বশির আল–মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে বীমা সম্পর্কে জনসচেতনতা সৃস্টির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) সকাল ১১ টায় নগরীর সার্কিট হাউজে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষ এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল বারী সভাপতিত্বে এ সভা অনুুষ্টিত হয়। সভায় বীমার গুরুত্ব, বীমার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, গেস্ট অব অনার বাংলাদেশ ইন্সুইরেন্স এসোসিয়েশন প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো আশরাফ উদ্দিন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স কমার্স এন্ড ইন্ডস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম একটি ব্যবসার অঞ্চল। বীমার বিশাল সম্ভাবনা রয়েছে। বক্তারা সেই সাথে একটি একাডেমি করার গুরুত্বরোপ করেন। তাছাড়া শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ব্যবস্থা করা যায় কিনা এবং আস্থা অর্জনে মসজিদের ইমাম সংশ্লিষ্ট থাকার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply