অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবিরে সম্প্রতি ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনের ব্যাপারে পাশ্চাত্যের দ্বিমুখী নীতিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি প্রশ্ন তুলেছেন, আমেরিকা ও ইউরোপ কি মানবাধিকার কাউন্সিলের কাছে জেনিনে ইসরাইলি হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের ব্যাপারে একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ বা ‘সত্য অনুসন্ধান কমিটি’ গঠনের দাবি জানাবে? জেনিনে ইসরাইলি বর্বরতার ব্যাপারে পাশ্চাত্যের দ্বিমুখী নীতির প্রতিক্রিয়ায় তিনি এক টুইটার বার্তায় বলেছেন, ‘এতে ১৩ জন ফিলিস্তিনি শহীদ এবং ১৪০ জন আহত হয়েছে। আহতের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া, বিদ্যুত ও পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, ৩০০টি বাড়ি পুরোপুরি ধ্বংস এবং ৫০০টি বাড়ির আংশিক ক্ষতি করেছে ইসরাইলি সেনারা। এমনকি রাস্তাঘাট ও দোকানপাটেরও ব্যাপক ক্ষতি করেছে। এ অবস্থায় আমেরিকা ও ইউরোপ মানবাধিকার কাউন্সিলের কাছে জেনিনে ইসরাইলি হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের ব্যাপারে একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করবে কিনা প্রশ্ন তুলে বলেছেন ওরা কখনোই এটি করবে না।
এদিকে, ইসরাইলি সেনারা জেনিন শরণার্থী শিবির খালি করে দেয়ার আহ্বান জানালেও তা মানতে ফিলিস্তিনিরা অস্বীকৃতি জানায় এবং ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা করেছে।
Leave a Reply