January 29, 2026, 2:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌনে ১২ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সিনিয়র সহকারী সচিব কারাগারে চুয়াডাঙ্গায় এক মঞ্চে উপস্থিত হয়ে ‘অঙ্গীকারনামায়’ স্বাক্ষর করলেন সব প্রার্থী
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে মাসজুড়ে ফুল উৎসব শুরু আগামী শুক্রবার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ডিসি পার্কে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। চতুর্থবারের মতো জেলা প্রশাসনের এ আয়োজনে রয়েছে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ।

আগামী ৯ জানুয়ারি, শুক্রবার থেকে শুরু হবে মাসব্যাপী এ ফুল উৎসব, আর এ উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা উৎসব উপভোগ করতে পারবেন। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। টিকিটের মূল্য জনপ্রতি ৫০ টাকা।

টিকিট কাউন্টারের পাশাপাশি এবার অনলাইনে https://dcparkchattogram.com/web/ সাইট-এ প্রবেশ করে টিকিট ক্রয় করা যাবে।

এদিকে ফুল উৎসবের পাশাপাশি বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে— মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা, পিঠা, বই ও ঘুড়ি উৎসব এবং ঐতিহ্যবাহী উৎসবসহ আরও নানা আয়োজন।

সাগরপাড়ে ১৯৪ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন এ ফুলের বাগান।

পার্কে ঢুকলেই চোখে পড়বে ডালিয়া, গাদা, চন্দ্রমল্লিকা ও গোলাপসহ নানা রংয়ের বাহারি ফুলের সমাহার। সঙ্গে কানে বাজবে পাখির কিচির-মিচির আওয়াজ ও এর সঙ্গে চোখে পড়বে গ্রামীণ ঐতিহ্য খেজুর গাছে রসের হাড়ি।

জীববৈচিত্র্য ও প্রকৃতিকে রক্ষা করে, পুরো পার্কটি সাজানো হয়েছে দেশি-বিদেশি ফুলের সমারোহে। ইতোমধ্যেই দর্শনার্থীরা পার্কে ভিড় জমাতে শুরু করেছেন।

এছাড়া এই উৎসবে আরও রয়েছে— ফুডকোর্ট, পর্যটকদের বসার স্থান, সেলফি কর্নার, অনুষ্ঠানস্থল, ভাসমান ফুল বাগান, হাঁটাচলার উন্মুক্ত স্থান, অস্থায়ী খেলার মাঠ, স্থায়ী ফুলের বাগান, শিশুদের খেলার মাঠ, ভিআইপি জোন, কন্ট্রোল রুম, রেস্টুরেন্ট, ফুড কর্নার, সানসেড ভিউ পয়েন্ট, টিউলিপ গার্ডেন ও পাবলিক টয়লেট।

এবারের এই আয়োজনে নতুন সংযোজন করা হয়েছে জিপ লাইন। এ ছাড়া কালচারাল প্রোগ্রামেও আনা হয়েছে ভিন্নতা।

এ ফুল উৎসবে দিনের আলোয় এক রকম সৌন্দর্য চোখে পড়লেও সন্ধ্যায় নানা রংয়ের লাইটের আলোয় স্থানটি আরও মনোমুগ্ধকর হয়ে উঠে।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুরুতে ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ দিনব্যাপী এ ফুল উৎসবের আয়োজন করা হয়েছিল ডিসি পার্কে।

এরপর ২০২৪ সালের ২৫ জানুয়ারি মাসব্যাপী উৎসবের আয়োজন করা হয়। যেখানে ১২৭ রকম ফুল দিয়ে সাজানো হয়েছিল পার্ক। ২০২৫ সালের ৪ জানুয়ারি ১৩৬ রকম ফুল দিয়ে সাজানো হয়েছিল পার্ক। প্রতিবারই বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম হয়েছিল।

এবারও মাসব্যাপী এ আয়োজনে ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল দিয়ে সাজানো হয়েছে পার্কটিকে।

আশা করা হচ্ছে যে এবারও বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে। মাসব্যাপী ফুল উৎসবে অংশগ্রহণের পাশাপাশি সকল আয়োজন উদযাপন করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন জানায়, ফুল ও জলাশয় মিলিয়ে পার্কটি একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেমে পরিণত হয়েছে। এতে প্রজাপতি, মৌমাছি, ফড়িং, পানকৌড়ি ও রঙিন মাছের উপস্থিতি বেড়েছে, যা প্রকৃতিকে আরও প্রাণবন্ত করে তুলছে।

এবারের উৎসবে স্থান পাচ্ছে বেশিরভাগই বিদেশি প্রজাতির শীতকালীন ফুল। সেখানে আছে ২৫ ধরনের গোলাপ, স্টক, গেজানিয়া, ক্যামেলিয়া, হলিহক, স্নোবক, নেসটিয়াম, লিলিয়াম, ডালিয়া, চন্দ্রমল্লিকার মতো ফুল। এ ছাড়া টিউলিপও আনা হবে।

এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘প্রতিবছর এ ডিসি পার্কে বাংলাদেশের বৃহত্তম ফুল উৎসব হয়ে থাকে। তারই ধারাবাহিকায় এবার ১৪০ প্রজাতির ফুলকে নিয়ে বিভিন্ন রংয়ে সাজিয়েছে আমাদের ডিসি পার্ক।’

তিনি আরও বলেন, মাসব্যাপী উৎসবে প্রতিদিন থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংস্কৃতিক গোষ্ঠী এখানে পারফর্ম করবে। পাশাপাশি আরও অনেকগুলো উৎস থাকবে। যেমন- গ্রামীণ উৎসব, পিঠাৎ উৎসব, বই উৎসব ও ঘুড়ি উৎসব থাকবে ইত্যাদি।

জেলা প্রশাসক আরও বলেন, বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক আয়োজন, ভায়োলিন শো, কাউয়ালি সন্ধ্যা ও নির্বাচনে গণভোট বিষয়ক একটি স্টল।

এছাড়া বাংলাদেশে বসবাসরত ১৬টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ সংস্কৃতি নিয়ে অংশ নেবেন। এছাড়া আমাদের দেশের যে ঐতিহ্যবাহী উৎসবগুলো আছে সেগুলোও থাকবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম শহরের কাছেই বন্দর লিংক রোডের ফৌজদারহাট অংশে এ জায়গাটি এক সময় ছিল মাদকসেবীদের অভয়ারণ্য। ২০২৩ সালের ৪ জানুয়ারি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের সলিমপুরে ১৯৪ দশমিক ১৮ একর খাস জায়গা অবৈধ দখলমুক্ত করে চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানের সময় ওই খাস জমিতে দীর্ঘদিন ধরে পরিচালিত বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁসহ প্রায় ১০০ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরপর সেখানে গড়ে তোলা হয় পার্ক। যার নামকরণ করা হয় ‘ডিসি পার্ক’। পার্ক করার পর আয়োজন করা হয় ফুল উৎসবের।

এরই মধ্যে পার্কটি নগরবাসীর বিনোদন ও আগ্রহের জায়গায় পরিণত হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page