November 20, 2025, 7:28 am
শিরোনামঃ
ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা ঝিনাইদহের মহেশপুর পৌরসভার উন্নয়ন কাজে উপজেলা নির্বাহী অফিসারের মনিটরিং ঝিনাইদহের মহেশপুরে সড়কে ডাকাতি রোধে পুলিশের বিশেষ উদ্যোগ গ্রহণ মাগুরায় এসডিএফ এর আয়োজনে জেলা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্যারেড অনুষ্ঠিত হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা সুষ্ঠু ভোটের জন্য আচরণবিধি মেনে চলা জরুরি : প্রধান নির্বাচন কমিশনার আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি : বিএনপি মহাসচিব দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হবো : জামায়াতের আমির দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১শ’৮৩ জন
এইমাত্রপাওয়াঃ

আয়কর একটি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সহায়ক ভুমিকা পালন করে

বশির আলমামুন, চট্টগ্রাম : আয়কর মেলার পরিসর বাড়লে দেশের মানুষের মন থেকে আয়কর ভীতি দূর হবে। আয়কর একটি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সহায়ক ভুমিকা পালন করে। এটি বুঝতে পারলে দেশের স্বার্থে মানুষ স্বাচ্ছন্দ্যে আয়কর দিতে এগিয়ে আসবে।
নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম আয়কর বিভাগ আয়োজিত সেরা করদাতা সম্মাননা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার এসব কথা বলেন।

চট্টগ্রাম আয়কর বিভাগের অধীন সিটি করপোরেশন ও পাঁচ জেলায় ৪ (চার) ক্যাটাগরিতে ৪২ জন করদাতাকে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়। তারা হলেন চট্টগ্রাম সিটি করপোরেশন ও বৃহৎ করদাতা ইউনিটে দীর্ঘ সময় করদাতা ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন চাক্তাইয়ের তদুল কান্তি বিশ্বাস ও লালখান বাজারের আবু মোহাম্মদ জিয়াউদ্দিন খান।

সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে বিএসআরএমের আলীহোসাইন আকবরআলী, আমীর আলীহোসেন ও পেডরোলো প্লাজার মোহাম্মদ নাদের খান। সর্বোচ্চ নারী করদাতা ক্যাটাগরিতে নাসিরাবাদ হাউজিং সোসাইটির বিলকীছ আলীহোসাইন।
৪০ বছরের নিচে তরুণ ক্যাটাগরিতে পিএইচপির মো. আকতার পারভেজ।
চট্টগ্রাম জেলায় (কর অঞ্চলে ১,২ ও ৩) দীর্ঘ সময় করদাতা ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন সীতাকুণ্ডের গোপাল চন্দ্র পাল, হাটহাজারীর সোনা মিয়া সওদাগর। সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারের (ষষ্ঠতলা) মো. আবু সুফিয়ান মিয়া, হাটহাজারীর চারিয়ার মো. ইয়াকুব আলী ও হাটহাজারীর ফতেয়াবাদের ওমর ফারুক সিদ্দিকী। সর্বোচ্চ নারী করদাতা ক্যাটাগরিতে মীরসরাইয়ের জোরারগঞ্জের ফাহিমা ইয়াছমিন। ৪০ বছরের নিচে তরুণ ক্যাটাগরিতে সীতাকুণ্ডের মো. আয়াছ উদ্দিন।

খাগড়াছড়িতে (কর অঞ্চল ৩) দীর্ঘ সময় করদাতা ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন মেসার্স আসিফ এন্টারপ্রাইজের মো. সাহাব উদ্দিন, মেসার্স সুরধ্বনী তপোবন জুয়েলার্সের উজ্জ্বল কুমার ধর। সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে মেসার্স শাহাদাত এন্টারপ্রাইজের মো. নূর আলম, মেসার্স এস অনন্ত বিকাশ ত্রিপুরার এস অনন্ত বিকাশ ত্রিপুরা ও মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজের মোসাম্মৎ ফরিদা আক্তার। সর্বোচ্চ নারী করদাতা ক্যাটাগরিতে মেসার্স নবনীতা এন্টারপ্রাইজের বিউটি দেব। ৪০ বছরের নিচে তরুণ ক্যাটাগরিতে মেসার্স সাতকানিয়া স্টোরের মো. জাহাঙ্গীর আলম বাদশা।

রাঙামাটিতে (কর অঞ্চল ৩) দীর্ঘ সময় করদাতা ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন রিজার্ভ বাজারের মো. আলী আকবর ও দক্ষিণ কালিন্দীপুরের মো. মুজিবুর রহমান। সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে লোকমান হোসেন তালুকদার, মো. রফিকুল আলম লিটন ও সুলতান কমর উদ্দিন । সর্বোচ্চ নারী করদাতা ক্যাটাগরিতে তবলছড়ি রোডের গীতা দে । ৪০ বছরের নিচে তরুণ ক্যাটাগরিতে মো. শাখাওয়াত হোসেন ।

বান্দরবানে (কর অঞ্চল ২) দীর্ঘ সময় করদাতা ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন মাহবুবুর রহমান ও আবদুল কাদের । সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে কামাল হোসেন, প্রদীপ কান্তি দাশ ও হুরে জান্নাত হুরাইন। সর্বোচ্চ নারী করদাতা ক্যাটাগরিতে পলি দাশ। ৪০ বছরের নিচে তরুণ ক্যাটাগরিতে ফরহাদ হোসেন।

কক্সবাজারে (কর অঞ্চল ৪) দীর্ঘ সময় করদাতা ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন উখিয়ার রফিক আহমদ ও উত্তর রুমালিয়া ছড়ার মো. শাহরিয়ার হুদা। সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে মেসার্স মা-বাবার দোয়া এন্টারপ্রাইজের দেলোয়ার হোসেন, পুরান পল্লান পাড়ার ওমর ফারুক ও ফজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মুহাম্মদ আনোয়ারুল ইসলাম। সর্বোচ্চ নারী করদাতা ক্যাটাগরিতে মেসার্স আলিফ এন্টারপ্রাইজের মোশতারী হাশেম। ৪০ বছরের নিচে তরুণ ক্যাটাগরিতে বিল্ডিং কনসালটেন্টের এম মোতাহেরুল হক।

অনুষ্ঠানে চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক সুরেশ বিশ্বাস, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মাহাবুবুল আলম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ।

স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহম্মদ মামুন।

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page