অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় হাসপাতাল, গণমাধ্যমের গাড়ি ও বসতবাড়িতে ইসরাইলি হামলায় কমপক্ষে ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শহীদদের মধ্যে হাসপাতালকর্মী এবং একটি ফিলিস্তিনি টিভি চ্যানেলের সংবাদকর্মীরাও আছেন।
বেইত লাহিয়া এলাকায় অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালের প্রধান হোসাম আবু সাফিয়া জানিয়েছেন, গাজার উত্তরাঞ্চলে হাসপাতালের কাছে একটি ভবনে ইসরাইলি বিমান হামলায় পাঁচজন চিকিৎসা কর্মীসহ প্রায় ৫০ জন শহীদ হয়েছেন। চিকিৎসা কর্মীদের মধ্যে আছেন একজন শিশুবিশেষজ্ঞ, একজন ল্যাব টেকনিশিয়ান, অ্যাম্বুলেন্সের দুই কর্মী এবং রক্ষণাবেক্ষণে নিযুক্ত এক কর্মী।
৬ অক্টোবর থেকে গাজার উত্তরাঞ্চলে ইসরাইলের বড় অভিযান চলার মধ্যে ওই এলাকায় হাতে গোনা কয়েকটি হাসপাতাল সক্রিয় আছে, তারই একটি কামাল আদওয়ান হাসপাতাল।
এদিকে, ফিলিস্তিনি টিভি চ্যানেল আল কুদস টুডে কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) গাজার মধ্যাঞ্চলে এক ইসরাইলি হামলায় তাদের পাঁচ সংবাদকর্মী শহীদ হয়েছেন। গাজায় তাঁদের গাড়ি লক্ষ্য করে ওই হামলা হয়েছিল।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, নুসেইরাতে আল আওদা হাসপাতালের বাইরে পার্ক করে রাখা একটি গাড়ি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এ ছাড়া গাজার উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্স বলেছে, গতকাল গাজায় ইসরাইলি হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন। এর মধ্যে গাজা নগরীর পশ্চিমে একটি বাড়িতে হামলায় ১৩ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত পরিবারগুলো ওই বাড়িতে আশ্রয় নিয়েছিল।
এছাড়া, ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের একটি বাড়িতে রাতভর ইসরায়েল হামলা চালিয়ে অন্তত নয়জন নিহত হয়েছে।
অন্যদিকে, গাজার অন্য প্রান্তে অবস্থিত খান ইউনিস এলাকার নাসের হাসপাতালের প্রধান শিশুচিকিৎসক বলেছেন, শীতকালীন প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে শরীরের তাপমাত্রা কমে চলতি সপ্তাহে তিন শিশু মারা গেছে।
চিকিৎসক আহমেদ আল ফারা সর্বশেষ তিন সপ্তাহ বয়সী এক মেয়েশিশুর মৃত্যুর কথা উল্লেখ করেন। তিনি বলেন, শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তার শরীরের তাপমাত্রা প্রচণ্ড কমে গিয়েছিল। আর এতে তার মৃত্যু হয়েছে।
এর আগে গত মঙ্গলবার তিন দিন এবং এক মাসের কম বয়সী দুই শিশু মারা গেছে বলে জানান তিনি।
Leave a Reply