অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত সপ্তাহে প্রচন্ড ঝড়বৃষ্টিতে চারজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েক জন নিখোঁজ রয়েছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
২১ আগস্ট সিচুয়ান প্রদেশের পাহাড়ি কাউন্টি জিনইয়ংয়ে প্রবল বর্ষণ হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।
বৃষ্টিপাতের এক সপ্তাহ পর রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বুধবার জানায়, এ বর্ষণের ফলে সৃষ্ট বন্যা একটি ইস্পাত প্রক্রিয়াকরণ সাইটে আঘাত হানে। এ সময় সেখানে ২শ’ জনেরও বেশি লোক কাজ করছিল।
সিসিটিভি জানায়, ‘এ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৪৮ জন নিখোঁজ রয়েছে। সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’
সিসিটিভি জানায়, প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে যা যা করা দরকার তা করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এবং তিনি তাদের পরিবারের সদস্যদের প্রতি সান্তনা জানিয়েছেন।
শি বলেন, ঘটনাটি সম্পূর্ণভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply