অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, গাজায় যে মানবিক বিপর্যয় ঘটেছে তা বিশ্বের কাছ থেকে আড়াল করতে চাইছে ইসরায়েল। ৭ অক্টোবর থেকে ইসরায়েলের ছড়ানো শতাধিক মিথ্যাচার শনাক্ত করেছে তুরস্ক। শুক্রবার ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সম্মেলনে ভিডিও লিঙ্কে দেওয়া ভাষণে এই মন্তব্য করেছেন তিনি। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ৭ অক্টোবর থেকে গাজায় বড় ধরনের নৃশংসতা ও হত্যাযজ্ঞ চলছে। এতে সব ধরনের মানবিক মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে।
এরদোয়ান বলেছেন, বাকি বিশ্বে গাজার নিপীড়িত মানুষদের কথা তুলে ধরা বন্ধ করতে ইসরায়েলি প্রচেষ্টা প্রতিহত করার চেষ্টা করছে তুরস্ক।
এরদোয়ান আরও বলেছেন, ইসরায়েল সুনির্দিষ্টভাবে সাংবাদিকদের হত্যা করছে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেই গাজায় কী ঘটছে তা বিশ্বের কাছে তুলে ধরা চেষ্টা করছেন সাংবাদিকরা। ইসরায়েলি হামলায় ৬০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন।
তুরস্কের গুজব প্রতিরোধ কেন্দ্রের উদ্যোগের কথা তুলে উল্লেখ করে এরদোয়ান বলেছেন, ৭ অক্টোবরের পর থেকে এই কেন্দ্র ইসরায়েলের ছড়ানো শতাধিক মিথ্যাচার শনাক্ত করেছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে আন্তর্জাতিক সংস্থা ও বৈশ্বিক ব্যবস্থার অকার্যকরতার বিষয় আবারও তুলে ধরেছেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার দায়িত্বে থাকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই প্রক্রিয়ায় একেবারে অচল।
তিনি আবারও অভিযোগ করেছেন, গাজার মানুষের বিদ্যুৎ, পানি, জ্বালানি, ওষুধ ও খাবার সরবরাহ বিচ্ছিন্ন করে স্পষ্ট যুদ্ধাপরাধ করছে ইসরায়েল।
Leave a Reply