September 18, 2025, 4:16 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ে ও আত্মহত্যা প্রতিরোধে কর্মশালা ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আজ থেকে জামায়াতসহ ৭ দলের অভিন্ন কর্মসূচি শুরু দেশে গত আট মাসে সড়ক দূর্ঘটনায় নিহত ৩ হাজার ৭৪১ জন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাজার ৩১৩টি মামলা দায়ের সেপটিক ট্যাংক পরিষ্কারে সতর্কতা বিষয়ে নির্মাণ শ্রমিকদের ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ শুরু আগামীকাল শুক্রবার খুলনায় ২৫টি কেন্দ্রে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা   রাজবাড়ীর নুরাল পাগলের দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ মিজানুর গ্রেপ্তার রংপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধের ৭০ মিটার নদীগর্ভে ; হুমকিতে ৭টি চর এলাকা যশোরে ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ যুবক আটক
এইমাত্রপাওয়াঃ
ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ে ও আত্মহত্যা প্রতিরোধে কর্মশালা

আগামী মঙ্গলবার বাংলাদেশের উপকুলে আঘাত হানতে পারে ‘সিত্রাং’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার পর এটি নিম্নচাপে পরিণত হতে পারে। আর তা হলে শনিবারের (২২ অক্টোবর) মধ্যেই হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী দু-একদিনের মধ্যেই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এর প্রভাব পড়া শুরু হতে পারে বলেও জানানো হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।

এতে জানানো হয়, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী তিন দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে।

এতে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অপরদিকে ভারতীয় অবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবারের (২২ অক্টোবর) মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এটি রবিবার মধ্যে গভীর নিম্নচাপ পরিণত হতে পারে। এরপর এটি উত্তর দিকে বাঁক নিয়ে সোমবার (২৪ অক্টোবর) নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘সিত্রাং’। যা থাইল্যান্ডের দেওয়া নাম।

আজকের বাংলা তারিখ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page