“এবং পক্ষান্তরে কেউ কৃপনতা করলে ও নিজেকে স্বয়ংসম্পুর্ন মনে করলে আর সদ্বিষয়ে মিথ্যারোপ করলে অচিরেই তার জন্য আমি সুগম করে দেব কঠোর পরিনামের পথ এবং তার সম্পদ তার কোন কাজে আসবে না যখন সে ধ্বংস হবে। সূরা : লাইল ঃ আয়াত : ৮-১১
১. হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুলুম করা হতে দুরে থাক, কারণ জুলুম ও অত্যাচার কিয়ামতের দিন অন্ধকারে পরিনত হবে। আর কৃপনতা হতেও দুরে থাক, কারণ কৃপনতা ও সংকীর্ণতাই তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করে দিয়েছে। এ কৃপনতাই তাদের নিজেদের রক্তপাত করতে ও হারামকে হালাল করে নিতে উদ্বুদ্ধ করেছিল। (মুসলিম শরীফ)
Leave a Reply