অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিদের ওপর পাশবিক হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল ‘রাজনৈতিকভাবে আত্মহত্যা’ করেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি।
তিনি গতকাল (সোমবার) সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেন। ইরানের প্রতিরক্ষামন্ত্রী গাজা উপত্যকার ওপর ইসরাইলের নিরবচ্ছিন্ন বিমান হামলাকে ‘যুদ্ধের সকল আইন ও মানবাধিকারের’ লঙ্ঘন বলে উল্লেখ করেন। জেনারেল আশতিয়ানি বলেন, ইহুদিবাদীরা সমস্ত মুসলিম জাতির মুক্ত বিবেককে আঘাত করেছে এবং রক্তপিপাসু এই সরকার তার অপরাধযজ্ঞের মাধ্যমে গোটা বিশ্বকে জাগ্রত করেছে।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, গাজাবাসীর ওপর আগ্রাসন চালানোর ক্ষেত্রে ইসরাইল নিজের জন্য কোনো সীমারেখা নির্ধারণ করেনি; আর আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের অন্ধ সমর্থনের কারণে তেল আবিব এই লাগামহীন ও বেপরোয়া আচরণ করার সাহস পাচ্ছে।
ফিলিস্তিনি যোদ্ধাদের আল-আকসা তুফান অভিযানের ভূয়সী প্রশংসা করে আশতিয়ানি বলেন, ওই অভিযানের মাধ্যমে ইহুদিবাদী সরকারের প্রকৃত অবস্থা বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। তিনি বলেন, আল-আকসা তুফান অভিযানে ইসরাইলের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার চরম অবস্থা ফুটে উঠেছে। কিন্তু অপরাধীরা নিরস্ত্র বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করে সে ব্যর্থতার কালিমা মুছে ফেলার চেষ্টা করছে।
ফোনালাপে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী তার দেশের পাশাপাশি প্রতিরোধ অক্ষের প্রতি বিশেষ দৃষ্টি দেয়ার কারণে ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ফিলিস্তিনি শহীদদের রক্তের বিনিময়ে একদিন অবশ্যই ইহুদিবাদীরা অপমানিত হবে। তিনি সিরিয়ার দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এসব হামলায় ইসরাইলের অভ্যন্তরীণ দুর্বলতা ফুটে উঠেছে।
Leave a Reply