স্টাফ রিপোর্টার : পুকুর পাড়ে খেলার সময় পুকুরের পানিতে পড়ে যায় শিশু তানিয়া আক্তার (৫)। অনেক খোজা খুজির পর রাতে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায় শিশু তানিয়ার। শিশু তানিয়া আশ্রয়ন প্রকল্পের তৌফিক রহমানের মেয়ে। এ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে।
প্রতিবেশীরা জানান, শনিবার বিকালে আশ্রয়ন প্রকল্পের পুকুর পাড়ে কয়েকটি ছেরে মেয়েদের সাথে খেলা করছিলো তানিয়া। পরে আশ্রয়ন প্রকল্পের সব বাচ্চারা ঘরে ফিরলেও শিশু তানিয়ার খোজ পাওয়া যায়নি।
পরে অনেক খোজা খুজির পর রাত ১০টার দিকে কুকুরের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায় শিশু তানিয়ার লাশ।
পরে রাতেই শিশু তানিয়ার দাফন করা হয়েছে।