্কিন অধিকারে থাকা প্রশাসনের সেই প্রস্তুতিও ছিল না। ২০০৩ সালের ১৯ অগাস্ট বাগদাদে  জাতিসংঘের অফিস চত্বরে বিস্ফোরণে ২২ জনের মৃত্যু হয়।

সাবেক ন্যাটো সেক্রেটারি জেনারেল জাবিয়ার সোলানা বলেছিলেন, যদি এই অভিযানের লক্ষ্য থাকে ইরাককে সন্ত্রাসমুক্ত করা, তার পুনর্গঠন ও সর্বস্তরে সুরক্ষা বাড়ানো, তাহলে এই লক্ষ্যপূরণ হয়নি।

আন্তর্জাতিক আইনভঙ্গ : আইন বিশেষজ্ঞ অধ্যাপক কাই অ্যামবোস ডিডাব্লিউকে জানিয়েছেন,  ”যেভাবে ইরাক আক্রমণ করা হয়েছে, তা জাতিসংঘের চার্টার ও আন্তর্জাতিক আইনের বিরোধী। জাতিসংঘের প্রস্তাব মেনে এই আগ্রাসন হয়নি।  তাহলে একমাত্র আত্মরক্ষার জন্যই এই ধরনের আগ্রাসন করা যেতে পারে।”

অ্যামবোস জানিয়েছেন, ”এখানে আত্মরক্ষার কোনো বিষয় ছিল না।” তাছাড়া সেই সময়ে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কোফি আন্নান বলেছিলেন, ওই আগ্রাসন ‘বেআইনি’।

জার্মানি এই যুদ্ধে অংশ নেয়নি। তবে জার্মানি এই আগ্রাসন সমর্থন করেছিল এবং গোয়েন্দা তথ্য দিয়েছিল এবং অর্থও দিয়েছিল। এভাবে তারা বেআইনি আগ্রাসনকে সমর্থন করেছিল বলে অ্যামবোস জানিয়েছেন।

অত্যাচার ও যুদ্ধাপরাধ : ২০০৪-এর প্রথমদিকের মধ্যে যুদ্ধাপরাধ ও অত্যাচারের যে খবর সামনে আসে, তাতে আমেরিকার ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ হয়। সাদ্দামের আমলে কুখ্যাত জেলে মার্কিন আগ্রাসনের সময়কার যে ছবি সামনে আসে তাতে শিউরে উঠতে হয়।

মার্কিন সেনা বেসামরিক মানুষের উপরও অত্যাচার করে। ২০০৫-এ হাদিথাতে মার্কিন নৌসেনা গুলো করে ২৪ জন নিরস্ত্র মানুষকে হত্যা করে। ২০০৭-এ মার্কিন কনট্রাক্টর গুলি করে ১৭ জনকে মারে। উইকিলিকসের ফাঁস করা তথ্য অনুযায়ী, মার্কিন হেলিকপ্টার নিরপরাধ মানুষের উপর আক্রমণ চালিয়েছে।

মিথ্যা যুক্তি : আমেরিকা বলেছিল, ইরাকের হাতে এমন অস্ত্র আছে, যা দিয়ে ব্যাপক ধ্বংসলীলা চালানো সম্ভব। দেখা গেছে, এমন কোনো অস্ত্র ইরাকের হাতে ছিল না। আমেরিকার এই যুক্তি মিথ্যা ছিল। আমেরিকার যুক্তি ছিল, সাদ্দামের সঙ্গে আল কায়দা ও ওসামা বিন লাদেনের সম্পর্ক ছিল। এই যুক্তিও মিথ্যা প্রমাণিত হয়েছে।

হার্ভার্ডের অধ্যাপক স্টিফেন ওয়াল্ট বলেছেন, ”আসলে আমেরিকা আগে ঠিক করে নিয়েছিল তারা কী করবে। তারপর তারা যুক্তি সাজিয়েছিল। এমন নয়, গোয়েন্দারা এইসব তথ্য দিয়েছিলেন। এই সব যুক্তি তৈরি করা হয়েছিল।”

ইরাকে মার্কিন আগ্রাসন ও বিপর্যয়ের ২০ বছর পুর্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানবাধিকার লঙ্ঘনের জন্য ইরানের বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার ব্রাসেলসে বৈঠকে বসেছিলেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীরা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ, গত কয়েকমাস ধরে সেখানে মানবাধিকার বিঘ্নিত হচ্ছে। তবে ইরানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রশাসন আন্দোলনকারীদের উপর ভয়ংকর অত্যাচার চালাচ্ছে। এই পরিস্থিতিতে নতুন সিদ্ধান্ত বলে জানিয়েছে ইইউ।

ইরানের গুরুত্বপূর্ণ সরকারি পদাধিকারী এবং প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। পাশাপাশি এক প্রভাবশালী ইমামের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। মেয়েদের পোশাক এবং পড়াশোনা নিয়ে তিনি বহু কথা বলেছেন। এছাড়াও একজন ইসলাম বিশেষজ্ঞ এবং তিনজন বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত সেপ্টেম্বর মাসে ২২ বছরের কুর্দ নারী জিনা আমিনি নিহত হন। পুলিশের হেফাজতে তার মৃত্যু হওয়ার পরেই গোটা ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। হাজার হাজার নারী রাস্তায় নেমে প্রতিবাদ করতে থাকেন। বহু মানুষ সরাসরি সরকারের নীতির বিরুদ্ধে প্রশ্ন তোলেন। প্রশাসন নির্মমভাবে সেই বিক্ষোভ দমন করেছে। হাজার হাজার প্রতিবাদকারীকে জেলে ঢোকানো হয়েছে। তাদের উপর অত্যাচার চালানো হয়েছে। এরই প্রতিবাদে নতুন নিষেধাজ্ঞা বলে জানিয়েছে ইইউ।

বস্তুত, জাতিসংঘ নিয়োজিত এক অফিসারের বক্তব্য, ইরান যা করেছে এবং করছে, তা অপরাধ বলে বিবেচিত হওয়া উচিত। ইরানের পরিস্থিতির উপর নজর রাখছেন ওই ব্যক্তি।

এদিন ব্রাসেলসের বৈঠকে ন্যাটোয় সুইডেনের সদস্যপদ পাওয়া নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে। ন্যাটো প্রধান জেমস স্টলটেনবার্গ জানিয়েছেন, ফিনল্যান্ড নিয়ে অনেকটাই সুর নরম করেছে তুরস্ক। কিন্তু সুইডেনকে তারা এখনো সদস্যপদ দিতে রাজি নয়। কিন্তু সুইডেনের ন্যাটোর সদস্যপদ পাওয়া অত্যন্ত জরুরি। ফলে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।

ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা জারি করলো ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের রাশিয়া সফরের প্রথম দিনে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এসময় তারা একে অপরকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে অভিবাদন জানান এবং ইউক্রেন যুদ্ধসহ দু’দেশের সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।

গতকাল (সোমবার) বিকেলে এ সাক্ষাতের শুরুতে পুতিন চীনা প্রেসিডেন্টের সঙ্গে  শি   করমর্দন করেন। এসময় শিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘প্রিয় চেয়ারম্যান, প্রিয় বন্ধু, আপনাকে রাশিয়ায় স্বাগত। মস্কোয় স্বাগত।’

বৈঠকে শি জিনপিং বলেন, গত ১০ বছর ধরে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন। তিনি বিশ্বাস করেন, প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে রাশিয়ার উন্নয়নে নতুন অগ্রগতি অর্জিত হবে।

চীনা প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার বৃহত্তম প্রতিবেশী ও সার্বিক কৌশলগত সহযোগী ও অংশীদার হিসেবে চীন সবসময় স্বাধীন কূটনৈতিক নীতি মেনে চলে। চীনের নিজস্ব মৌলিক স্বার্থ ও বিশ্ব উন্নয়নের প্রবণতার ভিত্তিতে চীন-রাশিয়া সম্পর্ককে শক্তিশালী ও উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দু’পক্ষের উচিত জাতিসংঘসহ বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা ও সমন্বয় জোরদার এবং নিজ নিজ দেশের উন্নয়নের চেষ্টা করার পাশাপাশি বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার মূল ভিত্তি হওয়া।’

শি জিনপিং জোর দিয়ে বলেন, ইউক্রেন সমস্যায় বেশিরভাগ দেশ উত্তেজনা প্রশমন ও আলোচনার মাধ্যমে শান্তি বাস্তবায়নকে সমর্থন করে।

এসময় পুতিন জানান, ইউক্রেন যুদ্ধ থামাতে চীনের ১২ পয়েন্টের শান্তি প্রস্তাব পড়ে দেখেছেন তিনি।

রুশ প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, ‘গত ১০ বছরে চীন বিপুল ও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর কারণ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্দান্ত নেতৃত্ব এবং তা চীনের জাতীয় ব্যবস্থা ও পরিচালনা ব্যবস্থার প্রাধান্যকে সফল বলে প্রমাণ করেছে। দু’পক্ষের অভিন্ন চেষ্টায় সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে অনেক ফলাফল অর্জিত হয়েছে।’

তিনি বলেন, ‘রাশিয়া চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতা গভীরতর করতে ইচ্ছুক। আন্তর্জাতিক ইস্যুতে যোগাযোগ ও সমন্বয় জোরদার, একসঙ্গে বিশ্বের বহু-মেরুকরণ ও আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রায়নকে ত্বরান্বিত করবে দুই পক্ষ।

দু’পক্ষ ইউক্রেন সমস্যা নিয়ে গভীর মতবিনিময় করেছে।’

চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব নেওয়ার পর এটি সি চিন পিংয়ের প্রথম বিদেশ সফর। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি আসবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

 

মস্কোতে শি-পুতিন বৈঠকে ইউক্রেন যুদ্ধসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এক পর্নো তারকাকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা হয়েছে বলে শোনা যাচ্ছে। সেই মামলায় মঙ্গলবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। গ্রেপ্তারও করা হতে পারে তাকে। আর সেটি হলে, এটি হবে নজিরবিহীন এক ঘটনা। অপরাধে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হওয়া একমাত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট হবেন তিনি।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, এক ডজনেরও বেশি সিনিয়র কর্মকর্তারা রোববার নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামসের সিনিয়র নিরাপত্তা সহযোগীদের সঙ্গে আলাপ করেছেন। ট্রাম্পকে গ্রেপ্তার করা হলে সম্ভাব্য ‘বিক্ষোভের’ জন্য নিরাপত্তা ও আনুষঙ্গিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তারা। গ্রেপ্তার পরবর্তী ‘বিক্ষোভ’ মোকাবিলায় সম্ভাব্য সকল প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন।

এর আগে গ্রেপ্তারের শঙ্কা প্রকাশ করে সমর্থকদের প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ম্যানহাটন জেলা অ্যাটর্নির অফিস থেকে ফাঁস হওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে গত শনিবার সকালে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, আগামী মঙ্গলবার শীর্ষস্থানীয় রিপাবলিকান প্রার্থী ও যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হবে। প্রতিবাদ করুন।

এরপর সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে মাত্র কয়েক ডজন ট্রাম্প সমর্থক একটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

অভিযোগ রয়েছে, সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা গোপন রাখতে তাকে অর্থ দিয়েছিলেন ট্রাম্প। ড্যানিয়েলসের দাবি, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে মুখ না খুলতে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী। পাঁচ বছর ধরে এ ঘটনা তদন্ত করেছেন ম্যানহাটনের জেলা অ্যাটর্নি।

আজ গ্রেপ্তার হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিবিসি তার কর্মীদেরকে বিশেষ ব্যবসায়িক প্রয়োজন না হলে চীনা মালিকানাধীন ভিডিও অ্যাপ ‘টিকটক’ ডিলিট করে দিতে বলেছে। বিবিসির অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে বর্তমানে ৪৪ লাখ ফলোয়ার রয়েছে।

রবিবার কর্মীদেরকে পাঠানো এক বার্তায় বিবিসি বলেছে, যুক্তিসঙ্গত ব্যবসায়িক কারণ না থাকলে আমরা বিবিসি কর্পোরেট ডিভাইসে টিকটক ইনস্টল করার পরামর্শ দেই না। ব্যবসায়িক দরকার না থাকলে টিকটক ডিলিট করে দিতে হবে।

সংবাদমাধ্যমটি সোমবার বার্তা সংস্থা এএফপিকে বলেছে, টিকটক ব্যবহার না করার বিষয়টি আমাদের সিস্টেম, ডেটা এবং মানুষের নিরাপত্তার বিষয়টিকেই গুরুত্ব দেয়। যদিও কর্পোরেট ডিভাইসগুলোতে সম্পাদকীয় ও মার্কেটিংয়ের প্রয়োজনে এখনো টিকটক ব্যবহারের অনুমোদন রয়েছে, তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করছি।

পশ্চিমা প্রতিষ্ঠানগুলো চীনের দ্বারা তথ্য-উপাত্ত সংগ্রহের ভয়ে কঠোর অবস্থান গ্রহণ করছে। এর ধারাবাহিকতায় ফার্ম বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটি ব্যবহারের বিষয়ে কঠোরতা অবলম্বন করছে।

ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্য রেখে যুক্তরাজ্য গত বৃহস্পতিবার সরকারি ডিভাইসে টিকটকের ওপর নিরাপত্তা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। খবর- এএফপি।

বিবিসির সকল কর্মীর টিকটক ডিলিট করার নির্দেশ