ইসরাইলি কুখ্যাত গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ডেবিড বার্নিয়া
অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিক্রিয়ায় লেবাননের ইসলামি প্রতিরোধকামী আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের অধিকৃত অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
লেবাননের ইসলামিক প্রতিরোধ ঘোষণা করেছে যে তারা হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার ফোয়াদ শুকুরের শাহাদাতের প্রতিক্রিয়ায় তাদের অপারেশনের প্রথম পর্যায় সফলভাবে সম্পন্ন করেছে। পার্সটুডের মতে এই পর্যায়ে ইসরাইলি সামরিক ঘাঁটি এবং ব্যারাকগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
গত ৩০ জুলাই হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরকে ইসরাইলি বর্বর সেনারা হত্যা করলে তার জবাবে হিজবুল্লাহ গতকাল (রোববার) বিশ্বের মুক্তিকামীদের ইমাম ও নেতা এবং পরোপকার ও অহংকারের মূর্ত প্রতীক ইমাম হোসেইন (আ)’র শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাইনের দিনে ইসরাইলের উত্তরাঞ্চলে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর ওপর ঝাঁকে ঝাঁকে রকেট ও ড্রোন দিয়ে হামলা চালায়। হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ আগস্টের শুরুতে বলেছিলেন, ফুয়াদ শুকুরের হত্যার পর ইসরাইলিদের বিরুদ্ধে লড়াই একটি “নতুন পর্যায়ে” প্রবেশ করেছে।
এই বিবৃতিতে লেবাননের হিজবুল্লাহ ঘোষণা করেছে যে এই চলমান প্রতিশোধমূলক অভিযান শেষ হতে কিছুটা সময় লাগবে এবং একই সঙ্গে জোর দিয়ে বলেছে যে লেবাননে ইসলামি প্রতিরোধ বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতির পর্যায়ে রয়েছে।
লেবাননের হিজবুল্লাহ আরও উল্লেখ করেছে যে তারা ইহুদিবাদী শাসকদের পক্ষ থেকে আসা যে কোনও আগ্রাসনের জন্য সতর্ক অবস্থানে রয়েছে বিশেষ করে যদি বেসামরিক ব্যক্তিদের কোনো ক্ষতি করা হয় সে ক্ষেত্রে শাস্তি হবে আরো কঠোর এবং বেদনাদায়ক।
ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর ১১টি ব্যারাক এবং ঘাঁটিতে ৩২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ : হিজবুল্লাহর ঘোষণা অনুসারে এই অভিযানে মিরন ঘাঁটি, নাফি জিফ ক্ষেপণাস্ত্র লঞ্চ প্যাড,জাতুন ঘাঁটি এবং আল-জাওরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্যাডসহ ইহুদিবাদী ইসরাইলের ১১টি ব্যারাক এবং ঘাঁটিতে ৩২০টি রকেট নিক্ষেপ করা হয়েছিল।এছাড়াও, প্রথম পর্যায়ে অধিকৃত সিরিয়ার গোলানের কিলা ব্যারাক, ইয়োফ ব্যারাক এবং নাফাহ ঘাঁটিও লক্ষ্যবস্তু করা হয়েছে।
অভিযান সফল বলে হিজবুল্লাহর ঘোষণা : লেবাননের হিজবুল্লাহ এই অভিযানকে অত্যন্ত সফল হিসেবে মূল্যায়ন করে ঘোষণা করেছে যে সমস্ত ড্রোন নির্দিষ্ট সময়ে এবং বিভিন্ন দিক থেকে নির্ধারিত অবস্থান থেকে নিক্ষেপ করা হয়েছে এবং এইভাবে সামরিক অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। আল-মায়াদিন নেটওয়ার্কের সাথে একটি সাক্ষাত্কারে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি সুপরিচিত সূত্র জানিয়ে, ফুয়াদ শুকুরের হত্যার বিরুদ্ধে লেবাননের ইসলামি প্রতিরোধের প্রতিক্রিয়া সম্পূর্ণ নির্ভুলতা এবং সাফল্যের সাথে পরিচালিত হয়েছে।
বেন গুরিওন বিমানবন্দর বন্ধ : অধিকৃত অঞ্চলে হিজবুল্লাহর হামলার পর ইসরাইলি সরকার অন্তত পরবর্তী ৪৮ ঘন্টার জন্য অধিকৃত অঞ্চল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। বেন গুরিয়ন বিমানবন্দরও এ সময় বন্ধ ছিল। ইহুদিবাদী সূত্র এই বিমানবন্দরে সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ নাহারিয়া থেকে রিশোন লেটজিওন পর্যন্ত সমুদ্র সৈকত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
তেল আবিবে ২৪০টি আশ্রয়কেন্দ্রের উদ্বোধন : হিজবুল্লাহ হামলার পর ইহুদিবাদী পত্রিকা দৈনিক হারেৎজ তেল আবিবের মেয়রের উদ্ধৃতি দিয়ে বলেছে যে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের আশ্রয় দেওয়ার জন্য এই এলাকায় ২৪০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ লেবাননে ইসলামি প্রতিরোধের অভিযান এবং এর সাফল্য সম্পর্কে আজ বক্তৃতা দিতে যাচ্ছেন। ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার প্রথম পর্যায়ের প্রতিশোধমূলক হামলার বিষয়ে বিবৃতি দিয়েছেন এবং হিজবুল্লাহর আক্রমণকে অকার্যকর হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। নেতানিয়াহু দাবি করেছেন যে ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত অঞ্চলের উত্তর দিকে ছোড়া হাজার হাজার রকেট ধ্বংস করেছে।
হিজবুল্লাহর হামলায় ক্ষয়ক্ষতির প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করেছে ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের গভীর অভ্যন্তরে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যে হামলা চালিয়েছে তাতে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করেছে যুদ্ধবাজ নেতানিয়াহুর সরকার। ব্রিটিশ দৈনিক দ্যা টেলিগ্রাফ জানিয়েছে, নেতানিয়াহু সরকার একটি সেন্সরশিপ ডিক্রি জারি করেছে যার মাধ্যমে ভূমিতে ইসরাইলি বাহিনীর ক্ষতির কথা গোপন করার চেষ্টা করছে তেল আবিব। ডিক্রি অনুসারে, কৌশলগত অবকাঠামো বা সামরিক ঘাঁটিতে রকেট হামলার ক্ষতির তথ্য প্রকাশ করার আগে সাংবাদিকদের অনুমতি নিতে হবে।
Leave a Reply