বশির আল-মামুন, চট্টগ্রাম : নতুন বছরের প্রথম দিনে চট্টগ্রাম বিভাগ, জেলা ও নগরে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) নগরের লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। এ সময় তিনি বলেন, বছরের শুরুতে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত। পাশাপাশি তাদের অভিভাবকরাও খুবই খুশী। বছরের শুরুতে নতুন বই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। তিনি বলেন এ কর্মসূচি যেন সবসময় অব্যাহত থাকে সে প্রত্যাশার কথাও জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গন শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ড. মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহিম জাদিদ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল হক, চট্টগ্রাম পিটিআই সুপার মো. জয়নাল আবেদীন। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সকল কর্মকর্তা, চট্টগ্রাম নগরের সকল থানা শিক্ষা অফিসের কর্মকর্তা এবং লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএসসির সভাপতি, শিক্ষক-শিক্ষিকা, কোতয়ালী থানার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ বছর চট্টগ্রাম বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় ১ কোটি ৬৭ লাখ ৬৮হাজার ৪০০টি এবং চট্টগ্রাম জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৪৬ লাখ ৭৯ হাজার ৯০১টি বই বিতরণের জন্য বরাদ্দ হয়েছে এবং সকল শিক্ষার্থীদের মাঝে তা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
এদিকে একই দিন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর উদ্যোগে মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশে বই উৎসব ২০২৪ পালন করা হয়েছে। এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৫২টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়। নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছসিত শিক্ষার্থীরা।
বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, আজ শিক্ষার্থীদের মাঝে উচ্ছাসের ভাব পরিলক্ষিত হচ্ছে। কারণ তারা দীর্ঘ এক বছর পড়ালেখা শেষে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়েছে। অথচ একসময় নতুন বছরের শুরুতে নতুন বই হাতে পাওয়ার উচ্ছাস কিছু শিক্ষার্থীর মাঝে উচ্ছাস থাকলেও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের সে উচ্ছাস থাকতো না। সে সময় অর্থের অভাবে তাদের অভিভাবকরা নতুন বই কিনে দিতে ব্যার্থ হতো। দু’একটি পুরাতন বইয়ের জন্য অভিভাবক ও শিক্ষার্থীরা এক দরজা থেকে অন্য দরজায় ছুটে যেতো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষায় সকলের সমান অধিকারের কথা চিন্তা করে ২০১০ সালের ১ জানুয়ারি থেকে কোটি কোটি শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু করেন। তারই ধারাবাহিকতায় আমরা উৎসব মুখর পরিবেশে প্রতিবছর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেই।
চট্টগ্রাম সিটি করপোরেশন এর সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চসিকের কাউন্সিলর শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জহর লাল হাজারী, সমাজকল্যাণ স্থায়ী কমিটির সভাপতি আবদুস সালাম মাসুম, রুমকি সেনগুপ্ত, প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, চসিকের উপ-সচিব আশেকে রসুল টিপু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি চৌধুরী ফরিদ, চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরীসহ চসিকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
Leave a Reply