অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশের কয়েকটি অবস্থানে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণমন্ত্রী ফয়সাল মিকদাদ। তিনি বলেছেন, অদূর ভবিষ্যতে তার দেশ ইসরাইলকে এসব হামলার দাঁতভাঙা জবাব দেবে।
মিকদাদ ওমান-ভিত্তিক আরবি দৈনিক আতহিরকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যাত্রীবাহী বিমানের ছদ্মাবরণে ইসরাইলি সেনারা সিরিয়ার অভ্যন্তরে তাদের পরিকল্পিত লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।
ফয়সাল মিকদাদ বলেন, ইসরাইলি বিমান হামলার সময় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গর্জে উঠলে একটি বেসামরিক বিমান ভূপাতিত হতো। তখন সবাই যাত্রীবাহী বিমান ভূপাতিত করার জন্য দামেস্ককে দায়ী করত। এ কারণে আমরা ধৈর্য ধরার এবং তাৎক্ষণিকভাবে এ ধরনের হামলার প্রতিক্রিয়া না দেখানোর সিদ্ধান্ত নিয়েছি।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের ইসরাইলি হামলার ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা তেল আবিবকে জানিয়ে দিয়েছি তাদের অবৈধ হামলার উপযুক্ত জবাব আসছে এবং আজ হোক অথবা কাল সে জবাব ইসরাইল পাবে।
গতমাসে ইহুদিবাদী ইসরাইলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে অন্তত তিন দফা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার বেশিরভাগ প্রতিহত করা হয়েছে বলে সিরিয়ার সেনাবাহিনী দাবি করেছে। তবে অন্তত একটি হামলার সময় যে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় ছিল সেকথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী মিকদাদ।
Leave a Reply