October 23, 2025, 12:36 pm
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জের ধান ক্ষেতে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় পথভোলা হরিণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত এলাকার গ্রামগুলোতে বেশ কয়েক দিন ধরে ভারতীয় একটি হরিণকে ঘুরে বেড়াতে দেখা গেছে। অনেকেই বলছেন, হরিণটি পথ ভুল করে এসেছে। বড় আকৃতির হরিণটি দেখতে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন ওই এলাকায়।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে সীমান্তের কাঁটাতারসংলগ্ন ভারতের অ্যভন্তরে একটি হরিণ দেখতে পাওয়া যাচ্ছিল। হরিণটিকে বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভবানীপুর, শিবরামপুর, আনারপুর গ্রামের ধানের জমিসহ আশপাশে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। হরিণটি দেখতে এলাকার মানুষ ছুটে যাচ্ছেন। কেউ কাছে গেলে হরিণটি পালিয়ে যাচ্ছে।

বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ও সংরক্ষিত নারী সদস্য জুলেখা বেগম বলেন, সোমবার হরিণটি প্রথম দেখা গেছে।

উপজেলা বন বিভাগে অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা সেরাজুল ইসলাম বলেন, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন বিষয়টি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন বলেন, বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page