অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট কাজ করছে।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার ঢাকা পোস্টকে বলেন, আজ সকাল ১০টা ২৫ মিনিটে উত্তরা ৭ নম্বর সেক্টরে বিজিবি মার্কেটে আগুন লাগার সংবাদ পাই আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৫টি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবরও আসেনি আমাদের কাছে।
এদিকে ঈদকে সামনে রেখে রাজধানীতে একের পর মার্কেটে আগুনের ঘটনাকে নিছক দূর্ঘটনা বলে মানতে নারাজ দেশের অধিকাংশ মানুষ। গত ২০১৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে যে স্টেইলে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস চলেছিল এবারের জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্টাইল পরিবর্তন করে রাজধানীর মার্কেটগুলোকে টার্গেট করে অগ্নি সন্ত্রাস চালানো হচ্ছে। যা সঠিকভাবে তদন্ত করলেই থলের বিড়াল অবশ্যই বেরিয়ে আসবে।