December 23, 2025, 4:37 pm
শিরোনামঃ
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী দলের বিক্ষোভ জমিয়তকে ৪  আসন ছাড় ; স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন রুমিনসহ বিএনপির তিনজন প্রাথমিকের প্রধান শিক্ষকদের চাকরি দশম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামকে ৪ আসন ছাড়ল বিএনপি জামায়াতে যোগ দিলেন পটুয়াখালীর বিএনপি নেতা বঙ্গোপসাগরের সেন্টমার্টিন থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে গোলাগুলিতে ৫ জন নিহত হামাস দুর্বল হয়নি ; আরও শক্তি বৃদ্ধি করছে : ইসরাইলি সেনাদের স্বীকারোক্তি রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিভ্রাট
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়েছে ব্রিটিশ  মেরিন সেনারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটেনের রাজকীয় মেরিন সেনারা কয়েক মাস আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নিয়েছে। ব্রিটিশ সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের একজন জেনারেল সম্প্রীতি এ কথা স্বীকার করেছেন।

লেফটেন্যান্ট জেনারেল রবার্ট মাগোওয়ান ব্রিটিশ বাহিনীর সরকারি জার্নালে এ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, গত এপ্রিল মাসে ব্রিটিশ মেরিন সেনারা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে একটি উচ্চ পর্যায়ের ঝুঁকিপূর্ণ অপারেশনে অংশ নিয়েছিল।

জেনারেল রবার্ট মাগোওয়ানের এই স্বীকারোক্তির আগে থেকেই রাশিয়া দাবি করে আসছিল যে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সেনারা ইউক্রেনে তৎপর রয়েছে। কিন্তু পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওই দাবি এতদিন নাকচ করে এসেছে।

জেনারেল মাগোওয়ানের তথ্য মতে- ৪৫ জন কমান্ডোর একটি দল গত জানুয়ারি মাসে ইউক্রেনে প্রবেশ করে। তার আগে কিয়েভের ব্রিটিশ দূতাবাস খালি করে তা পোল্যান্ডে সরিয়ে নেয়া হয়। কিন্তু এপ্রিল মাসে এলিট মেরিন সেনাদের ৩০০ সদস্যকে ইউক্রেনে পাঠানো হয় এবং ব্রিটিশ মিশন প্রতিষ্ঠার তাদের ওপর অর্পণ করা হয়। সেখানে আরেকটি ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনার আগে এই পদক্ষেপ নেয়া হয়। জেনারেল মাগোওয়ানের ওই রিপোর্টের ভিত্তিতে ‘দি টাইমস’ গতকাল এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

এপ্রিলের অভিযান রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এবং স্পর্শকাতর পরিবেশেই তা পরিচালনা করা হয়। জেনারেল মাগোওয়ান আগে এই ব্রিটিশ মেরিন ফোর্সের কমান্ড্যান্ট জেনারেল ছিলেন এবং বর্তমানে তিনি ডেপুটি চিপ অব ডিফেন্স স্টাফ।

জেনারেল মাগোওয়ান এ সম্পর্কে বিস্তারিত কিছু জানানি তবে এই প্রথম ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর অভিযানের ব্যাপারে কোন খবর প্রকাশ হলো। এর আগে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল।

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page