অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে জামায়াত-শিবিরের ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৫ ডিসেম্বর) রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
গ্রেফতার ১০ জন হলেন– আলী আজহর (৩১), মজিবুল হক (৩৩), আকতার হোসেন (২৫), আবুল কালাম আজাদ (৪৫), লুৎফুর রহমান ওরফে আলম (৩৬), তৌহিদুল আলম (৪০), বদরুদ্দোজা ওরফে ভুট্টু (৪২), মুজাম্মিনুল হক ওরফে মোজাম্মেল (৩০), জসিম উদ্দিন (৩৮) ও হারুনুর রশিদ (৫৫)।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন মজুমদার বলেন, ‘শনিবার সকালে জামায়াত-শিবির পাঁচলাইশ থানাধীন শুলকবহর মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ও হামলা করা হয়। জামায়াতের কর্মীদের হামলায় পুলিশের একটি গাড়ির লুকিং গ্লাস ভেঙে গেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ১৪৩/৩৩২/৩৫৩/৪২৭ ধারায় মামলা করেছে। মামলায় অজ্ঞাত আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।’
শনিবার সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানার এসআই কামরুজ্জামান খাঁন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় জামায়াত-শিবিরের ২৬৮ জনকে আসামি করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠাসহ ১০ দফা বাস্তবায়ন ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মুক্তির দাবিতে শনিবার চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছিল। শনিবার সকালে নগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর মাদ্রাসার সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদেক্ষিণ করে বহদ্দারহাটে গিয়ে শেষ হয়। বহদ্দারহাট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক জামায়াত-শিবিরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
Leave a Reply