স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ (মহেশপুর – কোটচাঁদপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি মহেশপুরের ফতেপুর ইউনিয়নে জনসংযোগ করেছেন।
৩০ ডিসেম্বর সকাল থেকে মহেশপুরের ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খান, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক উমর আলী ভুইয়া, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মীর মোঃ কবীর হোসেন, মোঃ সজল মিয়াসহ ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঝিনাইদহ-৩ (মহেশপুর- কোটচাঁদপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি ফতেপুর ইউপির ২নং ওয়ার্ড বেড়ের মাঠ, কদমতলা ও নিমতলা গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি যেয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে পুরুষ ও মহিলাদের সাথে জনসংযোগ করেন।
এসময় উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আসলাম পারভেজ লিটন, সদস্য সোলাইমানসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও মহিলা সভাপতি সম্পাদকসহ দলীয় অঙ্গসংগঠনের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply