October 23, 2025, 11:45 am
এইমাত্রপাওয়াঃ

গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলা ; যোগ দিচ্ছে উদ্ধারকারী জাহাজ লাইফ স্পোর্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালির অলাভজনক সংস্থা এমার্জেন্সি’র উদ্ধারযান ‘লাইফ স্পোর্ট’ এই বহরে যোগ দেবে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ৫১ মিটার দৈর্ঘ্যের “লাইফ স্পোর্ট” জাহাজটি সাধারণত ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধার অভিযানে ব্যবহার হয়। এবার এটি গাজার জনগণের জন্য চিকিৎসা ও লজিস্টিক সহায়তা প্রদান করবে। সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের গাজা অভিমুখী নৌবহরে জাহাজসহ বহু নৌযান অংশ নিচ্ছে এবং ৪৪টি দেশের শত শত মানুষ এসব নৌযানে করে গাজার দিকে যাচ্ছে।

এর আগে তারা জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রয়াত নেতার নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা এই বহরে যোগ দিয়েছেন। সুমুদ নৌবহরটি রোববার স্পেনের বার্সেলোনা বন্দর থেকে যাত্রা শুরু করেছে, এরপর সোমবার এর সঙ্গে আরও একটি নৌবহর ইতালি থেকে যোগ দিয়েছে। আশা করা হচ্ছে, আরেকটি বহর তিউনিশিয়া থেকে এই সুমুদ ফ্লোটিলায় যুক্ত হবে।

এই নৌবহরে ফ্রিডম ফ্লিট অ্যালায়েন্স, গ্লোবাল গাজা মুভমেন্ট, সুমুদ ফ্লিট এবং মালয়েশিয়ার “সুমুদ নুসানতারা” যুক্ত রয়েছে। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং গাজাবাসীর প্রতি সমর্থন ঘোষণাই এই ফ্লোটিলার উদ্দেশ্য।

জাতিসংঘ এর আগে জানিয়েছে, গাজায় বহু মানুষ খাদ্যের অভাবে মারা গেছে।

গাজায় বর্তমানে মারাত্মক দুর্ভিক্ষ চলছে। কারণ সেখানে খাদ্য, পানি এবং ওষুধ প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরাইলি বাহিনী। তাদের পরিচালিত কয়েকটি খাদ্য সেন্টার থেকে কিছু খাবার বিতরণ করা হচ্ছে, কিন্তু সেখানে যারা জড়ো হচ্ছে তাদের জন্য তা নিতান্তই অপ্রতুল।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page