অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জলবায়ু পরিবর্তনের চেয়েও বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার (৫ মে) এমন কথা বলেছেন ‘এআই গডফাদার’ নামে পরিচিত সাবেক গুগল কর্মকর্তা জিওফ্রে হিন্টন।
সাক্ষাৎকারে জিওফ্রে হিন্টন বলেন, ‘জলবায়ু বিপর্যয়ে কী করণীয় তা সহজেই অনুধাবন করা যায়। কার্বন পোড়ানো বন্ধ করলে বা কমালেই এ ঝুঁকি হ্রাস করা সম্ভব। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি মোকাবিলার করণীয় সম্পর্কে আমরা কেউই স্পষ্ট জানি না।’
গুগলে কয়েক দশক চাকরির পর সম্প্রতি অবসর গ্রহণ করেছেন জিওফ্রে। চাকরি ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই এআই এর ঝুঁকি নিয়ে সাবধান করে আসছেন তিনি।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনকে ছোট বিষয় হিসেবে দেখছি না আমি। এটি অবশ্যই একটি বড় ঝুঁকি। তবে আমার মনে হয় এর চেয়েও বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে এআই।’
কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়ে বিভিন্ন রকম আশঙ্কা প্রকাশ করছেন তিনি। মানুষের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বেশি দক্ষতা অর্জন করে বিশ্বকে নিয়ন্ত্রণ করা শুরু করলে কী হতে পারে সে বিষয়ে উদ্বিগ্ন তিনি।
সম্প্রতি এআই এর উৎকর্ষ সাধনে কাজ করায় অনুতাপ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, হিন্টনের অবদানকে এআই এর উৎকর্ষে অত্যাবশ্যকীয় হিসেবে বিবেচনা করা হয়। ১৯৮৬ সালে নিউরাল নেটওয়ার্ক বিকাশের মাইলফলক হিসেবে ‘ব্যাক-প্রপাগেটিং ভুলের মাধ্যমে প্রতিনিধিত্ব শেখা’ নামক একটি গবেষণাপত্র প্রকাশ করেন জিওফ্রে। ২০১৮ সালে এআই বিষয়ক গবেষণার জন্য টুরিং অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। সূত্র: রয়টার্স
Leave a Reply