অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের দক্ষিণাঞ্চলে ধেয়ে আসছে শক্তিশালী একটি টাইফুন। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, বুধবারের মধ্যে ওকিনাওয়া প্রিফেকচারের কাছে আঘাত হানতে পারে টাইফুন খানুন। এটির প্রভাবে এই অঞ্চলে তীব্র বাতাস এবং ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
টাইফুন খানুনের প্রভাবে ইতোমধ্যেই ওকিনাওয়া থেকে ছেড়ে যাওয়া এবং আসার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। টাইফুনটি দক্ষিণ-পশ্চিম কাগোশিমা প্রিফেকচারের আমামি-ওশিমা দ্বীপের কাছেও আঘাত হানতে পারে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।
সোমবার স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত টাইফুনটি জাপানি দ্বীপপুঞ্জের দক্ষিণে একটি এলাকায় অবস্থান করছিল। এ সময় ঘন্টায় সর্বোচ্চ ১৯৮ কিলোমিটার গতিতে বাতাস রেকর্ড করা হয়।
টাইফুন খানুনের প্রভাবে ভারী বৃষ্টির পাশাপাশি ওকিনাওয়ার বাসিন্দাদের কাদা ধস এবং বন্যার বিষয়ে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অফিস। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অফিস জানায়, সোমবার জোয়ারের উচ্চতা ওকিনাওয়া এলাকায় ১০ মিটার এবং আমামি এলাকায় ৬ মিটার রেকর্ড করা হয়েছে। সূত্র: জাপান টাইমস
Leave a Reply