অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটেনের রাজকীয় মেরিন সেনারা কয়েক মাস আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নিয়েছে। ব্রিটিশ সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের একজন জেনারেল সম্প্রীতি এ কথা স্বীকার করেছেন।
লেফটেন্যান্ট জেনারেল রবার্ট মাগোওয়ান ব্রিটিশ বাহিনীর সরকারি জার্নালে এ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, গত এপ্রিল মাসে ব্রিটিশ মেরিন সেনারা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে একটি উচ্চ পর্যায়ের ঝুঁকিপূর্ণ অপারেশনে অংশ নিয়েছিল।
জেনারেল রবার্ট মাগোওয়ানের এই স্বীকারোক্তির আগে থেকেই রাশিয়া দাবি করে আসছিল যে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সেনারা ইউক্রেনে তৎপর রয়েছে। কিন্তু পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওই দাবি এতদিন নাকচ করে এসেছে।
জেনারেল মাগোওয়ানের তথ্য মতে- ৪৫ জন কমান্ডোর একটি দল গত জানুয়ারি মাসে ইউক্রেনে প্রবেশ করে। তার আগে কিয়েভের ব্রিটিশ দূতাবাস খালি করে তা পোল্যান্ডে সরিয়ে নেয়া হয়। কিন্তু এপ্রিল মাসে এলিট মেরিন সেনাদের ৩০০ সদস্যকে ইউক্রেনে পাঠানো হয় এবং ব্রিটিশ মিশন প্রতিষ্ঠার তাদের ওপর অর্পণ করা হয়। সেখানে আরেকটি ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনার আগে এই পদক্ষেপ নেয়া হয়। জেনারেল মাগোওয়ানের ওই রিপোর্টের ভিত্তিতে ‘দি টাইমস’ গতকাল এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
এপ্রিলের অভিযান রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এবং স্পর্শকাতর পরিবেশেই তা পরিচালনা করা হয়। জেনারেল মাগোওয়ান আগে এই ব্রিটিশ মেরিন ফোর্সের কমান্ড্যান্ট জেনারেল ছিলেন এবং বর্তমানে তিনি ডেপুটি চিপ অব ডিফেন্স স্টাফ।
জেনারেল মাগোওয়ান এ সম্পর্কে বিস্তারিত কিছু জানানি তবে এই প্রথম ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর অভিযানের ব্যাপারে কোন খবর প্রকাশ হলো। এর আগে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল।
Leave a Reply