অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। আজ সোমবার (১ জানুয়ারি) মধ্য জাপানে আঘাত হানে ভূমিকম্পটি। এর পর পরই দেশটিতে সুনামির সতর্কতা জারি করে জাপান সরকার। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) এর বরাত দিয়ে সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানায়।
জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় আজ বিকেল ৪টা ১০ মিনিটে (গ্রিনিচ মান অনুযায়ী সময় ০৭১০) ভূমিকম্পটি অনুভূত হয় যার উৎপত্তিস্থল হচ্ছে ইশিকাওয়ার নোটো এলাকা।
ইউএসজিএস ও জাপানের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পের পর মধ্য জাপানের উত্তর উপকূলের ৩০০ কিলোমিটারজুড়ে সুনামি হতে পারে।
এদিকে জাপানের আবহাওয়া সংস্থা বলছে, ঢেউয়ের উচ্চতা পাঁচ মিটারেরও বেশি হতে পারে। ফলে নাগরিকদের যথাসম্ভব দ্রুত উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে।
Leave a Reply