22 Jan 2025, 01:58 pm

যুক্তরাষ্ট্রে চলছে ভোটগ্রহণ ; বাংলাদেশের রাজনৈতিক নেতাদের হার্টবিট উঠা-নামা করছে

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ৫ নভেম্বর ভোর ৫ টায় ভার্মেন্ট রাজ্যের রাজধানী মন্টপিলিয়ারের ভোটকেন্দ্রগুলো খুলে দেয়া হয়। এরপর সময়ভেদে বিভিন্ন রাজ্যে শুরু হয় ভোটগ্রহণ। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের হার্টবিট উঠা-নামা করছে। ট্রাম্পের জনপ্রিয়তাকে কেন্দ্র করে কারো কারো হার্টবিট এতোটাই বেড়ে যাচ্ছে যে রিতিমতো তাদের হার্ট ফেল করার উপক্রম হয়েছে।

বিবিসি জানিয়েছে, ভার্মেন্ট, কানেকটিকাট, নিউজার্সি, নিউইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার, ভার্জিনিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, লুইসিয়ানা, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিসৌরি, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড, সাউথ ক্যারোলিনা, ,ওয়াশিংটন ডিসিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সকালে অনেককেই কফির কাপ নিয়ে ভোটের জন্য লাইনে দাড়াতে দেখা গেছে। এছাড়াও অনেককে দল বেধে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ছোট্ট শহর ডিক্সভিল নচের একটি ভোটকেন্দ্রে মধ্যরাতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার মধ্যরাতের পরপরই ওই ভোটকেন্দ্রে নিবন্ধিত ছয়জন ভোটার নির্বাচনে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট শেষে গণনায় দেখা গেছে, ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমালা হ্যারিস ও রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প সমসংখ্যক ভোট পেয়েছেন।
এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রে মোট ২৪ কোটি ৪০ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। ইতোমধ্যেই প্রায় ৮ কোটি ২০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন। পিউ রিসার্চ সেন্টারের ওয়েবসাইট অনুযায়ী, ২০২০ সালের নির্বাচনের যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ (৬৬ শতাংশ) ভোটার ভোট দিয়েছিলেন, যা ছিল ১৯০০ সালের পর কোনও জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ভোটের সংখ্যা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *