অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিগগিরই গোয়েন্দা স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হবে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এ বিষয়ে পার্শ্ববর্তী দেশ জাপান হুমকি দিয়েছে, প্রয়োজনে দেশটির গুপ্তচর উপগ্রহ ভূপাতিত করতে প্রস্তুত টোকিও।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা শনিবার (২২ এপ্রিল) সামরিক বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রথমবার গোয়েন্দা সামরিক স্যাটেলাইট তৈরি সম্পন্ন করেছে উত্তর কোরিয়া। এমন দাবি করে গত বুধবার স্যাটেলাইটটি পরিকল্পনা অনুযায়ী শিগগিরই উৎপেক্ষণের নির্দেশ দিয়েছেন কিম জং উন। বিশেষজ্ঞদের ধারণা, আগামী মে থেকে সেপ্টেম্বরের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে পারে দেশটি।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পিয়ংইয়ং-এর রকেট থেকে কোনও ধ্বংসাবশেষ জাপানের ভূখণ্ডে পড়ার বিষয়ে প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, উ. কোরিয়ার পদক্ষেপের অংশ হিসেবে জাপানি সামরিক বাহিনী স্থল-ভিত্তিক প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং এজিস-সজ্জিত ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ মোতায়েন করবে।
গত বছর থেকে ব্যালিস্টিকসহ পরমাণু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটির ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এ ধরনের কার্যক্রম বন্ধ রাখেনি কিম জং উনের দেশটি। তাদের হুমকি মোকাবিলায় অঞ্চলটি ধারাবাহিক সামারিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। সূত্র: সিএনএন