অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (রোববার) ৩৪তম আন্তর্জাতিক বই মেলা পরিদর্শন করেছেন। তেহরানের ইমাম খোমেনী (রহ.) মুসাল্লায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (রবিবার) সকালে বইমেলা পরিদর্শন করেন।
৩৪তম তেহরান আন্তর্জাতিক বই মেলা গত বুধবার ইমাম খোমেনি মোসাল্লায় শুরু হয়েছে। বই মেলা চলবে ২০ মে পর্যন্ত। সশরীরে উপস্থিত হয়ে যেমন মেলা উপভোগ করা যাবে তেমনি ভার্চুয়ালিও ভিজিট করা যাবে তেহরান আন্তর্জাতিক বই মেলা। ভার্চুয়ালি ভিজিট করার জন্য ketab.ir ওয়েবসাইটে ব্রাউজ করতে হবে।
৩৪তম তেহরান আন্তর্জাতিক বইমেলায় ২৭টি দেশের ৩০ টি প্রকাশনা সংস্থা অতিথি হিসেবে অংশ নিয়েছে। এবারের বই মেলার শ্লোগান হলো: পাঠ্য ভবিষ্যত। মেলা পরিদর্শনকালে সর্বোচ্চ নেতা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং লেখক ও প্রকাশকসহ এই শিল্পের সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলেন।
করোনা মহামারি সংক্রান্ত বিধিনিষেধের কারণে গত তিন বছর তিনি বই মেলা পরিদর্শনে যান নি।
Leave a Reply