অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। ১৪টি পদের সবগুলোতেই জয় পেয়েছে এই পরিষদ।
এই নির্বাচনে ভোট গ্রহণের আগে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন বিএনপি পন্থী সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ।
রোববার (২৭ নভেম্বর) রাতে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে মোট এক হাজার ৩৮৭ জন ভোটারের মধ্যে ভোট দেন করেন এক হাজার ১৮৪ জন। রোববার (২৭ নভেম্বর) সকাল ৮ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৩টা পর্যন্ত।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিষদের চেয়ারম্যানের সই করা ফলাফলে জানা গেছে, সভাপতি পদে সাইফুল ইসলাম এক হাজার ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী শরিফুল ইসলাম জোয়ার্দ্দার খোকন পেয়েছেন ৭২ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তারিক মাহমুদ তারা। অপর প্রার্থী অ্যাডভোকেট এ কে এম শহিদুল আলম শহিদ পেয়েছেন ৯২ ভোট।
বিজয়ী অন্যান্যরা হলেন, সহ সভাপতি এ কে এম মিজানুর রহমান (৯৬৫ ভোট) ও শিরিন আক্তার পপি (৯৫৪), যুগ্ম সাধারণ সম্পাদক তমাল কান্তি ঘোষ (৯৮৫), লাইব্রেরি সম্পাদক কাজী সাইফুল ইমরান (৯২৯), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আসাদুজ্জামান গাজী মিল্টন (৯৮১) এবং সদস্য পদে ওমর ফারুক রনি (১০১১), সরদার আশরাফুল হমান দিপু (৯৬২), এস এম আব্দুস সাত্তার (৯৫৭), প্রজেশ রায় (৯২৮), মো. মনিনুর ইসলাম মনির (৯১২), সাবিরা সুলতানা হ্যাপি (৯০২), খাদিজা আক্তার টুলু (৮৫৮) ভোট।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে ছিলেন মোল্লা লিয়াকত আলী এবং সদস্য হিসেবে মো. আহাদুজ্জামান ও নিমাই চন্দ্র রায়।
Leave a Reply