October 12, 2025, 9:32 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে টাকার প্রলোভনে বাকপ্রতিবন্ধী ভিক্ষুক নারীকে ধর্ষণ ; স্বামীকে মারধর ; থানায় মামলা দায়ের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা : প্রধান নির্বাচন কমিশনার রাজধানীর কাকরাইলের সাউন্ডগ্রেনেড বিস্ফোরণে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড আগামীকাল রোববার থেকে দেশে প্রথমবার টাইফয়েডের টিকা প্রদান শুরু ইসরায়েলে আটক আলোকচিত্রী শহিদুল আলম দেশে ফিরেছেন মা ইলিশ রক্ষায় চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে ২৪ জেলে আটক হবিগঞ্জে ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘরে পাওয়া গেল বস্তা ভর্তি টাকা !  দিনাজপুরে গাঁজাসহ আটক মাদক প্রতিরোধ কমিটির সভানেত্রী সেলিনা পারভীন নোবেল পুরস্কারে ট্রাম্পের বাদ পড়ায় নোবেল কমিটির সমালোচনায় হোয়াইট হাউস  পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী হামলায় ৭ পুলিশ ও ৬ সন্ত্রাসী নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে হোয়াইট হাউজের সামনে অধিকারকর্মীদের আমরণ অনশন শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের দাবিতে মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউসের সামনে আমরণ অনশন ধর্মঘট শুরু করেছেন একদল অধিকারকর্মী। তাদের মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য জোহরান মামদানিও রয়েছেন। অনশনকারীরা বলছেন, ইহুদিবাদী ইসরাইলকে গাজায় হামলা করার সুযোগ করে দিয়েছে আমেরিকা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যাতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য তেল আবিবকে চেপে ধরেন সেজন্য হোয়াইট হাউসের সামনে এভাবে অনশন করছেন বলে জানিয়েছেন প্রতিবাদকারীরা। হোয়াইট হাউসের সামনে সংবাদ সম্মেলন করে অনশনকারীদের অনেকে তাদের বক্তব্য তুলে ধরেছেন। ফিলিস্তিনিদের দুর্দশার চিত্র তুলে ধরে তারা গাজায় চলমান যুদ্ধের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের নিন্দা জানান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ওই অবরুদ্ধ উপত্যকায় ইহুদিবাদীদের ৪৭ দিনের অবিরাম বোমাবর্ষণে ১৫,৫০০ মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে ছয় হাজারের বেশি শিশু রয়েছে।

প্রেসিডেন্ট বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির নেতা জোহরান মামদানি বলেন, বাইডেনের কারণেই ফিলিস্তিনিদের ওপর বোমা হামলা হচ্ছে, ফিলিস্তিনিরা অনাহারে–অর্ধাহারে দিন কাটাচ্ছেন। ফিলিস্তিনিদের দুর্দশার বিষয়টি তুলে ধরতেই আমরাও না খেয়ে থাকছি।

অনশনে অংশগ্রহণকারী প্রখ্যাত হলিউড অভিনেত্রী সিনথিয়া নিক্সন বলেন, যুদ্ধ হলেই ক্রসফায়ারে কিছু বেসামরিক মানুষের মৃত্যু হবে, এটাই স্বাভাবিক- এ ধরনের ব্যাখ্যা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। এত বেশি সংখ্যক মানুষের মৃত্যুর মধ্যে স্বাভাবিক কিছুই নেই।  বাইডেনের প্রতি আহ্বান জানিয়ে সিনথিয়া নিক্সন আরও বলেন, তাকে বলব গাজার শিশুদের দিকে তাকান আর ভাবুন তারা আপনারই সন্তান। আমাদের পক্ষ থেকে তার প্রতি আবেদন গাজায় বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে, তা অব্যাহত রাখতে তিনি যেন আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page