অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ঔজি বলেছেন, তার দেশের অপরিশোধিত তেলের উৎপাদন ২০১৮ সালে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আগের অবস্থায় পৌঁছেছে।
২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে আমেরিকাকে বের করে নেন এবং ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।
ইরানি তেলমন্ত্রী জানান, তার দেশ চলতি ফারসি বছরে আগের বছরের চেয়ে ৮ কোটি ৩০ লাখ ব্যারেল বেশি তেল বিক্রি করেছে। এই তেলের পরিমাণ দুই বছর আগে বিক্রি করা তেলের চেয়ে উনিশ কোটি ব্যারেল বেশি। এছাড়া আগের বছরের চেয়ে চলতি বছরে ইরানের গ্যাস রপ্তানিও বেড়েছে শতকরা ১৫ ভাগ।
চলতি মাসের প্রথম দিকে ইরানি তেলমন্ত্রী বলেছিলেন, মার্কিন নিষেধাজ্ঞার চাপ সত্ত্বেও তার দেশ আগামী মাসগুলোতে অপরিশোধিত তেল রপ্তানি বাড়াবে। সে সময় জাওয়াদ ঔজি বলেছিলেন, ইরানি তেল রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে।
Leave a Reply